l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
•
জ্যোতি বসু’র প্রয়াণ দিবস...
• সরকারি জমিতে তৃণমূলের দলীয় অফিস....
• ইঞ্জিনিয়ারের মোট সম্পত্তির পরিমান ৭ কোটি...
বিস্তারিত
শীতের বাজার ভরে উঠেছে নানা শাকসব্জিতে। কী নেই সেই ভাণ্ডারে! উদাহরণের
সালতামামিতে না গিয়ে সোজা ঢুকে পড়া যাক
আপনার রান্নাঘ
র-এ। ঘটে যাক
স্বাদবদল
। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
নিজেই এসে ধরা দিল বিষমদ-কাণ্ডের বাদশা
শুভাশিস ঘটক • ডায়মন্ডহারবার
তার খোঁজে ‘হন্যে’ হয়ে ঘুরেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। কিন্তু তাঁদের নাকের ডগা দিয়েই সোমবার আদালতে আত্মসমর্পণ করল সংগ্রামপুর চোলাই-কাণ্ডের মূল অভিযুক্ত খোঁড়া বাদশা ওরফে নূর ইসলাম ফকির। আদালত সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ আইনজীবী জাকির হোসেন মিরের সঙ্গে ডায়মন্ড হারবারের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট মৌ চট্টোপাধ্যায়ের এজলাসে হাজির হয় সে। বিচারক তাকে আদালতের লকআপে নিয়ে যেতে নির্দেশ দেন। এত কাণ্ডের পরে খবর যায় গোয়েন্দাদের কাছে। পরে সিআইডি-র দলও আদালতে আসে। বেলা সওয়া তিনটে নাগাদ ফের তাকে আদালতে হাজির করা হয়। বাদশাকে ১৪ দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। গত ১৪ ডিসেম্বর মগরাহাটের সংগ্রামপুরে বিষমদ খেয়ে মারা যান উস্তি, সংগ্রামপুর, মন্দিরবাজার এলাকার ১৭২ জন মানুষ। এর পরেই উঠে আসে খোঁড়া বাদশার নাম। উস্তি থানার সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকার বাদশার ঠেক থেকেই ওই মদ সরবরাহ করা হয়েছিল বলে পুলিশের অভিযোগ। ঘটনার পরেই পালিয়ে যায় বাদশা, তার দুই স্ত্রী এবং শাগরেদরা।
বিস্তারিত...
রামপুরহাটে ৭ ছাত্রের আত্মসমর্পণে বিভ্রান্তি
অপূর্ব চট্টোপাধ্যায় • রামপুরহাট
রামপুরহাট কলেজে গত মঙ্গলবার ছাত্র-সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ৭ জন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) এবং ছাত্র পরিষদ সদস্য সোমবার রামপুরহাট এসিজেএম আদালতে আত্মসমর্পণ করলেন। তাঁদের জামিনও মঞ্জুর হল। আর তা নিয়েই দেখা দিল ‘বিভ্রান্তি’। কারণ, এ দিন জামিন পাওয়া সাত জনের মধ্যে তিন জন ওই কলেজেরই অধ্যক্ষ-নিগ্রহের ঘটনার সময় উপস্থিত ছিলেন। জামিন মঞ্জুর হতেই কোনও কোনও মহল থেকে বলা হতে থাকে, অধ্যক্ষ-নিগ্রহের ঘটনায় অভিযুক্ত টিএমসিপি সদস্যেরা জামিন পেয়ে গেলেন পুলিশ ‘লঘু’ ধারায় মামলা করায়। যদিও ঘটনা হল, অধ্যক্ষ-নিগ্রহের সময় উপস্থিত ওই তিন জন-সহ ৬ জন এ দিনই ওই মামলায় আদালতে আত্মসমর্পণের আবেদন করলেও বিচারক তা খারিজ করে দেন। কারণ, অধ্যক্ষের দায়ের করা অভিযোগে কোনও ছাত্রের নাম নেই। অভিযোগ ছিল সংগঠনগত ভাবে টিএমসিপি-র বিরুদ্ধে। এই পরিস্থিতিতে পুলিশ কেন অধ্যক্ষ-নিগ্রহের মামলায় অভিযুক্তদের চিহ্নিতকরণে ‘তৎপর’ হল না, সে প্রশ্নে সরব নানা মহল।
বিস্তারিত...
পুলিশকে হুমকি, অভিযুক্ত
শামুকতলার তৃণমূল নেতা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা
বিচারাধীন মামলায় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল শামুকতলার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এলাকার এক বধূকে অর্ধনগ্ন করে গাছে বেঁধে পেটানোর মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার না-করার জন্য ওই নেতা হুমকি দিয়েছেন বলে অভিযোগ। ওই অভিযুক্ত সম্পর্কে নির্যাতিতা বধূর খুড়শ্বশুর। তাঁর নাম সুভাষ দেবনাথ। তৃণমূল নেতার নাম পরেশ দেবনাথ। তিনি মহাকালগুড়ি অঞ্চল তৃণমূলের সভাপতি। শামুকতলা থানার পুলিশকর্মীদের একাংশের অভিযোগ, পরেশবাবু ‘প্রকৃত দোষী’দের সাজা চাইলেও ‘নির্দোষ’ সুভাষবাবুকে গ্রেফতার করলে অনেক সমস্যায় পড়তে হবে বলে হুমকি দিয়েছেন। ক্ষুব্ধ পুলিশকর্মীরা বিষয়টি আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়ালকে জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, “কেউ কাউকে নির্দোষ বলে দাবি করতেই পারেন। তার বিচার আদালতে হবে।”
পরেশবাবু অবশ্য জানান, তিনি কোনও বেআইনি কাজ করেননি। তাঁর যুক্তি, “আমি গ্রামে খোঁজখবর নিয়ে দেখেছি, ঘটনার সময়ে সুভাষবাবু মাঠে ছিলেন। তাঁর নাম ওই বধূ জড়িয়ে দিয়েছেন। সে জন্য সুভাষবাবু যে নির্দোষ তা থানায় গিয়ে জানিয়ে পুলিশকে দেখেশুনে এগোনোর অনুরোধ করেছি।”
বিস্তারিত...
বসিরহাটে পাম্প হাউসে তালা ঝোলাল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
বসিরহাট পুরসভার প্রধান পাম্প হাউসে তালা লাগিয়ে দলীয় পতাকা ঝুলিয়ে দিল তৃণমূল। তাদের অভিযোগ, দলীয় কাউন্সিলরকে না জানিয়ে কর্মী নিয়োগ করে পাম্প হাউস চালু করা হয়েছে। এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার থেকে গোটা শহরের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। তাঁদের অনেকেই জল নিয়ে ‘রাজনীতি’ বন্ধের দাবি তুলেছেন। যাঁর মদতে সোমবার পাম্প হাউসে তালা ঝোলানো হয়েছে বলে অভিযোগ, বসিরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের সেই তৃণমূল কাউন্সিলর মীরা সরকার মেনে নিয়েছেন, আজ থেকে পানীয় জল পেতে তাঁরও সমস্যা হবে। তা সত্ত্বেও তাঁর দাবি, “জনগণের অসুবিধা হবে বুঝতে পারছি। পাম্প হাউসে চাকরি দিতে না পারায় ওয়ার্ডের ছেলেদের কাছে মুখ দেখাতে পারছি না। আমাকে না জানিয়ে পাম্প হাউস চালু হওয়ায় আমার সম্মানহানি হয়েছে।” তাঁর হুমকি, “পুরপ্রধান এবং জনস্বাস্থ্য কারিগরি দফতর আলোচনার মাধ্যমে সমস্যা না মেটালে তালা খোলা হবে না।” আর বসিরহাটের পুরপ্রধান কংগ্রেসের কৃষ্ণা মজুমদার ঘোষণা করেছেন, “কাল সকাল ১০টার মধ্যে পাম্প হাউসের তালা খোলা না হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
বিস্তারিত...
শান্তিনিকেতনে বৃদ্ধা খুনে গ্রেফতার কেয়ারটেকারই
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রেণু সরকার খুনের ঘটনায় জড়িত সন্দেহে কেয়ারটেকার উজ্জ্বল তপাদারকে গ্রেফতার করেছে বোলপুর থানার পুলিশ। সোমবার ধৃতের জামিন নামঞ্জুর করে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দে
শ
দেন বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ। পুলিশের দাবি, জেরার মুখে তাদের কাছে ধৃত উজ্জ্বল রেণুদেবীকে খুনের কথা কবুল করেছেন। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশও এ ব্যাপারে কিছু বলতে চাইছে না। বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা এ দিন বলেন, “রবিবার রাতে উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। জেরায় তিনি খুন করার কথা স্বীকার করেছেন। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না। ওই খুনের ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, বা কী উদ্দেশ্য ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।” উজ্জ্বল এলাকায় জমির দালালির সঙ্গে যুক্ত বলেও পুলিশ জানতে পেরেছে। রেণুদেবীর মেয়ে অদিতি সরকারেরও সন্দেহ, “এই ঘটনায় জমি মাফিয়াদের হাতও থাকতে পারে।” ঘটনা হল, রেণুদেবীর বাড়িতে লজ তৈরির প্রস্তাবও দিয়েছিলেন উজ্জ্বল। অদিতিদেবীর কথায়, “উজ্জ্বলের উপরে আমাদের এতটাই ভরসা ছিল, মাকে কিছু বললে বলতেন, ‘উজ্জ্বল আছে।’ সেই-ই যদি এমন করে, তা হলে কার উপরে ভরসা করা যায়!”
বিস্তারিত...
কংগ্রেস নেতা-সহ গ্রেফতার ১৬
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট
জ
লসা চলাকালীন তিন যুবককে খুনের ঘটনায় সোমবার নদিয়ার রানাঘাট-২ পঞ্চায়েত সমিতির সদস্য কংগ্রেসের আনন্দ দে-সহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু জেলা কংগ্রেস নেতৃত্ব ওই হত্যাকাণ্ডের ব্যাপারে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। পুলিশ এবং তৃণমূল অবশ্য দাবি করেছে, ঘটনাটি দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর লড়াই। রবিবার রাতে রানাঘাটের সুভাষ অ্যাভিনিউয়ে একটি জলসা চলছিল। এক দল সশস্ত্র লোক সেখানে হামলা চালায়। খুন করা হয় অমিত দেবনাথ (২২), দেবাশিস বিশ্বাস (৩০) এবং দেবদাস বর্মন (৩০) নামে ওই তিন জনকে। মৃতেরা সকলেই কংগ্রেসের সমর্থক বলে জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর সিংহ দাবি করেছেন। ওই রাতেই পুলিশ আনন্দবাবুকে গ্রেফতার করে। প্রতিবাদে সোমবার সকালে রানাঘাট থানা ঘেরাও করেন কংগ্রেসের বেশ কিছু কর্মী-সমর্থক। ৩৪ নং জাতীয় সড়কেও কিছু ক্ষণ অবরোধ করা হয়। রানাঘাট আদালতে হাজির করানো হলে ধৃতদের ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিস্তারিত...
রায়গঞ্জ-কাণ্ড নিয়ে চাপানউতোর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ঘটনা নিয়ে প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকার রাজনীতি করতে চাইছেন বলে অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, “ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধরের ঘটনা অনভিপ্রেত। কিন্তু ওই ঘটনাকে সামনে রেখে গত শনিবার শিলিগুড়িতে বাম মনোভাবাপন্নদের ডাকে এক সভায় অশোক ভট্টাচার্য, জীবেশ সরকারের মতো সিপিএমের প্রথম সারির নেতাদের উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সমালোচনা করেছেন দিলীপবাবু।” মন্ত্রীর অভিযোগ, অনভিপ্রেত ঘটনাটি সামনে রেখে প্রতিবাদ সভার নামে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি, ঘটনার প্রেক্ষাপট নিয়েও বিস্তারিত খোঁজখবর নিয়ে অনেক তথ্য মিলেছে বলে মন্ত্রী দাবি করেন। তিনি বলেন, “অধ্যক্ষের দায়িত্ব সামলানোর সময়ে দিলীপবাবু কতটা নিরপেক্ষ ভূমিকা নিয়েছেন সেই ব্যাপারে অনেক কথা শুনেছি। ২০১০ সালে পাস কোর্সের ২৯ জন ছাত্রছাত্রীকে অনার্সে পরীক্ষায় বসানোর ব্যবস্থাও উনি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে তা নিয়ে শো-কজ করা হলে দিলীপবাবু ‘ক্ল্যারিকাল মিসটেক’ বলে দায় এড়িয়েছেন। এমন সব তথ্যই খতিয়ে দেখা হচ্ছে।”
বিস্তারিত...
আরও চার কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • রিষড়াপুর
প্রধান-সহ রিষড়া পুরসভায় কংগ্রেসের আরও চার কাউন্সিলর সোমবার যোগ দিলেন তৃণমূলে। তবে তাঁদের দলে যোগ দেওয়ার প্রতিবাদে তৃণমূলেরই একাংশ এ দিন বিক্ষোভে ফেটে পড়েন। ঠিক এক সপ্তাহ আগে চার কংগ্রেস কাউন্সিলর দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এ দিন নতুন করে আরও চার জন দল ছাড়ায় ওই পুরসভায় কংগ্রেসের হাতে রইল একটি মাত্র আসন। হুগলির ১৩টি পুরসভার মধ্যে একমাত্র রিষড়াতেই পুরপ্রধান ছিল কংগ্রেসের। রাজনৈতিক মহলের মতে, রাজ্য জুড়ে জোট-জটিলতার আবহে কংগ্রেস কাউন্সিলরদের দলে নিয়ে কংগ্রেসকেই ‘বার্তা’ দিল তৃণমূল। তবে এ দিন ওই কাউন্সিলরদের যোগদান মসৃণ হল না। তাঁদের দলে না নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান তৃণমূলেরই একটি গোষ্ঠী। সভাস্থলে চেয়ার উল্টে দেওয়া হয়। রীতিমতো হুলুস্থূল বেধে যায়। কোনও রকমে পরিস্থিতি সামলান দলীয় নেতৃত্ব। সভা কাটছাঁট করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে কে পুরপ্রধান হবেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। গত পুরসভা নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোট করে লড়াই করে। ২৩টি আসনের মধ্যে কংগ্রেস ৯টি ও তৃণমূল ৮টি আসনে জেতে। বামফ্রন্টের হাতে রয়েছে ৬টি আসন। কংগ্রেস-তৃণমূল জোট পুরবোর্ড গঠন করে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
শরিক দলে সমালোচনা
সিপিএমের
বনধ উপেক্ষা করে
রাস্তায় বহু মানুষ
দক্ষিণবঙ্গ
অবসাদ কাটাতে ২০
রাউন্ড গুলি কনস্টেবলের
সিঙ্গুরে ডাকাতদের
হামলা, বৃদ্ধকে মার
বর্ধমান
‘চোলাই খেয়ে’
মৃত ২ কালনায়
দুর্ঘটনায় পুণ্যার্থী বোঝাই
বাস, মৃত রাজস্থানের ৩
পুরুলিয়া
বিদ্যুৎ পৌঁছয়নি
বিপিএল পরিবারে
বেনিয়মের অভিযোগে
ঘেরাও পঞ্চায়েত প্রধান
মুর্শিদাবাদ
ফাইবারে আগুন,
টেলি-যোগাযোগ বিচ্ছিন্ন
দুর্নীতিতে অভিযুক্ত
প্রধান-সহ ছয় কর্মী
মেদিনীপুর
নিরীহ খুনে সায় ছিল না
বলেই আত্মসমর্পণ, দাবি
‘মিথ্যে’ নালিশ, জরিমানার
নির্দেশ দিলেন ওমবুডস্ম্যান
কলকাতা
২৫.৬/১১.৪
আজকের দিনে
• ২০১১:
অভিনেত্রী
গীতা দে’র মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.