|
|
|
|
খুনের ঘটনায় জামিন তৃণমূল যুব নেতার |
নিজস্ব সংবাদাতা |
জামিন পেলেন কেষ্টপুরে তৃণমূল নেতা স্বপন মণ্ডল খুনের ঘটনার মূল ষড়যন্ত্রকারী পার্থ সরকার। সোমবার বারাসত আদালতের জেলা বিচারক অসীম মণ্ডল এই নির্দেশ দেন।
গত ২৭ নভেম্বর কেষ্টপুর মোড়ের কাছে ভরদুপুরে গুলি করে খুন করা হয় স্বপনবাবুকে। তদন্তে উঠে আসে রাজারহাট-নিউটাউন এলাকায় সিন্ডিকেট ব্যবসা এবং তোলাবাজির ঘটনা। জড়িয়ে যায় রাজ্যের এক মন্ত্রীর নামও। প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও। ২ ডিসেম্বর খুনের প্রধান ষড়যন্ত্রকারী সন্দেহে রাজারহাট যুব তৃণমূলের সভাপতি পার্থ সরকারকে গ্রেফতার করা হয়। সেই সময় বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠান। ৪৫ দিন তিনি ব্যারাকপুর জেলে ছিলেন। পার্থবাবুর গ্রেফতারের পরই ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করে। স্থানীয় তৃণমূলকর্মীদের একাংশ অভিযোগ করেন, স্বপনবাবু গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন। সেই ঘটনা চাপা দিতেই ফাঁসানো হয়েছে পার্থকে। এমনকী, খুনের ঘটনায় পার্থ জড়িত নন বলে দাবি করেন স্বপনবাবুর বাবা-মা। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত খুনের ঘটনায় পার্থ সরকার-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েক জনের খোঁজ চলছে। এ দিন জামিন পাওয়ার পর তৃণমূলকর্মীদের একাংশ পার্থবাবুকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। |
|
|
|
|
|