l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
•
জ্যোতি বসু’র প্রয়াণ দিবস...
• সরকারি জমিতে তৃণমূলের দলীয় অফিস....
• ইঞ্জিনিয়ারের মোট সম্পত্তির পরিমান ৭ কোটি...
বিস্তারিত
শীতের বাজার ভরে উঠেছে নানা শাকসব্জিতে। কী নেই সেই ভাণ্ডারে! উদাহরণের
সালতামামিতে না গিয়ে সোজা ঢুকে পড়া যাক
আপনার রান্নাঘ
র-এ। ঘটে যাক
স্বাদবদল
। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
মমতার মন্ত্রিসভায় আরও দুই নয়া মুখ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রধান শাসক দল তৃণমূলের আরও দুই বিধায়ক স্থান পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়। সেই সঙ্গে মাঝারি মাপের রদবদলও হল মন্ত্রিসভায়। যার মাধ্যমে ‘বার্তা’ দেওয়া হল জোটশরিক কংগ্রেসের একাংশকে। সরকারে আসার আট মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন দুই মন্ত্রী নিলেন মমতা। যার ফলে তাঁর মন্ত্রিসভা আড়ে-বহরে গিয়ে দাঁড়াল ৪৪-এ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২৯৪ জন সদস্যবিশিষ্ট বিধানসভায় সর্বোচ্চ ৪৪ জনই মন্ত্রী হতে পারেন। দুই নতুন মন্ত্রীকে ধরে মন্ত্রিসভায় ৩৭ জন তৃণমূলের, ৭ জন শরিক কংগ্রেসের। ফলে এর পর নতুন মন্ত্রী নিতে গেলে মমতাকে কাউকে না-কাউকে বাদ দিতেই হবে। নতুন মন্ত্রীদের শপথ এবং দফতর রদবদল নিয়ে এমনিতে বড় জলঘোলা হওয়ার কথা ছিল না।
বিস্তারিত...
মুখ্যমন্ত্রীর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ালেন মনোজ
অনিন্দ্য জানা • কলকাতা
রাজ্য মন্ত্রিসভার দফতর রদবদল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সরাসরি তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন কংগ্রেসের মন্ত্রী মনোজ চক্রবর্তী। সোমবার বিকেলে মন্ত্রিসভায় নতুন দুই মন্ত্রীর শপথ এবং সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রীর দফতর রদবদল করেছেন মমতা। নতুন মন্ত্রী তৃণমূলের অরূপ বিশ্বাসকে মনোজবাবুর জায়গায় পরিষদীয় দফতরের এক জন প্রতিমন্ত্রী করা হয়েছে। ওই দফতরের দ্বিতীয় প্রতিমন্ত্রী করা হয়েছে কংগ্রেসের আবু নাসের খান চৌধুরীকে। যিনি ইতিমধ্যেই তৃণমূলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ওই দফতরের পূর্ণমন্ত্রী তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ, পরিষদীয় দফতরে পার্থবাবুর অধীনে একমাত্র প্রতিমন্ত্রী মনোজবাবুর জায়গায় আনা হয়েছে দুই প্রতিমন্ত্রী অরূপ-নাসেরকে। যা মনোজবাবুর ব্যাখ্যায় তাঁর ‘ডানা ছাঁটা’। মনোজবাবুকে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে।
বিস্তারিত...
মমতা-বিরোধিতায় সতর্ক সিপিএম
জয়ন্ত ঘোষাল • নয়াদিল্লি
রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর আট মাস অতিবাহিত। বিরোধী দল সিপিএমের শীর্ষ নেতৃত্ব মনে করছেন, রাজ্যের মানুষ যে ভাবে তিতিবিরক্ত হয়ে তাঁদের রাজ্যপাট থেকে সরিয়েছিল, এখনও সেই মনোভাবে বিরাট কোনও পরিবর্তন আসেনি। বিশেষত গ্রাম বাংলার মানুষের এখনও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মোহভঙ্গ হয়নি। সিপিএম-কেও বিকল্প হিসেবে কাছে টেনে নেননি। সিপিএম নেতৃত্ব মনে করছেন, গত আট মাসে যা হয়েছে তা হল, মমতার কাছ থেকে গগনচুম্বী প্রত্যাশায় একটু চিড় ধরা। সেই প্রশ্নগুলিকে মূলধন করে আপাতত গোটা রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলাই সিপিএমের লক্ষ্য। আগামিকাল কলকাতায় দলের তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হতে চলেছে। এপ্রিল মাসের পার্টি কংগ্রেসের আগে এই দীর্ঘ বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও এ বারের কেন্দ্রীয় কমিটির প্রধান আলোচ্য মতাদর্শগত দলিল এবং রাজনৈতিক প্রস্তাব। দীর্ঘ কুড়ি বছর পর সিপিএম আবার মতাদর্শগত প্রশ্নে দলীয় খোলনলচে বদলানোর কথা বলছে।
বিস্তারিত...
বিদ্যুৎ বিভ্রাট মেডিক্যালে, ক্ষতিগ্রস্ত পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ার জেরে সোমবার সন্ধ্যা থেকে দীর্ঘক্ষণ অন্ধকারে ডুবে রইল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের দু’টি ভবনের বেশ কয়েকটি ওয়ার্ড। জানা গিয়েছে, এমসিএইচ এবং এজরা ভবনে সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ বিদ্যুৎ চলে যায়। ঘটনার জেরে রোগী পরিষেবা আংশিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। জেনারেটরের সাহায্যে পরিস্থিতি সামলানোর চেষ্টা হয়। হাসপাতাল সূত্রে খবর, জরুরি বিভাগেও বিদ্যুৎ চলে গিয়েছিল। তবে তা বেশিক্ষণের জন্য নয়। সিইএসসিই-র এগজিকিউটিভ ডিরেক্টর (ডিস্ট্রিবিউশন) দিলীপ সেন সন্ধ্যায় বলেন, “মেডিক্যাল কলেজের ভিতরে একটি ট্রান্সফর্মারে ফল্ট হয়েছে। সারানোর কাজ চলছে। বিভ্রাটের কারণ এখনও জানা যায়নি।” রাত ১২টা নাগাদ সিইএসসি কর্তারা দাবি করেন, যে ওয়ার্ডগুলিতে জরুরিভিত্তিক চিকিৎসা হয়, আপাতত সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে।
বিস্তারিত...
আস্থা ভোটে জয় গিলানির,
তবু ‘কাঁটা’ সেই আদালতই
সংবাদসংস্থা • ইসলামাবাদ
সেনা-সুপ্রিম কোর্টের দ্বৈত চাপে কোণঠাসা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ভরসার জায়গা ছিল একমাত্র আস্থা ভোট। নিরাশ করেনি পার্লামেন্ট। বিপুল ভোটে জিতলেন তিনি। তবু রয়েই গেল শীর্ষ আদালতের কাঁটা। এবং সরকারের ভবিষ্যতের সামনে এক বিরাট প্রশ্নচিহ্ন। আজ সকালেই প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার নোটিস পাঠায় পাক সুপ্রিম কোর্ট। গিলানির বিরুদ্ধে অভিযোগ, তিনি শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা চালু করেননি। আদালতের নোটিস পেয়েই গিলানি প্রেসিডেন্ট জারদারি ও পাকিস্তান পিপল্স পার্টি (পিপিপি)-র শরিক দলগুলির সঙ্গে আলোচনায় বসে পড়েন। শরিকেরা তাঁকে পরামর্শ দেন, আদালতের নির্দেশ মেনে ১৯ জানুয়ারি কোর্টে সশরীরে হাজিরা দিতে। সূত্রের খবর, শুধু হাজিরাই নয়, শীর্ষ আদালতের সামনে নিঃশর্ত ক্ষমাও চাইবেন পাক প্রধানমন্ত্রী।
বিস্তারিত...
কার্ড ছাড়াই ওয়ার্ডে ঢোকেন
নিলোফার, অনুমান পুলিশের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সবুজ বা সাদা, কোনও কার্ড নয়। নিলোফার রহমান শুক্রবার বেমালুম কার্ড ছাড়াই ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের তিনতলায় মহিলা বিভাগে ঢুকে পড়েছিলেন বলে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে। তদন্তকারীদের দাবি, শিশুচুরির অভিযোগে ধৃত মহিলাটিকে জেরা করে সোমবার এমনই ইঙ্গিত মিলেছে। ঘটনা হল, নিলোফারের কথার সঙ্গে শিশুটির মা কানিজ বেগমের বক্তব্য মিলছে না। কানিজ বলছেন, শুক্রবার নিলোফারের হাতে তিনি সবুজ কার্ড দেখেছেন, তবে সেটা বাড়ির কারও দেওয়া নয়। কানিজের দাবি, হাসপাতাল থেকে দু’টো সাদা কার্ড দেওয়া হয়, যা শুধু তাঁর বাড়ির লোকই ব্যবহার করত। দুই মহিলার পরস্পরবিরোধী বক্তব্যে তদন্তকারীরা কিছুটা বিভ্রান্ত। যার নিরসনে তাঁরা কানিজ বেগমের আশপাশের শয্যার মহিলাদেরও জিজ্ঞাসাবাদ করেছেন। তাঁদের আবার দাবি, নিলোফারকে ওয়ার্ডে দেখলেও হাতে কোনও কার্ড দেখা যায়নি।
বিস্তারিত...
বয়স-বিতর্কে সুপ্রিম কোর্টেই গেলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদন
বয়স সংক্রান্ত বিতর্কে এ বার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সেনাপ্রধান বিজয়কুমার সিংহ। এই প্রথম সরকারের বিরুদ্ধে আদালতে গেলেন দেশের কোনও সেনাপ্রধান। বেশ কিছু দিন ধরেই বয়স ও অবসরের সময় নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে টানাপোড়েন চলছিল জেনারেল সিংহের। সেনাপ্রধানের দাবি, তাঁর জন্ম ১৯৫১ সালের ১০ মে। ম্যাট্রিকুলেশন পরীক্ষার সার্টিফিকেটে সেনাপ্রধানের এই জন্ম তারিখেরই উল্লেখ রয়েছে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, জেনারেল সিংহের প্রকৃত জন্ম তারিখ ১৯৫০ সালের ১০ মে। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ভর্তির সময় জেনারেল সিংহ ইউপিএসসি পরীক্ষা দেন। সেই ফর্মে ১৯৫০ সালের তারিখটির উল্লেখ রয়েছে। সরকারের হিসেব অনুযায়ী, ২০১২-র ৩১ মে জেনারেল সিংহের অবসর নেওয়ার কথা।
বিস্তারিত...
এক নজরে...
• ‘চেন্নাইয়ের সেঞ্চুরি মন
থেকে মুছে অস্ট্রেলিয়া যাচ্ছি’
• টাইটানিক দেখেও বুঝিনি
জাহাজডুবি কাকে বলে
• সনিয়ার বার্তাতেই স্থগিত কংগ্রেসের আন্দোলন
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
খুনের ঘটনায় জামিন
তৃণমূল যুব নেতার
রাজ্য
‘চাষি নন’ দাবি মমতার,
পাল্টা সূর্যকান্তের
পালাবদল রিষড়াতেও
লেবুর দল ছাড়ার খবরে
ক্ষোভ মালদহ কংগ্রেসে
দেশ
নীতীশের নীতি খারিজ করল
মানবাধিকার কমিশন
বিখ্যাত বা কুখ্যাত নয়
বাবরি-কাণ্ড: সুপ্রিম কোর্ট
বিদেশ
ভারত-চিনের নয়া
যৌথ প্রতিনিধি দল
ব্যবসা
দুই বণিকসভার চাহিদা
জানতে বৈঠক মমতার
আসানসোলে ৩০০ কোটি
লগ্নি করছে বেঙ্গল সৃষ্টি
খেলা
এক দিনের সিরিজেও
গুঁড়িয়ে দেব, হুঙ্কার
অস্ট্রেলীয় কোচের
মর্গ্যানের মাথায় নতুন
অঙ্ক, চোখে নতুন স্বপ্ন
স্বাস্থ্য
রোগী ফেরানো হলে রেকর্ড
কীসের, বিস্মিত ডাক্তারেরাই
রোগীদের ভুগিয়ে ‘সফল’
ধর্মঘট ঠিকাকর্মীদের
জীবজগত্
৫০টি টিয়াপাখি উদ্ধার বেলদায়, গ্রেফতার যুবক
সম্পাদকীয়
উন্নয়ন, না জাতপাত?
আগে এক বছর
ছাত্র নির্বাচন বন্ধ থাকুক
কলকাতা
২৫.৬/১১.৪
আজকের দিনে
• ২০১১:
অভিনেত্রী
গীতা দে’র মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.