ঢাকুরিয়ার আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে অভিযুক্ত সেখানকার তিন ফেরার কর্তার বিরুদ্ধে জারি হওয়া হুলিয়া আরও এক মাস কার্যকর হবে না। এর আগেই ওই হুলিয়ার উপরে এক দফা স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আলিপুরের জেলা ও দায়রা জজের আদালত মঙ্গলবার সেই হুলিয়ার উপরে স্থগিতাদেশের বিষয়টির নিষ্পত্তি করার জন্য তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতকে দায়িত্ব দেয়। ওই আদালতে ২০ মার্চ শুনানির দিন ধার্য হয়েছে। তত দিন হুলিয়া নিয়ে স্থগিতাদেশ বহাল থাকবে।
আমরি হাসপাতালে ৮ ডিসেম্বর গভীর রাতের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটে। সেখানকার বেশ কয়েক জন কর্তা গ্রেফতার হন। তাঁদের মধ্যে কয়েক জন জামিন পেয়ে গিয়েছেন। কয়েক জন কর্তা আছেন জেল-হাজতে। কিন্তু আমরির অন্য তিন কর্তা প্রীতি সুরেখা, আদিত্য অগ্রবাল এবং রাহুল তোদি এখনও ফেরার। তাঁদের তরফে ইতিমধ্যে জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের জন্য আবেদন করা হয়েছে। সেই আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে ২৯ ফেব্রুয়ারি।
এই পরিস্থিতিতে অভিযুক্তদের আইনজীবী সেলিম রহমান জানান, পুলিশের আবেদনের ভিত্তিতে ৬ জানুয়ারি মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশ দেয়। তার পরেই, ১৮ জানুয়ারি ওই হুলিয়া জারির আদেশের আইনগত বৈধতাকে চ্যালেঞ্জ জানানো হয় জেলা ও দায়রা আদালতে। সেই আদালতের বিচারক ওই হুলিয়া বলবৎ করার উপরে এক মাস অর্থাৎ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন। মঙ্গলবার এই বিষয়ে শুনানির সময় সরকারি আইনজীবীর উপস্থিতিতেই হুলিয়া স্থগিত রাখার মেয়াদ বাড়ানোর আর্জি জানান আইনজীবী সেলিম রহমান। সেই আর্জি মঞ্জুর করেছে আদালত। |