|
|
|
|
ওয়ান ডে থেকে অবসর, টেস্টে খেলবেন |
বিদায়ী সিরিজ লাগবে না বলে দিলেন পন্টিং |
সংবাদসংস্থা • সিডনি |
এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেন রিকি পন্টিং। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন। ২৭৫টি এক দিনের ম্যাচ খেলে ১৩,৭০৪ রান পন্টিংয়ের, গড় ৪২.০৩। তিনবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তার মধ্যে দু’বার অধিনায়ক। পন্টিং বলেছেন, “যখন আমি টিম থেকে বাদই পড়ে গিয়েছি, তখন ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি বলাটা আমার পক্ষে একটু কঠিন। অস্ট্রেলিয়ার হয়ে আর ওয়ান ডে খেলব না, আর এটাও নিশ্চিত নির্বাচকরাও আমাকে নিতে চাইবেন না। তবে এই নিয়ে আমার কোনও তিক্ততা নেই।”
সঙ্গে যোগ করেছেন, “কেন আমাকে বাদ পড়তে হয়েছে আমি বুঝি এবং এ-ও জানি নির্বাচকরা ২০১৫ বিশ্বকাপের কথা ভাবছেন আর সেই ভাবনায় আমি নেই। তবে আমি টেস্ট ক্রিকেট খেলব, খেলব তাসমানিয়ার হয়েও। আমার মনে হয় আমি প্রমাণ করেছি যে টেস্ট ক্রিকেটটা এখনও কর্তৃত্ব নিয়ে খেলতে পারি। ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজটাই তার প্রমাণ।” পন্টিং জানাচ্ছেন জাতীয় নির্বাচক জন ইনভেরারিটি তাঁকে তাঁদের পরিকল্পনার কথা জানান। “জন আমাকে পরিষ্কার করে দেয়, ওয়ান ডে টিমটা নিয়ে যে ভাবনা ভাবা হচ্ছে, তাতে আমার কথা ওরা ভাবছে না।” ত্রিদেশীয় সিরিজে পাঁচটি ইনিংসে মাত্র ১৮ রান করেছিলেন পন্টিং। |
|
অবসর ঘোষণার মুহূর্ত। মঙ্গলবার সিডনিতে। ছবি: গেটি ইমেজেস |
আবার নির্বাচকদের এক হাত নিয়ে ম্যাথু হেডেন বলেছেন, “আধুনিক যুগের ব্র্যাডম্যানের সঙ্গে যে ব্যবহার করা হল, তা দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। আগামী বিশ্বকাপের দল তৈরি করতে হবে বলে পন্টিংকে বাদ দেওয়া হল, এই ব্যাখ্যার পিছনে কোনও যুক্তি নেই।”
অন্য দিকে পন্টিং সাফ জানাচ্ছেন, এখনও তাঁর মধ্যে ক্রিকেট বেঁচে আছে। “আন্তর্জাতিক ক্রিকেটের খিদে আমার ভিতরে এখনও রয়েছে, মরেনি। এই গ্রীষ্মে আমি বারবার বলতে চেয়েছি এখনও আমার মধ্যে ক্রিকেট অবশিষ্ট আছে। এখন আর ওয়ান ডে ক্রিকেট নেই, অবসরের দিনও এগিয়ে আসবে, কিন্তু আমি সেই ধরনের লোক নই, যার বড় বিদায়ী সিরিজ দরকার। আমি তখনই অবসর নেব, যখন জানব আর ক্রিকেট খেলায় অস্ট্রেলিয়ার জয়ে অবদান রাখতে পারছি না।” জোর দিয়ে জানিয়েছেন, ফর্মে থাকতে থাকতেই অবসর নিতে চান। “বেশ সম্মানজনক ভাবেই অবসর নিতে চাই। ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেব, এতে কোনও সন্দেহ নেই। অস্ট্রেলিয়ার হয়ে এমন ক্রিকেটার অনেকে ছিল যারা ওয়ান ডে থেকে অবসরের পরে টেস্টে ভাল ভাবে খেলে গিয়েছে।” উদাহরণ হিসেবে স্টিভ ওয়, মার্ক টেলর ও ডেভিড বুনের নাম করেন পন্টিং। আবার পন্টিংয়ের প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয় জানাচ্ছেন, ওয়ান ডে থেকে বাদ পড়লেও পন্টিং যে মানসিকতার ক্রিকেটার, টেস্টে লড়াই চালিয়ে যাবেন। “ও কখনও হাল ছেড়ে দেওয়ার লোক নয়,” বলেছেন স্টিভ। |
|
|
|
|
|