বেনিয়মের অভিযোগে ঘেরাও পঞ্চায়েত প্রধান |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
পঞ্চায়েত প্রধান কংগ্রেস সদস্যদের পাত্তা দিচ্ছেন না, এই অভিযোগে স্মারকলিপি জমা দিতে এসে সন্ধ্যা পর্যন্ত পঞ্চায়েত প্রধান বাবর আলি-সহ অন্যান্যদের ঘেরাও করে রাখলেন কংগ্রেস সদস্যরা। এমন কী তাঁরা পঞ্চায়েত অফিসে তালাও ঝুলিয়ে দেন। সোমবার বিকেলে নলহাটি থানার কুরুমগ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে।
ওই পঞ্চায়েতের কংগ্রেস সদস্য রেজাউল করিমের অভিযোগ, “বর্তমানে যিনি পঞ্চায়েতের প্রধান হয়েছেন, আগে তিনি কংগ্রেসে ছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন এবং সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত প্রধান হয়েছেন।’’ |
পঞ্চায়েতে কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ। নিজস্ব চিত্র। |
তাঁর আরও অভিযোগ, “এই কারণেই তিনি পঞ্চায়েতের কংগ্রেস সদস্যদের গুরুত্ব দিচ্ছেন না। ১০০ দিনের প্রকল্পেও গ্রাম সংসদের কোনও কাজে সুযোগ দেওয়া হচ্ছে না আমাদের। সম্প্রতি গরিব মানুষদের বিলি করার জন্য পঞ্চায়েতে যে চাল এসেছে সেই চালও প্রধান নিজের মতো বিলি করেছেন। অন্য কারও সঙ্গে আলোচনা না করে নিজের ইচ্ছে মতো মাস্টার রোল বানিয়েছেন। অন্য দিকে বিডিও অফিসে ভুয়ো মাস্টার রোল জমা দিয়েছেন। ফলে প্রকৃত গরিবরা ওই চাল পাননি।” তাঁর দাবি, এমন কি পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দরপত্র ডাকা নিয়েও নিয়ম মানেননি প্রধান।
অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান বাবর আলি এ দিন বলেন, “চাল বিলির ক্ষেত্রে উপভোক্তাদের তালিকা ব্লক অফিসে জমা দিয়েছি। যাচাই করে দেখলেই বোঝা যাবে প্রকৃত প্রাপকরা চাল পেয়েছেন কি না। ১০০ দিন প্রকল্পের কাজ ১৬টি গ্রাম সংসদের ১৫ টিতেই চলছে। এমন কী, খোদ অভিযোগকারীর সংসদেই ৩টি প্রকল্পে কাজ চলছে। সুতরাং তাঁর অভিযোগ ভিত্তিহীন।” অন্য দিকে, অভিযোগ পাওয়ার পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য নতুন করে কোনও দরপত্র ডাকা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
|