টুকরো খবর |
আজ রবেন নেই, বাদ হয়তো ফোরলানও |
সংবাদসংস্থা • মার্সেই |
দুই প্রাক্তন ইউরোপ চ্যাম্পিয়ন বুধবার রাতে নামছে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে যেতে বায়ার্ন মিউনিখের লড়াই বাসেলের সঙ্গে, সুইৎজারল্যান্ডে। আর ফ্রান্সে ইন্টার মিলান খেলবে মার্সেইয়ের সঙ্গে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দেওয়া বাসেল ঘরের মাঠে নামছে প্রায় পুরো শক্তি নিয়েই। বায়ার্নে রবেনের বদলি হিসাবে প্রথম এগারোয় থাকবেন টমাস মুলার। সোয়াইনস্টাইগারের বদলে খেলবেন ডেভিড অ্যালাবা। কোচ দিদিয়ের দেঁশ-এর মার্সেইয়ের বিরুদ্ধে নামার আগে অবশ্য কিছুটা স্বস্তিতে ইন্টার। ফরাসি ক্লাবটির তারকা ফুটবলার লোয়াক রেমি হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে। তা ছাড়া জ্বর সারিয়ে ক্লদিও রানিয়েরির দলে ফিরতে পারেন স্ট্রাইকার দিয়েগো মিলিতো আর মিডফিল্ডার স্ট্যাঙ্কোভিচ। তবে উরুগুয়ান তারকা দিয়েগো ফোরলান হয়তো নেই ইন্টারের প্রথম এগারোয়।
|
খেলার জন্য তৈরি অ্যালভিটো |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তিন বেলা ট্রেনিং চলছে। একবার নিজে জগিং। সকালে ক্লাব প্র্যাক্টিস। বিকেলে ট্রেনিং প্রয়াগ ইউনাইটেডের ফিজিও গার্সিয়ার কাছে। এক বছর তিন মাস মাঠের বাইরে থাকা অ্যালভিটো ডি’কুনহা মনে করছেন, কোচ খেলালেই তিনি খেলতে পারবেন। “হাঁটুতে সামান্য ব্যথা রয়েছে। কিন্তু সত্তর-আশি ভাগ ফিট হয়ে গিয়েছি। এখন শুধু দরকার ম্যাচ প্র্যাক্টিস।” বললেন অ্যালভিটো। তবে ফুটবলাররা বলছেন, আরও ফিট হতে হবে অ্যালভিটোকে। বুধবারই মোহনবাগান-ইস্টবেঙ্গল সরকারি ভাবে আবার প্র্যাক্টিস শুরু করছে। সুব্রত ভট্টাচার্য এত দিন সাত আট জন জুনিয়রকে নিয়ে প্র্যাক্টিস করাচ্ছিলেন। সুব্রত আশায়, জাতীয় দলের তারকারা ছাড়া সব তারকাকে পাবেন। ট্রেভর মর্গ্যান মঙ্গলবার রাতে কলকাতা ফিরছেন ছুটি কাটিয়ে। বুধবার তিনি নামছেন। মঙ্গলবার অতনু ভট্টাচার্য ও রঞ্জন চৌধুরী প্র্যাক্টিস করালেন।
|
হাওড়ায় নতুন কোচিং ক্যাম্প |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভাইচুংদের ফুটবল প্লেয়ার্স সংস্থার প্রয়াত কর্তা দেবাঞ্জন সেনের নামে ফাউন্ডেশন নতুন কোচিং সেন্টার তৈরি করছে হাওড়ায়। হাওড়া পুরসভা ও হাওড়া ভেটারেন্স ক্লাবের যৌথ উদ্যোগে সেখানে অনূর্ধ্ব ১৪ কিশোরদের প্র্যাক্টিস দেবেন মনোজিৎ দাস। থাকছেন হীরালাল দাস। এখন ট্রায়াল চলছে। ১ মার্চ থেকে শুরু ক্যাম্প।
|
কালীঘাট মিলন সঙ্ঘও মূলপবের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মহমেডানের পর কলকাতার আর একটি দল কালীঘাট মিলন সঙ্ঘ উঠল আই লিগের দ্বিতীয় ডিভিশনের মূল পর্বে। গোয়ার সেসা শেষ ম্যাচে হেরে যাওয়ায় কপাল খুলে গেল কালীঘাটের দলটির। সেসা এ দিন কটকে গুয়াহাটি টাউন ক্লাবের কাছে নাটকীয় ভাবে ৩-২ হেরে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার দল হিসাবেই ময়দানে পরিচিত দলটি। এ বছর এয়ারলাইন্স ক্লাব জিতেছিল দলটি। কালীঘাটের কোচ সুমন ঘোষাল, টিডি অরুণ ঘোষ। অখ্যাত ক্লাব আলোয় এল অভিজিৎ মজুমদার, তন্ময় কুণ্ডু, পাহুন বিশ্বাসদের মতো বাঙালি ছেলে ও তিন নাইজেরিয়ানের কৃতিত্বে।
|
প্রাক শতবর্ষে ইউরোপীয় প্রতিপক্ষ চায় ইস্টবেঙ্গল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নিজেদের ক্লাবের প্রাক শতবর্ষপূর্তি উপলক্ষ্যে একটি ইউরোপীয় বড় ক্লাবের সঙ্গে ম্যাচ খেলতে চাইছে ইস্টবেঙ্গল। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জাতীয় ক্লাবকে খোঁজা হচ্ছে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বললেন, “এখনও কিছু চূড়ান্ত হয়নি। ক্রীড়ামন্ত্রীর কাছে জানতে চেয়েছি আইন-শৃঙ্খলাগত কোনও অসুবিধা হবে কিনা। ইউরোপের যে কোনও নামী দলের সঙ্গে খেলতে চাই। তবে কবে খেলাটা হবে সেটা নির্ভর করছে কোন ক্লাব খেলতে রাজি হবে তার উপর।”
|
আন্তঃকলেজ ক্রিকেট |
নিজস্ব সংবাদাদাতা • বর্ধমান |
আন্তঃকলেজ ক্রিকেটে বাঁকুড়া খ্রিস্টান কলেজ ৬ উইকেটে হারিয়েছে বর্ধমানের বিবেকানন্দ মহাবিদ্যালয়কে। প্রথমে বিবেকানন্দ ১৯ ওভারে ৮৬ করে। মহম্মদ তুফানউদ্দিন করেন ২৯। পরে বাঁকুড়ার কলেজ ২০ ওভারে করে ৮৭-৪। বিবেকান্দের অত্রিনাথ করম ১৬ রানে ২ উইকেট দখল করেন।
|
শেষ মিনিটে গোল খেয়ে মস্কোয় ড্র রিয়ালের
সংবাদসংস্থা • মার্সেই |
হাড়-কাঁপানো ঠান্ডায় কৃত্রিম ঘাসের মাঠে রিয়াল মাদ্রিদ ১-১ ড্র করল সিএসকেএ মস্কোর সঙ্গে। ২৬ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে এগিয়ে ছিল রিয়াল। কিন্তু তিন মিনিট ইনজুরি টাইমের একেবারে শেষে রাশিয়ার ক্লাবের হয়ে ১-১ করেন পন্টাস ওয়ের্নব্লুম।
|
প্রাক শতবর্ষে ইউরোপীয় প্রতিপক্ষ চায় ইস্টবেঙ্গল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নিজেদের ক্লাবের প্রাক শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ইউরোপের একটি বড় ক্লাবের সঙ্গে ম্যাচ খেলতে চাইছে ইস্টবেঙ্গল। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জাতীয় ক্লাবকে খোঁজা হচ্ছে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বললেন, “এখনও কিছু চূড়ান্ত হয়নি। ক্রীড়ামন্ত্রীর কাছে জানতে চেয়েছি আইন-শৃঙ্খলাগত কোনও অসুবিধা হবে কিনা। ইউরোপের যে কোনও নামী দলের সঙ্গে খেলতে চাই। তবে কবে খেলাটা হবে সেটা নির্ভর করছে কোন ক্লাব খেলতে রাজি হবে তার উপর।”
|
ইংল্যান্ড ৪-০ করল
সংবাদসংস্থা • দুবাই |
পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ ০-৩ হারের জবাবে এক দিনের সিরিজ ৪-০ জিতল ইংল্যান্ড। আজ শেষ এক দিনের ম্যাচে পাকিস্তানের ২৩৭ রান ৪৯.২ ওভারে তুলে দেয় ইংল্যান্ড। কেভিন পিটারসেন (১৩০) ফের সেঞ্চুরি করেন।
|
হারল মহামেডান |
তমলুক রাখাল মেমোরিয়াল ময়দানে চলছে তাম্রলিপ্ত কাপ ফুটবল। মঙ্গলবার নক-আউট পর্যায়ের খেলায় কলকাতার মহামেডান স্পোর্টিং ০-৫ গোলে হেরে গেল হলদিয়া টাউন অ্যাথলেটিকের কাছে। প্রতিযোগিতা থেকে বিদায় নিল মহামেডান। |
|