টুকরো খবর
সিকিম ছেড়ে রেনেডি লাজংয়ে
বন্ধু ভাইচুং ভুটিয়ার ইউনাইটেড সিকিম ছেড়ে রেনেডি সিংহ যোগ দিলেন শিলং লাজংয়ে। বুধবার চার্চিলের বিরুদ্ধেই নামতে পারেন। তবে রেনেডি নিজে বলেছেন, “ব্যথা এখনও একটু আছে। তবে আগের থেকে অনেক কম।” তাঁর পুরনো চোট এখনও পুরোপুরি সারেনি। তাই চার্চিল ম্যাচ খেলার সিদ্ধান্ত রেনেডির উপরই ছেড়েছেন লাজং কোচ প্রদ্যুম রেড্ডি। ইউনাইটেড সিকিমের হয়ে গত বছর আই লিগের দ্বিতীয় ডিভিসনে খেলেছেন রেনেডি। গত মরসুম পর্যন্ত ছিলেন জাতীয় দলেও। তাঁর মতো অভিজ্ঞ মিডিও এবং ডেড-বল বিশেষজ্ঞকে পেয়ে খুশি লাজং কোচ। তাঁর কথায়, “রেনেডি এখন অনেকটাই ফিট। তবে শিলংয়ের উচ্চতায় খেলার জন্য এখনও পুরো ফিট নয়। এখনও ঠিক করিনি খেলাব কি না।” তবে সোমবারই লাজংয়ের মাঠে পুরো অনুশীলন করেন রেনেডি। বুধবারের চার্চিল ম্যাচ হবে শিলংয়ের নতুন কৃত্রিম ঘাসের মাঠে।

মিলান ডার্বি ইন্টারের
দিয়েগো মিলিতোর গোলে এসি মিলানকে হারিয়ে মিলান ডার্বি জিতল ইন্টার মিলান। জুভেন্তাস ড্র করায় লিগ শীর্ষে যাওয়ার দারুণ সুযোগ ছিল এসি মিলানের। কিন্তু বিরতির অল্প পরেই মিলিতোর গোলে পিছিয়ে পড়ে তারা। আবেতের ভুলে বক্সের সামনে বল পেয়ে যান মিলিতো। গোলে রাখতে ভুল করেননি আর্জেন্তিনীয় স্ট্রাইকার। ম্যাচের প্রথম দিকে ইন্টারের মাইকনের ফ্রি-কিকে হেড করে গোলে পাঠিয়েছিলেন পাজিনি। অফসাইডের জন্য সেটি বাতিল হয়। বিরতির ঠিক আগেই আবার এসি-র পাতো বাইরে মারেন। এসি মিলান আরও একটি সুযোগ পেয়েছিল। মার্ক ফান বোমেলের জোরালো শট প্রথমে ক্রসবারে লাগে। ফিরতি বলে তাঁর শট বাঁচিয়ে দেন ইন্টার গোলকিপার হুলিও সিজার।

স্পোর্টিং ম্যাচেও পুরো পয়েন্ট চান সুব্রত
আই লিগ তালিকায় দু’নম্বরে উঠে এলেও চ্যাম্পিয়ন হওয়ার চাপ এখনই দলের ঘাড়ে চাপাতে চান না সুব্রত ভট্টাচার্য। বলে দিলেন, “এখনও অনেক ম্যাচ বাকি। ম্যাচ ধরে ধরে এগোতে চাই।” রবিবার জেতার পর এ দিন ছুটি দিয়েছিলেন প্র্যাক্টিসে। ওডাফা ছাড়া কোনও ফুটবলারই পাহাড়ের কোলে নতুন তৈরি রিসোর্ট ছেড়ে অবশ্য বেরোননি। চার্চিল ম্যাচের নায়ক ওডাফা ছুটি নিয়ে গিয়েছিলেন গোয়ায় তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করতে। সন্ধেয় টিম মিটিং সেরে সুব্রত বললেন, “আমরা দু’নম্বরে উঠেছি ঠিকই। আগেও এক বার দুইয়ে উঠেছিলাম। সে জন্য সতর্ক হয়ে এগোতে হবে। এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা তাই ভাবছি না। আপাতত লক্ষ্য স্পোর্টিং ম্যাচ জেতা।” বৃহস্পতিবার স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার বিরুদ্ধে দলে ফিরছেন হাদসন লিমা। চোট-আঘাত বা কার্ড সমস্যা নেই ওই ম্যাচে।

টেবল টেনিসে জয়ী মেয়েরা
পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় টেবল টেনিসে খেতাব জিতল বর্ধমানের মেয়েরা। শেষ চারে ওঠার পরে লিগ পর্যায়ের খেলায় তারা উত্তরবঙ্গকে ৩-১ সেটে, কলকাতাকে ৩-২ সেটে এবং যাদবপুরকে ৩-০ সেটে হারিয়ে দেয়। গত বার এই প্রতিযোগতিায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন ছিল কলকাতা। ২০-২২ জানুয়ারি নাগপুর বিশ্ববিদ্যালয়ে সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা হবে। বর্ধমানের মেয়েদের দলে ছিলেন গার্গী নাগ, তুলিকা রায় ও তানিয়া মণ্ডল। এ দিকে, বর্ধমানের ছেলেরা সেমিফাইনাল গ্রুপ লিগ পর্যায়ে বিশ্বভারতীকে ৩-১ সেটে হারালেও উৎকলের কাছে ২-৩ এবং গত বার ওই বিভাগের চ্যাম্পিয়ন কলকাতার কাছে ১-৩ সেটে হেরে তৃতীয় হয়েছে। বর্ধমানের ছেলেদের দলে ছিলেন দেবদূত মুখোপাধ্যায়, প্রলয় মৈত্র, সঞ্জীব পাড়ুই।

বহরমপুরে প্রতিযোগিতা
অনুষ্ঠিত হল ৫২ তম সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা। গত ১৪ ও ১৫ জানুয়ারি বহরমপুর বিবেকানন্দ ক্লাব প্রাঙ্গণে জেলা বডি-বিল্ডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ওই প্রতিযোগিতায় ১২টি জেলার মোট দেড়শো জন প্রতিযোগী যোগদান করেন। ৭৫ কিলোগ্রাম বিভাগে হাওড়ার উৎপল দে প্রথম হয়ে ‘বঙ্গশ্রী’ উপাধি পান। রানার্স হয়েছেন দক্ষিণ ২৪ পরগণার অমৃক সিংহ সুব্বা। প্রতিযোগিতায় ১৬ জনকে বেছে নেওয়া হয়, যাঁরা ১৯ জানুয়ারি হায়দরাবাদের জাতীয় দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় যোগ দেবে।

অন্য খেলায়
বরানগর প্রগতি সঙ্ঘ আয়োজিত শহিদ কণাদ ভট্টাচার্য স্মরণে নৈশালোক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল নিউ দে পেন্টস। প্রাক্তন ফুটবলার কান্ননের সাহায্যার্থে প্রদর্শনী ম্যাচ খেলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল ফুটবলাররা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.