নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
একটি হাতি সোমবার সন্ধ্যায় বল্লভপুর হয়ে রানিগঞ্জে ঢুকে পড়ে। জনতার তাড়া খেয়ে রাত সাড়ে ১২টা নাগাদ আবার সেটি দামোদর নদ পেরিয়ে বাঁকুড়ার মেজিয়ার অর্ধগ্রামে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৮টার পরে বল্লভপুর ইউনিয়ন পাড়া দিয়ে হাতিটি ঢোকে। দু’টি বাড়িতে ভাঙচুর চালায়। বেলুনিয়ার গয়লাপাড়ার একটি বাড়ির দেওয়াল ভেঙে ধান খেয়ে নেয়। রেললাইন বরাবর সাহেবগঞ্জে পৌঁছায়। বাসিন্দারা আতঙ্কিত হয়ে মশাল জ্বালিয়ে হাতিটিকে তাড়া করেন। সঙ্গে ছিলেন বনকর্মীরা। শেষ পর্যন্ত রাত সাড়ে ১২টা নাগাদ হাতিটি নদীর ওপারে চলে যায়। বিভাগীয় বন অধিকর্তা কুমার বিমল জানান, সতর্কতা নেওয়া হয়েছে।
|
|
গুয়াহাটির গীতানগরে একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় এই
বনবিড়ালটিকে। পরে তাকে তুলে দেওয়া হয় বনকর্মীদের হাতে।
মঙ্গলবার উজ্জ্বল দেবের তোলা ছবি। |
|
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
জাল টপকে, খাল পেরিয়ে, বাঘ ঢুকল গ্রামে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের চার নম্বর সামসেরনগরের ঘটনা। তবে বাঘের আক্রমণে কেউ হতাহত হননি। খবর পেয়ে ঝিঙাখালি বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মশাল জ্বেলে, পটকা ফাটিয়ে পাহারার ব্যবস্থা করেন। হেমনগর উপকূলরবর্তী থানার পুলিশ জানায়, গ্রামবাসীদের আতঙ্ক দূর করতে মঙ্গলবার রাত থেকে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
|
পরিবেশ বাঁচাতে উদ্যোগ আইডিয়া-র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পরিবেশ সুরক্ষায় মধ্যপ্রদেশের নাগড়ায় মোবাইল টাওয়ারে বিদ্যুৎ জোগাতে হাইডরোজেন চালিত জেনারেটর বসাল আদিত্য বিড়লা গোষ্ঠীর আইডিয়া সেলুলার। সংস্থার দাবি, ডিজেলের পরিবর্তে হাইড্রোজেন ব্যবহার করে টাওয়ারগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। বর্তমানে বেশির ভাগ ক্ষেত্রে মোবাইল টাওয়ারে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করা হয়, যা পরিবেশের পক্ষে ক্ষতিকর।
|