• পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা জ্যোতি বসু’র আজ প্রয়াণ দিবস।
• পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে মিলত পুলিশের বিভিন্ন গতিবিধির খবর, তাই দীর্ঘদিন আত্মগোপন করতে সুবিধে হয়েছিল, সিআইডি জেরায় জানাল বিষমদ কাণ্ডের মূল অভিযুক্ত খোঁড়া বাদশা।
• সরকারি জমিতে তৃণমূলের দলীয় অফিস করার চেষ্টায় স্থানীয় বাসিন্দাদের বাধা। ঘটনাকে কেন্দ্র করে মালদহের মানিকচকে তৃণমূল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু। প্রতিবাদে মানিকচকে পথ অবরোধ। নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ।
• হিসাব বহির্ভূত বিপুল সম্পত্তির খোঁজ মিলল লোকায়ুক্ত পুলিশের তদন্তে। উজ্জয়িণীতে এক ইঞ্জিনিয়ারের মোট সম্পত্তির পরিমান ৭ কোটি। তবে ওই ইঞ্জিনিয়ারের দাবি ওই সম্পত্তি তার পারিবারিক সূত্রে পাওয়া।
• টিটাগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাঙ্কার ধাক্কা মারে দেওয়ালে। দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর। |