সিপিএম-এর মিছিলে তৃণমূলের হামলা, মৃত ২ |
আগামী ২৮ ফেব্রুয়ারি ভারত বনধের সমর্থনে বর্ধমানের দেওয়ানদিঘিতে স্থানীয় সিপিএম নেতৃত্ব একটি মিছিল বার করে। সেই মিছিলের উপর তৃণমূলকর্মীরা অস্ত্র-সহ আক্রমণ করে বলে অভিযোগ। এই হামলায় বর্ধমান উত্তর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রদীপ তা, জেলা কমিটির সদস্য কমল গায়েন এবং অনুপকুমার মল্লিক গুরুতর আহত হন। চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রদীপ বাবুকে মৃত ঘোষণা করা হয়। অন্য দিকে চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যাওয়ার পথে কমল গায়েন মারা যান। এই ঘটনার প্রতিবাদে সিপিএম নেতৃত্ব রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে। আগামীকাল ১২ ঘন্টার বর্ধমান বনধেরও ডাক দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ তৃণমূল সমর্থককে। বর্ধমানে পৌঁছেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সাংবাদিক বৈঠকে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ সবই চক্রান্ত বলে উড়িয়ে দেন। তিনি বলেন এ ঘটনায় প্ররোচনা দেয় সিপিএম। রাজ্যের বিরোধী দলের পক্ষে শ্যামল চক্রবর্তী জানিয়েছেন এ ঘটনার প্রতিবাদে আজ ও কাল রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল হবে।
|
মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠক |
তিস্তা জল বন্টন, ফরাক্কা বাঁধ এবং রাজ্যকে বিভিন্ন কেন্দ্রীয় আর্থিক সহায়তার মত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধে সাড়ে পাঁচটায় এই বৈঠক হয়েছে। সাংবাদিকদের সামনে এ বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র বা এনসিটিসি গঠন নিয়ে রাজ্যের আপত্তির কথা তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রককে রাজ্যের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জিটিএ বিল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
|
ফের ঝামেলায় জড়ালেন বলিউড অভিনেতা স্যাফ আলি খান। এ বার এক ব্যক্তিকে ঘুঁষি মারার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত রাতে মুম্বইয়ের কোলাবায় তাজ প্যালেস হোটেলে। সেখানে ইকবাল শর্মা নামে এক ব্যবসায়ীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। উত্তেজিত সেফ ঘুঁষি মেরে তাঁর নাক ভেঙে দেন, কোলাবা থানায় এই অভিযোগ দায়ের করেন ইকবাল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সময় স্যাফের সঙ্গে ছিলেন বান্ধবী করিনা কপূর ও তাঁর দিদি করিশমা, জানানো হয়েছে পুলিশ সূত্রে। এই নিগ্রহের ঘটনায় স্যাফকে গ্রেফতারের জন্য তাঁর বাড়িতে পৌঁছেছে কোলাবা থানার পুলিশ। কিন্তু সেখানে তাঁর খোঁজ মেলেনি।
|
কিংফিশারের নয়া উড়ানসূচি |
ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বা ডিজিসিএ-র কাছে আজ নতুন উড়ানসূচি জমা দিল কিংফিশার এয়ারলাইন্স। টানা ছ’দিনের অনিয়মিত বিমান পরিষেবার জন্য আর্থিক দিক থেকে বিপর্যস্ত কিংফিশার। নতুন উড়ানসূচি অনুযায়ী ২৮টি বিমানের সাহায্যে প্রতি দিন ১৭০টি উড়ান সম্ভব। আগামী মার্চ পর্যন্ত এই উড়ানসূচি অপরিবর্তিত থাকবে। পুরো সূচিটি খতিয়ে দেখছে ডিজিসিএ। আজও কলকাতায় কিংফিশারের ২০টি উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের হয়রানি অব্যাহত। সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়েছে, রবিবার থেকে বিমান পরিষেবা স্বাভাবিক হতে পারে।
|
মাওবাদী সমস্যা নিয়ে বৈঠক |
আজ মাওবাদী প্রভাবিত ৭টি রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। মাওবাদী দমন ও রাজ্যের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে এই বৈঠক হবে।
|
বউবাজারের ব্যবসায়ী নীতীশ জয়সওয়াল নিখোঁজ-কাণ্ড এক নতুন মোড় নিল। সোনারপুরে খেয়াদায় বছর চল্লিশের এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে দেহটি নীতীশ জয়সওয়ালের কি না। |