গাড়ি ভাড়া নিয়ে বিবাদ
রায়গঞ্জের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি
গাড়ি ভাড়া নিয়ে বিবাদের জেরে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহ ও তাঁর নিরাপত্তারক্ষীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্র পরিষদের প্রাক্তন নেতা কল্যাণ দাসের বিরুদ্ধে। সোমবার রাতে শত্রুঘ্নবাবু কলেজপাড়া এলাকার বাসিন্দা কল্যাণের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। কল্যাণ ২০০৭ সালে ওই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ মঙ্গলবার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৩ ধারায় মামলা শুরু করেছে। এটি জামিন অযোগ্য। তবে তাঁকে গ্রেফতার করা হয়নি। রায়গঞ্জ থানার আইসি সুবীরকুমার পাল বলেন, “অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে।”
গত ৫ জানুয়ারি স্মারকলিপি জমা দিতে গিয়ে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকারকে নিগ্রহ করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনার পর দিলীপবাবু পদ থেকে ইস্তফা দিলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে ৯ জানুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন শত্রুঘ্নবাবু।

শত্রুঘ্ন সিংহ

কল্যাণ দাস
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন ছাত্র পরিষদ নেতা কল্যাণ এলাকায় গুড্ডা নামেই পরিচিত। ছাত্রনেতা হওয়ার সুবাদে তাঁর সঙ্গে কলেজের শিক্ষকদের ভাল সম্পর্ক রয়েছে। সম্প্রতি তিনি গাড়ির ব্যবসা শুরু করেন। কলেজের শিক্ষকেরা অনেকেই ব্যক্তিগত কাজে কল্যাণের গাড়ি ভাড়া নিয়ে থাকেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, “ব্যক্তিগত কাজে বিভিন্ন সময়ে কল্যাণের ছোট গাড়ি ভাড়া নিতাম। প্রতিবারই ভাড়ার টাকা মিটিয়ে দিয়েছি। গত সোমবার বিকেলে আচমকা কল্যাণ আমার চেম্বারে জোর করে ঢুকতে চাইলে নিরাপত্তরক্ষীর সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। তিনি ভিতরে ঢুকে জানতে চান, তাঁর গাড়ি কেন ভাড়া নেওয়া হচ্ছে না? এখন আমাদের গাড়ির দরকার নেই বলে জানিয়ে দিই। এর পরেই তিনি আমাকে ও আমার নিরাপত্তারক্ষীকে প্রাণনাশের হুমকি দিয়ে যান।”
সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধেই বকেয়া না মেটানোর অভিযোগ তুলেছেন কল্যাণ। তিনি বলেন, “শত্রুঘ্নবাবু মিথ্যা অভিযোগ করছেন। মাসখানেক আগে মালদহ থেকে রায়গঞ্জে তাঁর কয়েকজন আত্মীয়কে আনার জন্য আমার একটি গাড়ি ভাড়া নিয়েছিলেন। গাড়ি ভাড়া বাবদ তাঁর কাছে ১২০০ টাকা পাই। বেশ কয়েকদিন ধরে টাকা না-দিয়ে তিনি ঘোরাচ্ছেন। ওই দিন টাকার জন্য তাঁর চেম্বারে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষী বাধা দেন।”
কল্যাণ জানান, চেম্বারে ঢুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে টাকা চাইলে তিনি টাকা দেবেন না বলে জানিয়ে দেন। পাশাপাশি কলেজ থেকে বার হয়ে যেতে বলেন। তাঁর কথায়, “আমিও কলেজ থেকে বার হই। পরে শত্রুঘ্নবাবু মিথ্যা অভিযোগ কেন দায়ের করলেন তা বুঝতে পারছি না।” ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, কল্যাণ মিথ্যে কথা বলছেন। তাঁর বক্তব্য, “ওঁর কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছিলাম ঠিকই। তবে ভাড়া মিটিয়ে দিয়েছি।”
ছাত্র পরিষদের নেতা তুষারকান্তি গুহ বলেন, “কল্যাণের সঙ্গে ছাত্র পরিষদের এখন কোনও সম্পর্ক নেই। শুনেছি তিনি কিছুদিন আগে তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিয়েছেন।”
তৃণমূল ছাত্র পরিষদের জেলা পর্যবেক্ষক প্রিয়ব্রত দুবে বলেন, “কল্যাণ ছাত্র পরিষদের নেতা বলে সবাই জানেন। তিনি তৃণমূল ছাত্র পরিষদে যোগ দেননি।” এই বিষয়ে কল্যাণ বলেন, “আমি কোনও ছাত্র সংগঠনের সঙ্গেই এখন আর জড়িত নই। আমাকে নিয়ে রাজনীতি হচ্ছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.