এক দিনের সিরিজেও গুঁড়িয়ে দেব, হুঙ্কার অস্ট্রেলীয় কোচের |
|
সংবাদসংস্থা, পারথ: অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটের লজ্জার আত্মসমর্পণের পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এক দিকে চলছে ভারতীয় ক্রিকেটকে আক্রমণের পালা, অন্য দিকে অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের তীব্র বিদ্রূপের মুখেও পড়তে হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির দলকে। এ সবের মাঝেই আবার ভারতকে হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার কোচ। পরিষ্কার বলে দিয়েছেন, এক দিনের সিরিজেও ধোনির দলকে গুঁড়িয়ে দেবেন তাঁরা। মিকি আর্থারের কথায়, “শেন ওয়াটসনকে আমরা অ্যাডিলেড টেস্টের জন্য পাব কি না, জানি না। তবে ত্রিদেশীয় সিরিজে সুস্থ ওয়াটসনকে পেয়ে যাওয়ার আশাই করছি।” |
|
‘চেন্নাইয়ের সেঞ্চুরি মন থেকে মুছে অস্ট্রেলিয়া যাচ্ছি’ |
সব্যসাচী সরকার, কলকাতা: সকালে সিসিএফসি মাঠে প্রীতি ম্যাচ, ম্যাচ শেষে মাঠেই প্রচারমাধ্যমের সামনে। এরই মধ্যে ফেসবুকে সকলকে ধন্যবাদ দিয়ে বার্তা। বিকেলে সামান্য বিশ্রামের পর সোমবার সন্ধ্যায় হাওড়ায় নিজের বাড়িতে আনন্দবাজারকে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে একেবারে অকপট মনোজ তিওয়ারি। অস্ট্রেলিয়ায় আসন্ন ওয়ান ডে সিরিজ থেকে শুরু করে নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে ভাবনা, দীর্ঘ আলাপচারিতায় উঠে এল সব কিছুই। |
|
|
মর্গ্যানের মাথায় নতুন অঙ্ক, চোখে নতুন স্বপ্ন |
|
রূপায়ণ ভট্টাচার্য, কলকাতা: ট্রেভর জেমস মর্গ্যান ইস্টবেঙ্গল মাঠে তখন ইয়ার্কি করছেন সাংবাদিকদের সঙ্গে। রেড রোডের ট্রাফিক সিগন্যাল থেকে কণিকার গলায় রবীন্দ্রসঙ্গীত ভেসে আসে। “আমি কেবলই স্বপন করেছি বপন।” মর্গ্যানও স্বপন বপন করে চলেছেন বাতাসে। শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান তিতকুটে। তিনটে হার, একটা ড্র, একটা জয়। ১১ গোল হজম। সমর্থকরা দমে যেতে পারেন, লাল-হলুদ কোচ নন। |
|
চোটকে জয়
রাফা-রজারদের |
মেলবোর্নে আমার
বাজি অ্যান্ডি মারে |
|
টুকরো খবর |
|
|