নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
পৃথক দুটি ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়া সহ মাঝবয়সী এক ব্যক্তির। পুলিশ জানায়, নলহাটি থানার কাদাসির গ্রামে রবিবার দুপুরে পুষ্পাঞ্জলি ঘোষ (৫৮) আত্মীয়দের মধ্যে মারধরের ঘটনায় গুরুতর জখম হন। পরে তাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে নলহাটি থানারই নলহাটি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ায় দুই পড়শির মধ্যে বচসাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে ৬ জানুয়ারি। ওই ঘটনায় গুরুতর আহত গাজু শেখ (৪০) বর্ধমান মেডিক্যাল কলেজে মারা যান। মৃতের পরিবার ১০ জানুয়ারি ৬ জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা সকলেই পলাতক।
|
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
জলে ডুবে মারা গেল এক শিশু। নাম গৌরব সরকার (২)। এই ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সিউড়ির হুসনাবাদ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌরব বাবা-মার একমাত্র সন্তান। বাবা অরুণ সরকার কর্মসূত্রে কলকাতায় থাকেন। মা মধুমিতা দেবীর সঙ্গে মামার বাড়ি হুসনাবাদেই থাকত গৌরব। গৌরবের দাদু তড়িৎবাবু বলেন, “সকাল বেলা নাতি উঠোনে খেলা করছিল। তারই মধ্যে সে কখন বাইরে বেরিয়ে যায়, কেউ খেয়াল করেনি। বাড়ির লোক যখন জানতে পারল গৌরবের খোঁজে নিজেদের বাড়ি ও আশপাশের বাড়িতে খোঁজ শুরু করে। সেখানে তাকে না পেয়ে বাড়ির সামনের পুকুরে খোঁজ করা হয়। সেখান থেকেই নাতির নিথর দেহ মেলে।” ঘটনায় বাড়ির সবাই ভেঙে পড়েছেন। একমাত্র সন্তান হারানোর শোকে বাবা-মা দু’জনেই কাতর। শোকের ছায়া নেমে এসেছে হুসনাবাদ গ্রামে।
|
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
মাঠের মাঝখানে একটি তালগাছ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার বিকালে মাড়গ্রাম থানার ছোটচৌকির মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতের আনুমানিক বয়স ২৪। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবুও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মৃতদেহটি রামপুরহাট মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
মদ্যপ অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণ ও চুরি ছিনতাই করা-সহ নানা অসামাজিক কাজকর্ম করার অভিযোগে জয়দেব মেলা থেকে তিন দিনে মোট ১৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, জরিমানা আদায় করে সোমবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে। |