বিশিষ্ট ভাস্কর শর্বরী রায়চৌধুরী প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৭৯। রেখে গেলেন স্ত্রী ও দুই পুত্রকে। মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। ১৯৩৩ সালে বাংলাদেশের ফরিদপুর জেলার উলপুরে জন্ম এই ভাস্করের। ১৯৪৯-এ বিশিষ্ট ভাস্কর প্রদোষ দাশগুপ্তের কাছে কাজ শেখেন। ১৯৫১-৫৬ পর্যন্ত কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজে ভাস্কর্যের কাজ শেখেন। ১৯৫৬ সালে সেখান থেকে তিনি স্বর্ণপদক-সহ উত্তীর্ণ হন।
পরবর্তীকালে ভারত সরকারের সংস্কৃতি বৃত্তি পেয়ে বডোদরার এমএস বিশ্ববিদ্যালয়ে ভাস্কর শঙ্খ চৌধুরীর তত্ত্বাবধানে ভাস্কর্যের কাজ শিখতে যান। ১৯৬২-তে ইতালি সরকারের কাছ থেকে বিশেষ বৃত্তি পেয়ে ফ্লোরেন্সের একটি বিখ্যাত শিল্পশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন। সেখানে শর্বরীবাবু বিখ্যাত ভাস্কর্যশিল্পী আলবের্তো জিয়াকোমেত্তি, ওসিপ জাদকাইন প্রমুখের সান্নিধ্যে আসেন। ১৯৬০-এ তিনি কলকাতার ইন্ডিয়ান আর্ট কলেজের শিক্ষক হন। বিশ্বভারতীতে ১৯৬৯ সালে শিক্ষক হিসাবে যোগ দেন। সেখানে তিনি সহকর্মী হিসাবে পেয়েছিলেন রামকিঙ্কর বেজকে। দেশ-বিদেশে তাঁর প্রদর্শনী প্রশংসা পেয়েছে। ১৯৯৭ সালে ‘সিমা’ তাঁর একক প্রদর্শনীর আয়োজন করেছিল। বহু পুরস্কারে সমাদৃত হয়েছেন তিনি। হেনরি মুর, জিয়াকোমেত্তির মতো কিংবদন্তি ভাস্করেরাও তাঁর কাজ সংগ্রহ করেছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও তাঁর সমান আগ্রহ ছিল। মঙ্গলবার রাতে শান্তিনিকেতনে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। |