তিনটি মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা |
একই এলাকার তিনটি বাড়ির মন্দিরে চুরির ঘটনা ঘটল। রবিবার রাতে, দমদম থানার শ্যামনগরে। পুলিশ জানায়, দু’টি শীতলা মন্দির ও একটি মনসা মন্দির মিলিয়ে প্রায় দু’লক্ষ টাকার গয়না ও কয়েক হাজার টাকা চুরি হয়েছে। পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে ওই তিন মন্দিরেই পূজারী এসে দেখেন তালা ভাঙা, উধাও গয়না। একই রাতে তিনটি মন্দিরে চুরি হওয়ায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় চুরি বাড়ছে। রাতে পুলিশের গাড়ি টহল দিতে দেখাই যায় না। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
|