নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
মহম্মদবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরে ঢুকে আধিকারিককে মারধরের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। গত বুধবার বালিরঘাটের পারমিট জারিকে কেন্দ্র করে ব্লকের ভুমি ও ভূমি সংস্কার দফতরে ২০-২৫ জনের একটি দল ঢুকে রেভিনিউ অফিসারকে মারধর করেছিল বলে অভিযোগ। দফতরে তারা ভাঙচুরও চালায়। এই ঘটনায় মহম্মদবাজার থানায় একটি অভিযোগও দায়ের হয়। মহম্মদবাজার থানার ওসি কল্যাণপ্রসাদ মিত্র শনিবার রাত্রে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে ধরেন। ধৃতেরা হলেন, শেখ কামাল ও কাজল শা। দু’জনেরই বাড়ি সিউড়ি থানার বাঁশজোড় গ্রামে। রবিবার পুলিশ তাঁদেরকে সিউড়ি আদালতে তুললে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
অন্য দিকে, একটি পুকুর কাটার তদন্তে গিয়ে ‘হেনস্থা’ হতে হল ব্লকের এক আধিকারিককে। এই অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সমীর শেখ। অভিযুক্তকে সোমবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। মহম্মদবাজার ব্লকের ওই আধিকারিক রবিবার হেরুকা গ্রামের একটি পুকুর কাটার তদন্তে গিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক বলেন, “যাওয়ার পথে হেরুকা গ্রামের কয়েক জন আমার পথ আটকায়। তদন্ত করতে না যাওয়ার দাবি করে আমাকে হুমকি দিতে থাকে। গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে কথা বলতে গেলে, একজন হেনস্থা করেন।” এই অবস্থায় তিনি বাধ্য হন তদন্ত না করেই ফিরে আসতে। ঘটনাটি তিনি এসডিপিওকে জানিয়েছেন। আধিকারিক হেনস্থা হওয়ার খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে সিউড়ি (সদর) মহকুমাশাসক সুজয় আচার্য এই ঘটনায় হস্তক্ষেপ করেন। তিনি মহম্মদবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে সমীর শেখকে গ্রেফতার করা হয়েছিল। |