মূল অভিযোগ ধর্ষণের এবং অভিযুক্তদের গ্রেফতারও করা হচ্ছে। পার্ক স্ট্রিটে সেই ধর্ষণের ঘটনায় দ্বিতীয় অভিযোগ ছিল, থানায় নালিশ জানাতে যাওয়া ধর্ষিতার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। দুর্ব্যবহারের অভিযোগে পার্ক স্ট্রিট থানার দুই অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল লালবাজার।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম মঙ্গলবার জানান, দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্তের পরে পার্ক স্ট্রিট থানার দুই সাব-ইনস্পেক্টর মণীশ সিংহ ও সৈকত নিয়োগীকে ‘ক্লোজ’ করা হয়েছে। এ বার তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। পুলিশি সূত্রের খবর, ‘ক্লোজ’ করার অর্থ, ওই দুই অফিসার এখন বিভাগীয় ডিসি-র অফিসে ডিউটি করবেন। থানা বা সাধারণ ডিউটি করতে পারবেন না তাঁরা। |
পার্ক স্ট্রিট-কাণ্ডে ধর্ষিতার সুবিচারের দাবিতে মিছিল। — নিজস্ব চিত্র |
কী অভিযোগ করা হয়েছে ওই দুই অফিসারের বিরুদ্ধে?
গত ৫ ফেব্রুয়ারি রাতে পার্ক স্ট্রিটে এক মহিলা ধর্ষিত হন। ঘটনার তিন দিন পরে, ৯ ফেব্রুয়ারি তিনি পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গেই ওই মহিলা অভিযোগ করেন, গত ১৪ ফেব্রুয়ারি তিনি এবং তাঁর এক আত্মীয়া তদন্তের অগ্রগতির ব্যাপারে খোঁজ নিতে গেলে দুই পুলিশ অফিসার তাঁদের অপমানজনক কথাবার্তা বলেন, দুর্ব্যবহার করেন। ওই মহিলার কাকিমা অভিযোগ করেন, “আমরা থানায় যাওয়ার পরে নিয়োগী এবং মণীশ সিংহ নামে দুই পুলিশ অফিসার আমাদের নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকেন। নিয়োগী নামের ওই অফিসার মণীশকে বলেন, ‘চলো, ওই নাইট ক্লাবে (ধর্ষণের রাতে অভিযোগকারিণী যেখানে গিয়েছিলেন, ফেরার পথে ধর্ষিত হন) গিয়ে ঠান্ডা বিয়ার খাই। মণীশ তাতে রাজি না-হওয়ায় নিয়োগী আমাদের শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, ওই জন্যই তোমার কোনও গার্লফ্রেন্ড নেই।’ প্রায় ১৫ মিনিট ধরে এই ধরনের কথা বলতে থাকেন ওঁরা।”
ধর্ষণের ঘটনা নিয়ে তদন্তের সঙ্গে সঙ্গে ওই মহিলার সঙ্গেও কথা বলেন গোয়েন্দা অফিসারেরা। লালবাজারের কর্তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগও শোনেন। পুলিশের দুর্ব্যবহার নিয়ে ধর্ষিতার কাছ থেকে লিখিত অভিযোগ চাওয়া হয়। লালবাজার সূত্রের খবর, ওই মহিলা এই ব্যাপারে কোনও লিখিত অভিযোগ জমা দেননি। তা সত্ত্বেও মৌখিক অভিযোগের ভিত্তিতে যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুপ্রতিম সরকারকে তদন্ত শুরু করার নির্দেশ দেন পুলিশ কমিশনার রঞ্জিত পচনন্দা। সোমবার সন্ধ্যায় সেই তদন্তের রিপোর্ট জমা পড়ে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, সেই রিপোর্টেই অভিযুক্ত দুই অফিসারকে ‘ক্লোজ’ করার সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশ মেনেই দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশকতার্রা। |