l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• সিপিএম-র মিছিলে তৃণমূলের হামলা, মৃত ২
• মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠক
• বিতর্কে
স্যাফ
বিস্তারিত...
•
অতীতের তাঁরায় অঙ্কনশিল্পী এবং আধুনিক পাপেটের জনক শৈল চক্রবর্তী।
•
এই শহরের উপলব্ধি নিয়ে তারাদের চোখে গায়িকা হৈমন্তী শুক্ল।
•
স্বামী বিবেকানন্দের জন্মভিটের ইতিহাস মনীষালয়ে।
•
কলকাতার রূপ সাগরে ডুব দিয়ে ক্যামেরা-বন্দি নানা মুহূর্ত।
রায়গঞ্জের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
গাড়ি ভাড়া নিয়ে বিবাদের জেরে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহ ও তাঁর নিরাপত্তারক্ষীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্র পরিষদের প্রাক্তন নেতা কল্যাণ দাসের বিরুদ্ধে। সোমবার রাতে শত্রুঘ্নবাবু কলেজপাড়া এলাকার বাসিন্দা কল্যাণের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। কল্যাণ ২০০৭ সালে ওই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ মঙ্গলবার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৩ ধারায় মামলা শুরু করেছে। এটি জামিন অযোগ্য। তবে তাঁকে গ্রেফতার করা হয়নি। রায়গঞ্জ থানার আইসি সুবীরকুমার পাল বলেন, “অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে।” গত ৫ জানুয়ারি স্মারকলিপি জমা দিতে গিয়ে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকারকে নিগ্রহ করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনার পর দিলীপবাবু পদ থেকে ইস্তফা দিলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে ৯ জানুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন শত্রুঘ্নবাবু।
বিস্তারিত...
একুশের অনুষ্ঠান নিয়েও শক্তি প্রদর্শনের তরজা
অরুণাক্ষ ভট্টাচার্য ও সীমান্ত মৈত্র • কলকাতা
রাজনৈতিক ‘তরজা’র সাক্ষী থাকল ভাষা দিবসের অনুষ্ঠানও। সরকারি ‘পৃষ্ঠপোষকতায়’ মঙ্গলবার বনগাঁর পেট্রাপোল সীমান্তে ভাষা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গত কয়েক বছর ধরে ‘গঙ্গা-পদ্মা ভাষা মৈত্রী সমিতি’ এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যার নেপথ্যে আবার সিপিএমের কয়েক জন নেতার ভূমিকাই ছিল ‘মুখ্য’। এ বার রাজ্য সরকার বনগাঁ পুরসভা ও বনগাঁ পঞ্চায়েত সমিতির মাধ্যমে ভাষা দিবসের অনুষ্ঠান করবে বলে ঘোষণা করে। ‘আইনশৃঙ্খলার’ সমস্যার কথা বিবেচনা করে ‘একই জায়গায় কাছাকাছি সময়ে’ ‘গঙ্গা-পদ্মা ভাষা মৈত্রী সমিতি’-র পৃথক অনুষ্ঠানে মাইক ব্যবহারের অনুমতি দেয়নি বনগাঁ মহকুমা প্রশাসন। যদিও সিপিএমের রাজ্যসভার সাংসদ শ্যামল চক্রবর্তী, ভাষা দিবস উদযাপনের অন্যতম উদ্যোক্তা তথা দলের নেতা অমিতাভ নন্দী, রাজ্য কমিটির সদস্য নেপালদেব ভট্টাচার্যেরা এ দিন এসেছিলেন বনগাঁয়। মাইক বাজানোর অনুমতি না-পাওয়ায় মঞ্চ তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। তাই অর্ধসমাপ্ত মঞ্চ থেকেই মাইক ছাড়া বক্তৃতা করেন তাঁরা। কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্য হয়নি।
বিস্তারিত...
জন্মভিটেয় ভাগ হয়ে গেলেন ভাষা শহিদ
অনল আবেদিন,কৌশিক সাহা • সালার
নিজের জন্মভিটেয় ‘দ্বিখণ্ডিত’ ভাষা শহিদ! মুর্শিদাবাদের বাবলা গ্রামে ভাষা শহিদ আবুল বরকতের আদি বাড়ির উঠোনেই মঙ্গলবার মঞ্চ বেঁধেছিল কংগ্রেস এবং সিপিএম। সোমবার যুযুধান দুই গোষ্ঠীই অনুষ্ঠান শুরু করেছিল একই সময়ে, রাত ১২টা ১ মিনিটে। তার পর থেকে দুই মঞ্চে বক্তাদের বিষয়, দেশাত্মবোধক গান, আবৃত্তি, এমনকী মশাল মিছিলেও ছিল স্পষ্ট চাপানউতোরের ইশারা। বাধ্য হয়ে পঞ্চাশ গজ ব্যবধানে দুই মঞ্চের মাইক শুধু বিপরীত মুখে ঘুরিয়ে দিতে পেরেছিল স্থানীয় প্রশাসন। বাকিটা বাস্তবিকই হট্টমেলার দেশ। কারণ ভাষা দিবস জুড়ে দুই ‘প্রতিপক্ষের’ তারস্বরে ক্রমান্বয়ে বেজে চলা গান কিংবা ভাষণ, শ্রোতাদের কানে বিশেষ পৌঁছয়নি! তবে, দু-পক্ষের কেউই সে কথা অবশ্য মানতে চাননি। বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথিদের সামনে ভাষা শহিদ স্মরণের এই দৃষ্টিকটু দলবাজি নিয়েও কোনও হেলদোল চোখে পড়েনি দু-পক্ষের কর্তাদের মধ্যে। উল্টে, অস্বস্তিতে পড়েছেন অতিথিরাই।
বিস্তারিত...
শ্লীলতাহানি, অভিযুক্ত যুবক
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি
লজের ঘরে জোর করে ঢুকে স্বামীর সামনেই এক মাঝবয়সী মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গত ১৭ ফেব্রুয়ারি রাতে সিউড়ি শহরে ঘটনাটি ঘটলেও পুলিশের কাছে মঙ্গলবার লিখিত অভিযোগ করেছেন ওই মহিলার স্বামী কাজি আনোয়ার আহমেদ।বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। বিষয়টি ডিএসপি (ডিঅ্যান্ডটি)-কে দেখতে বলেছি। ইতিমধ্যেই লজের কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে।” মহম্মদবাজারের বিরাজপুর গ্রামের বাসিন্দা ৭২ বছরের কাজি আনোয়ার ১৭ তারিখ সিউড়িতে তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীকে ডাক্তার দেখাতে এসেছিলেন। দেরি হতে পারে ভেবে বাসস্ট্যান্ড চত্বরের একটি লজে ঘর ভাড়া করেন। লিখিত অভিযোগে ওই বৃদ্ধ জানিয়েছেন, রাত সাড়ে ১০টা নাগাদ সিউড়ি থানার কুখুডিহি গ্রামের বছর তিরিশেকের যুবক জাকির নিজেকে পুলিশ পরিচয় দিয়ে দরজায় ধাক্কা দিতে থাকে। তিনি দরজা না খোলায় সে দরজায় লাথি মারে।
বিস্তারিত...
প্রায় ৫৪ লক্ষ টাকার সাহায্য ৭০টি ক্লাবকে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
উত্তরবঙ্গের ৭০টি ক্লাবকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিতে গিয়ে উত্তরবঙ্গ উৎসব কমিটি প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয় করেছে। এ ছাড়া, ১৫ জনকে বঙ্গ সম্মান, আদিবাসী খেলোয়াড়দের ট্র্যাকস্যুট, নানাবিধ খেলার আয়োজন করতে গিয়ে আরও ১৯ লক্ষ টাকা ব্যয় হয়েছে। মঙ্গলবার উৎসব কমিটির পক্ষে প্রাথমিক এই হিসাব দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এর বাইরে আদিবাসী খেলোয়াড়দের ট্র্যাক স্যুট কিনে দেওয়া, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলা, উত্তরবঙ্গ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পীদের যাতায়াত, রাত্রিবাসে খরচও রয়েছে। উৎসব কমিটি সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে খরচের হিসাব কয়েক কোটি ছাড়াবে। হিসাব সম্পূর্ণ হলেও অডিট করে তা রাজ্য সরকারের কাছে পেশ করা হবে বলে ঠিক হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “প্রাথমিক ভাবে ৫৪ লক্ষ টাকার হিসাব তৈরি হয়েছে। বাকি হিসাবের অডিট চলছে। সমস্ত হিসাবই রাজ্য সরকারের কাছে পেশ করা হবে।” উৎসবের জন্য এত টাকা খরচ নিয়ে অবশ্য উত্তরবঙ্গে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বিস্তারিত...
জয়দেবের ডাকটিকিট মিলুক সব ডাকঘরেই
অরুণ মুখোপাধ্যায় • শান্তিনিকেতন
কে বলে ডাকটিকিটের চল নেই? এই এসএমএসের যুগে চিঠি লেখার জন্য না হোক, সংরক্ষণের জন্য ডাকটিকিটের আকর্ষণ যে আজও অটুট, তার প্রমাণ দিচ্ছে কেঁদুলি বা কেন্দুবিল্লু। কেঁদুলির কবি জয়দেব ও তাঁর রচিত দশাবতারের বর্ণনার প্রতিরূপে প্রকাশিত হয়েছে পাঁচ টাকার ডাকটিকিট। ওই ডাকটিকিটের কথা জানাজানি হতেই শুধু বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে তা সংগ্রহ করার চেষ্টা করছেন কবি-ভক্ত থেকে শুরু করে জাকটিকিট সংগ্রাহক। তালিকায় রয়েছেন অনেক সাধারণ মানুষও। তবে সমস্যা হল, এই ডাকটিকিট প্রকাশ নিয়ে কার্যত কোনও প্রচার করেনি ডাক বিভাগ। এর প্রকাশ হয়েছে প্রায় নিঃশব্দে এবং শান্তিনিকেতন ছাড়া জেলার আর কোনও ডাকঘরে ওই টিকিট পাওয়াও যাচ্ছে না। এমনকী স্বয়ং কবি জয়দেবের গ্রামেও ডাকটিকিটটি পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ‘জয়দেব সংস্কৃতি পরিষদ’-এর কর্মকর্তা ও সদস্যেরা। সংস্কৃতি কর্মী আনারুল হক, শান্তি রজকদের কথায়, “কবে ডাক টিকিট প্রকাশ হল জানতে পারলাম না।”
ওই সংস্কৃতি পরিষদের সভাপতি স্কুলশিক্ষক রণজিৎ মুখোপাধ্যায় বলেন, “এক বার শান্তিনিকেতন গিয়ে হঠাৎ সেখানকার ডাকঘরের পাশে ১১টি টিকিটের বিশাল হোর্ডিং চোখে পড়ে। তখনই সেখানকার ডাকঘর থেকে ৫৫ টাকা দামের এক পাতার টিকিট কয়েকটা কিনি।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
চার্জশিট দেওয়ার
অনুমতি দিল রাজ্য
খসে পড়ল
উড়ালপুলের চাঙড
দক্ষিণবঙ্গ
ভাষা দিবসে আবেগাপ্লুত পেট্রাপোল-বেনাপোল
মজুরি নিয়ে বিভ্রান্তি,
অশান্তি দুই পঞ্চায়েতে
বর্ধমান
সামনে মাধ্যমিক, লাগাম
পড়ল ভাষা দিবসে
কমিশনারেটের ভূমিকা
কী, উঠছে প্রশ্ন
পুরুলিয়া
অবরোধ আর বন্ধে
ব্যাহত বাঁকুড়ার একাংশ
‘দুর্নীতি’, তদন্তে বিডিও
মেদিনীপুর
অর্থ ও উদ্যোগের অভাবে সভাগৃহ তৈরির কাজ বন্ধ
‘বসত’-বাড়িতেই ‘বাণিজ্য’, কর-সংগ্রহে ফাঁকি খড়্গপুরে
কলকাতা
৩১.৭/১৭.৫
আজকের দিনে
•১৯৪৪:
মহাত্মা গাঁধীর স্ত্রী
কস্তুর্বা গাঁধীর মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.