নাদালের বাঁ কাঁধ। ফেডেরারের পিঠ। ক্লিস্টার্সের বাঁ কোমর। তিনটের যন্ত্রণাই অস্ট্রেলীয় ওপেনের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ।
হপ্তাদুয়েক আগে দোহায় পিঠের ব্যথায় সেমিফাইনালে ওয়াকওভার দিতে বাধ্য হন ফেডেরার। তাঁর দীর্ঘ, অবিশ্বাস্য ফিট টেনিসজীবনের বিরল ঘটনা। নাদাল ফ্লিন্ডার্স পার্কে এ দিন জেতার পর “কাঁধের যন্ত্রণা এখন অতীত” বলেও ফাঁস করেছেন, রবিবারই তাঁর ডান হাঁটুর পুরনো ব্যথা এতটাই বেড়েছিল যে, এ বারের ওপেন হয়তো না খেলে ফিরে যেতে হত। মার্কিন কোয়ালিফায়ার কুজনেৎসভকে ৬-৪, ৬-১, ৬-১ হারানোর ম্যাচে দু’বছর আগের চ্যাম্পিয়ন নাদালকে হাঁটুতে মোটা ব্যান্ডেজ বেঁধে খেলতে দেখা গেছে। নৈশালোকে রুশ কুদ্রিয়াভসেভকে ৭-৫, ৬-২, ৬-২ হারানোর পথে পাঁচ বারের চ্যাম্পিয়ন ফেডেরারকেও সাবলীলই দেখিয়েছে। আর মেয়েদের গত বারের চ্যাম্পিয়ন ক্লিস্টার্স পর্তুগিজ কোয়ালিফায়ার কোহেলারকে ৭-৫, ৬-১ হারাতে কোমর নিয়ে সমস্যায় পড়েননি। যে সমস্যায় ব্রিসবেন ওপেন থেকে দশ দিন আগেই তাঁকে সরে যেতে হয়েছিল। শীর্ষ বাছাই ওজনিয়াকি, গত বারের রানার্স লি না-সহ একঝাঁক বাছাই প্লেয়ারের প্রথম রাউন্ড জয়ের মধ্যে সবচেয়ে নজরকাড়া ছিল উনিশ বছরের স্থানীয় অস্ট্রেলীয় বার্নার্ড টমিচের ০-২ সেট পিছিয়ে থেকে ২২ নম্বর বাছাই ভার্দাস্কোকে ৩-২ সেটে হারানো।
সিঙ্গলসে ভারতীয় চ্যালেঞ্জ প্রথম দিনই ফুরিয়ে গেল। গত দু’বারের মতো এ বারও সানিয়া মির্জা প্রথম রাউন্ডেই বিদায় নিলেন। হাঁটুর অস্ত্রোপচার-পরবর্তী প্রথম গ্র্যান্ড স্লামে নেমে সানিয়া ৪-৬, ২-৬ হারেন উইম্বলডন কোয়ার্টার ফাইনালিস্ট পিরনকোভার বিরুদ্ধে। ডাবলসে সানিয়া-ভেসনিনার ইন্দো-রুশ জুড়ি ষষ্ঠ বাছাই হয়েছেন। পুুরুষ ডাবলসে সঙ্গী বদলানোর ভিন্ন ফল পেলেন লি-হেশ। মহেশ (বিশ্ব র্যাঙ্কিং ৮) ও বোপান্নার (১১) টিম চতুর্থ বাছাই। কিন্তু লিয়েন্ডার (৭) বিশ্বের ৯১ নম্বর স্টেপানেককে জুড়ি নেওয়ায় অবাছাই থাকলেন। ফলে তৃতীয় রাউন্ডেই পড়ে যাবেন তৃতীয় বাছাই লোদ্রা-জিমোনজিচের সামনে। তবে লি-দের জুটি তিন দিন আগেই প্রথম টুর্নামেন্ট সিডনি ওপেন কোয়ার্টার ফাইনালে বিশ্বসেরা ব্রায়ান ভাইদের বিরুদ্ধে যথেষ্ট লড়ে দু’টো টাইব্রেকারে হেরেছেন। যা দেখে অনেকেই আশাবাদী লি-র নতুন টিম নিয়ে।দালের বাঁ কাঁধ। ফেডেরারের পিঠ। ক্লিস্টার্সের বাঁ কোমর। তিনটের যন্ত্রণাই অস্ট্রেলীয় ওপেনের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ।
হপ্তাদুয়েক আগে দোহায় পিঠের ব্যথায় সেমিফাইনালে ওয়াকওভার দিতে বাধ্য হন ফেডেরার। তাঁর দীর্ঘ, অবিশ্বাস্য ফিট টেনিসজীবনের বিরল ঘটনা। নাদাল ফ্লিন্ডার্স পার্কে এ দিন জেতার পর “কাঁধের যন্ত্রণা এখন অতীত” বলেও ফাঁস করেছেন, রবিবারই তাঁর ডান হাঁটুর পুরনো ব্যথা এতটাই বেড়েছিল যে, এ বারের ওপেন হয়তো না খেলে ফিরে যেতে হত। মার্কিন কোয়ালিফায়ার কুজনেৎসভকে ৬-৪, ৬-১, ৬-১ হারানোর ম্যাচে দু’বছর আগের চ্যাম্পিয়ন নাদালকে হাঁটুতে মোটা ব্যান্ডেজ বেঁধে খেলতে দেখা গেছে। নৈশালোকে রুশ কুদ্রিয়াভসেভকে ৭-৫, ৬-২, ৬-২ হারানোর পথে পাঁচ বারের চ্যাম্পিয়ন ফেডেরারকেও সাবলীলই দেখিয়েছে। আর মেয়েদের গত বারের চ্যাম্পিয়ন ক্লিস্টার্স পর্তুগিজ কোয়ালিফায়ার কোহেলারকে ৭-৫, ৬-১ হারাতে কোমর নিয়ে সমস্যায় পড়েননি। যে সমস্যায় ব্রিসবেন ওপেন থেকে দশ দিন আগেই তাঁকে সরে যেতে হয়েছিল। শীর্ষ বাছাই ওজনিয়াকি, গত বারের রানার্স লি না-সহ একঝাঁক বাছাই প্লেয়ারের প্রথম রাউন্ড জয়ের মধ্যে সবচেয়ে নজরকাড়া ছিল উনিশ বছরের স্থানীয় অস্ট্রেলীয় বার্নার্ড টমিচের ০-২ সেট পিছিয়ে থেকে ২২ নম্বর বাছাই ভার্দাস্কোকে ৩-২ সেটে হারানো।
সিঙ্গলসে ভারতীয় চ্যালেঞ্জ প্রথম দিনই ফুরিয়ে গেল। গত দু’বারের মতো এ বারও সানিয়া মির্জা প্রথম রাউন্ডেই বিদায় নিলেন। হাঁটুর অস্ত্রোপচার-পরবর্তী প্রথম গ্র্যান্ড স্লামে নেমে সানিয়া ৪-৬, ২-৬ হারেন উইম্বলডন কোয়ার্টার ফাইনালিস্ট পিরনকোভার বিরুদ্ধে। ডাবলসে সানিয়া-ভেসনিনার ইন্দো-রুশ জুড়ি ষষ্ঠ বাছাই হয়েছেন। পুরুষ ডাবলসে সঙ্গী বদলানোর ভিন্ন ফল পেলেন লি-হেশ। মহেশ (বিশ্ব র্যাঙ্কিং ৮) ও বোপান্নার (১১) টিম চতুর্থ বাছাই। কিন্তু লিয়েন্ডার (৭) বিশ্বের ৯১ নম্বর স্টেপানেককে জুড়ি নেওয়ায় অবাছাই থাকলেন। ফলে তৃতীয় রাউন্ডেই পড়ে যাবেন তৃতীয় বাছাই লোদ্রা-জিমোনজিচের সামনে। তবে লি-দের জুটি তিন দিন আগেই প্রথম টুর্নামেন্ট সিডনি ওপেন কোয়ার্টার ফাইনালে বিশ্বসেরা ব্রায়ান ভাইদের বিরুদ্ধে যথেষ্ট লড়ে দু’টো টাইব্রেকারে হেরেছেন। যা দেখে অনেকেই আশাবাদী লি-র নতুন টিম নিয়ে।
|