লেমন কাপকেক |
উপকরণ
• মাখন: ৯০ গ্রাম • ক্রিম চিজ: ৯০
গ্রাম • গ্রেটেড লেমন রিন্ড: ২ চামচ • চিনি:
২/৩ কাপ
• ময়দা: ১/২ কাপ • ডিম: ২ টো • নুন ও সামান্য বেকিং পাউডার মেশানো ময়দা:
১/৩ কাপ
প্রণালী
• ১৬০ ডিগ্রি তাপমাত্রায় আভেন প্রি হিট করে রাখুন।
• দু’ রকমের ময়দা
মিশিয়ে চেলে নিন।
• মিক্সিতে চিনি গুঁড়ো
করে নিয়ে মাখনের সঙ্গে ধীরে ধীরে
মেশান।
• ভাল করে ফেটিয়ে নিন।
• চিনির গুঁড়ো মিশে গেলে চিজ, লেমন রিন্ড ও ডিম একে একে মেশান।
• ফেটিয়ে ক্রিমের মতো ফেনা ফেনা হলে ময়দা মেশান।
• পুরো মিশ্রণ
ফেটিয়ে কাপকেকের প্যানের মধ্যে ঢালুন।
• কাপকেকের প্যানে হাল্কা
ভাবে মাখন দিয়ে গ্রিজ করে দিন।
• আভেনে বেক করুন।
|
|
|
হ্যাজেলনাট সোয়ার্ল কাপকেক |
|
ক্লাসিক ভ্যানিলা কাপকেক |
উপকরণ
• কেক ফ্লাওয়ার: ১ ৩/৪ কাপ •
ময়দা: ১ ১/৪ কাপ
•
সল্টেড
বাটার: ১ কাপ •
চিনি: ২ কাপ •
বেকিং পাউডার: ১ চামচ
•
ডিম: ৪ টে •
দুধ:
১/২ কাপ •
ডার্ক চকোলেট: পরিমাণ মতো
•
হ্যাজেল নাট: সামান্য
প্রণালী
• কেক ফ্লাওয়ার, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে চেলে নিন।
• মিক্সিতে চিনি গুঁড়ো করে ময়দার মিশ্রণে মেশান।
• ময়দার এই মিশ্রণে
মাখন মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন।
• পুরো মাখন একসঙ্গে মেশাবেন
না।
ছোট ছোট কিউব
করে মাখন কেটে নিন। তার পর ধীরে ধীরে
মেশান।
• ডিম, দুধ, ভ্যানিলা এসেন্স ভাল করে ফেটিয়ে
নিয়ে ওর মধ্যে
ময়দার মিশ্রণ মেশান।
• ডার্ক চকোলেট গলিয়ে নিয়ে মেশান।
•
হ্যাজেলনাট শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিন।
• পুরোটা মিশে
গেলে কাপ-কেকের মোল্ডের মধ্যে ঢালুন।
• আভেন ১৬০ ডিগ্রি
তাপমাত্রায় প্রি হিট করে রাখুন।
• ১৫-২০ মিনিট বেক করুন।
•
উপরে হ্যাজলনাটের গুঁড়ো ছড়িয়ে দিন। |
|
উপকরণ
• কেক ফ্লাওয়ার: ১ ৩/৪ কাপ • ময়দা: ১ ১/৪ কাপ
• সল্টেড
বাটার: ১ কাপ • চিনি: ২ কাপ
• বেকিং পাউডার: ১ চামচ
• ডিম: ৪ টে • দুধ:
১/২ কাপ
• ভ্যানিলা এক্সট্র্যাক্ট: ২ চা-চামচ
প্রণালী
• কেক ফ্লাওয়ার, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে চেলে নিন।
•
মিক্সিতে চিনি গুঁড়ো করে ময়দার মিশ্রণে মেশান।
•
ময়দার এই মিশ্রণে
মাখন মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন।
•
পুরো মাখন একসঙ্গে মেশাবেন
না।
•
ছোট ছোট কিউব করে মাখন কেটে নিন।
•
তার পর ধীরে ধীরে
মেশান।
• ডিম, দুধ, ভ্যানিলা এসেন্স ভাল করে ফেটিয়ে
নিয়ে ওর মধ্যে
ময়দার মিশ্রণ মেশান।
• পুরোটা মিশে গেলে কাপ-কেকের মোল্ডের মধ্যে
ঢালুন।
• আভেন ১৬০ ডিগ্রি তাপমাত্রায় প্রি হিট করে রাখুন।
•
১৫-২০
মিনিট বেক করুন।
•
কালারড স্প্রিংকল ও শুগার ক্যান্ডি, কালারড
বাটারক্রিম ফ্রস্টিং দিয়ে ডেকরেট করুন। |
|
|
কোকোনাট আমন্ড কাপকেক |
উপকরণ
• কেক ফ্লাওয়ার: ১ ৩/৪ কাপ •
ময়দা: ১ ১/৪ কাপ •
সল্টেড
বাটার: ১ কাপ •
চিনি: ২ কাপ
•
বেকিং পাউডার: ১ চামচ •
ডিম: ৪ টে •
দুধ:
১/২ কাপ •
নারকেল: পরিমাণ মতো (কুরানো) •
আমন্ড গুঁড়ো
প্রণালী
• কেক ফ্লাওয়ার, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে চেলে নিন।
• মিক্সিতে চিনি গুঁড়ো করে রাখুন।
• তার পর গুঁড়ো চিনি ময়দার মিশ্রণে
মেশান।
• ময়দার এই মিশ্রণে মাখন মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন।
• পুরো মাখন একসঙ্গে মেশাবেন না। ছোট ছোট কিউব করে মাখন
কেটে নিন। তার পর ধীরে ধীরে মেশান।
• ময়দা ও মাখন যেন ভাল ভাবে
মিশে যায়।
• ডিম, দুধ, ভ্যানিলা এসেন্স ভাল করে ফেটিয়ে নিয়ে ওর
মধ্যে ময়দার মিশ্রণ মেশান।
• নারকেল কুরানো ও আমন্ড গুঁড়ো মেশান।
• পুরোটা মিশে গেলে কাপ-কেকের মোল্ডের মধ্যে ঢালুন।
আভেন ১৬০ ডিগ্রি তাপমাত্রায় প্রি হিট করে রাখুন।
• ১৫-২০
মিনিট বেক করুন।
• উপরে নারকেল কুরানো ছড়িয়ে দিন। |
|
|