নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফের অফিস টাইমে যাত্রীদের দুর্ভোগে ফেলল মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রবীন্দ্র সদন ও ময়দান স্টেশনের মধ্যে দমদমগামী একটি রেক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ময়দান স্টেশনে পৌঁছলে ট্রেন খালি করে নোয়াপাড়া কারশেডে পাঠিয়ে দেওয়া হয়। মেট্রো সূত্রে খবর, রবীন্দ্র সদন ছাড়ার পরে ওই ট্রেনের ৪ নম্বর কোচের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। অফিসের ব্যস্ত সময়ে ট্রেনে ঠাসা ভিড় ছিল। ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাত্রীরা জানান, ট্রেনটি ধীরে চলছিল। বেশ কিছুক্ষণ ধরে পোড়া গন্ধ আসছিল। রবীন্দ্র সদন স্টেশনে এলে দেখা যায় মেট্রোর রেক থেকে ধোঁয়া বেরোচ্ছে। আতঙ্কে যাত্রীরা নেমে পড়েন। ৩-৪ মিনিট ওই স্টেশনে দাঁড়িয়ে থাকার পরে ট্রেনটি ফের চালু হয়। কিন্তু ফের গোলমাল দেখা দেয়। ট্রেনের এক যাত্রী গৌতম সেন বলেন, “পোড়া গন্ধে ভিড়ের মধ্যে দমবন্ধ হয়ে যাচ্ছিল। রবীন্দ্র সদন ছাড়ার পরে রেকের তলা থেকে গল গল করে ধোঁয়া বেরোতে থাকে।” রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে অপেক্ষারত এক যাত্রী রমা মুখোপাধ্যায় বলেন, “ওই ঘটনার আগে ও পরে চার বার ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়। তার পরে দু’টি গাড়ি এলেও ভিড়ের জন্য ওঠাই গেল না।” মেট্রোর জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ জানান, ঘটনার পরে ১১টা ৫৯ ও ১২টা ৫ মিনিটে দু’টি গাড়ি করে যাত্রীদের গন্তব্যস্থলে পাঠানো হয়েছে। কিন্তু যাত্রীদের পাল্টা অভিযোগ, ওই ঘটনার আগে ও পরে চারটি ট্রেন বাতিল করা হয়। যার ফলে চরম দুর্ভোগ হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মেট্রো কর্তৃপক্ষ।
|
শহরে মঙ্গলবার দুই মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে চিৎপুর থানার নর্দার্ন অ্যাভিনিউয়ে বাড়ির দোতলা থেকে পড়ে যান নন্দিনী সেন (৩৭) নামে এক মহিলা। আরজিকরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। পুলিশ জানায়, আদতে পুণের বাসিন্দা নন্দিনী চিকিৎসার জন্য এসেছিলেন। একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থায় উচ্চ পদে কাজ করতেন তিনি। এ দিনই আলিপুরের জাজেস কোর্ট রোডে একটি বাড়ি থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম জ্যোতি অগ্রবাল (৩০)।
|
শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্মের মেঝেতে পড়ে জখম ডিওয়াইএফআই কর্মীর মৃত্যু হল। ফালাকাটারওই যুবক মঙ্গলবার সকালে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে মারা যান ওই যুব কর্মী। ফালাকাটা শহরের মুক্তিপাড়ার বাসিন্দা মৃত ওই যুবকের নাম বাসুদেব রায় (৩১ )। রবিবার ব্রিগেড সমাবেশে যান বাসুদেব। ওই দিন সন্ধ্যায় তিনি বাড়ি ফেরার জন্য শিয়ালদহ স্টেশনে যান। পা পিছলে প্ল্যাটফর্মে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয় নেতা তুষার সরকার বলেন, “বাসুদেবের মৃত্যুতে শোকাহত।”
|
পথ-দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার, রিজেন্ট পার্ক থানা এলাকায়। মৃত সঞ্জয় নাইয়ার (৩২) বাড়ি ট্যাংরায়। পুলিশ জানায়, ওই রাতে ডিপিএস রোডে একটি পণ্যবাহী গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। হাসপাতালে খালাসি সঞ্জয়কে মৃত ঘোষণা করা হয়। চালক গ্রেফতার হয়েছে। |