|
|
ফেব্রুয়ারি ২০১২ |
|
|
|
|
এই সংখ্যায় ‘উত্তরবঙ্গে ট্রেকিং’ |
|
মালদহের মাটিতে পা দেওয়া মানেই ‘আপনার পা পড়িল উত্তরবঙ্গে’। ভৌগলিক ভাবে সেটা যেমন সত্যি, আবার সত্যি নয়ও।
কেন না
মালদহের আগে বা পরে প্রাকৃতিক বৈচিত্র্যে খুব একটা হেরফের সাধারণ চোখে ধরা পড়ে না! অথচ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার দার্জিলিঙের শিলিগুড়ি
শহর থেকে দু’পা এগিয়ে গেলেই পরিবেশটা আমূল পাল্টে যায়। হাল্কা অরণ্য, গভীর অরণ্য, মন খারাপ করা অরণ্য, অভয়ারণ্য অথবা ছোট পাহাড়,
উঁচু-নিচু পাহাড়, ঢাউস পাহাড়, ন্যাড়া পাহাড়, বরফের পাহাড়, সবজে পাহাড়— এ সবই পাওয়া যায় মনের নাগালে। আর তার সঙ্গে এক্কেবারে
বিনামূল্যে যেটি পাওয়া যায়, তার নাম, নৈঃশব্দ্য! মাঝে মাঝে পাগলা নদীর বয়ে চলার আওয়াজ, আর তার সঙ্গে সঙ্গতে আঞ্চলিক নানা
প্রাণীর নিজস্ব শব্দ। সমতল ও অসমতলের এই মিশ্রণই আসলে ভ্রমণ-প্রিয় মানুষের কাছে ‘উত্তরবঙ্গ’ বলে পরিচিত।
চেনা সেই বঙ্গের অচেনা কিছু অঙ্গে ‘ট্রেক’ অর্থাত্ ‘দুর্গম যাত্রা’ই এ সংখ্যার প্রতিপাদ্য। |
|
|
আপনার কলমে |
|
|
|
|
|
|
|
|
|
|
|
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়: হাওয়াবদল আনন্দবাজার পত্রিকা,
ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১
ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com
|
|
|
|
|
|
|
রোজের আনন্দবাজার • এ বারের সংখ্যা • সংবাদের হাওয়াবদল • স্বাদবদল • আপনার রান্নাঘর • পুরনো সংস্করণ |
|
|