বিখ্যাত বা কুখ্যাত নয়, বাবরি মসজিদ ধ্বংস একটি ঘটনামাত্র সিবিআইয়ের একটি আবেদন নিয়ে শুনানির সময় সুপ্রিম কোর্ট আজ এই মন্তব্য করেছে। গত বছর মার্চে সিবিআই বাবরি মসজিদ ধ্বংস মামলায় প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, বালসাহেব ঠাকরে-সহ সঙ্ঘ পরিবারের বেশ ক’জন শীর্ষস্থানীয় নেতাকে ফৌজদারি ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত করার আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে। উত্তরপ্রদেশে ভোটের মুখে তারই শুনানি ছিল আজ। শুনানির শুরুতেই অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, “বিষয়টি বিখ্যাত বাবরি মসজিদ ধ্বংস মামলার সঙ্গে সম্পর্কযুক্ত।” এই মন্তব্য শুনেই বিচারপতি এইচ এল দত্তু এবং বিচারপতি সি কে প্রসাদের বেঞ্চ বলে, “এর মধ্যে বিখ্যাত কী আছে? এটা একটা ঘটনামাত্র। এবং আদালতে এখন সেই মামলার বিভিন্ন পক্ষ উপস্থিত। এর মধ্যে বিখ্যাত-কুখ্যাত কিছু নেই।”
সিবিআইয়ের আবেদনের সূত্রে শীর্ষ আদালত লালকৃষ্ণ আডবাণী, বালসাহেব ঠাকরে, কল্যাণ সিংহ, উমা ভারতী, সতীশ প্রধান, সি আর বনশল, মুরলীমনোহর জোশী, বিনয় কাটিয়ার, অশোক সিঙ্ঘল, সাধ্বী ঋতম্ভরা-সহ সঙ্ঘ পরিবারের মোট ২১ জনকে নোটিস পাঠায় গত বছর ৪ মার্চ। তাদের জানাতে বলা হয়েছিল, বাবরি মসজিদ ধ্বংস মামলায় কেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ আনা হবে না। রাজ্যে নির্বাচনের মুখে এ দিনের শুনানি নিয়ে যথেষ্টই কৌতূহল ছিল রাজনৈতিক মহলে। কিন্তু নোটিস পাওয়া সব নেতা জবাব না দেওয়ায় আজ মুলতুবি হয় শুনানি। পরের শুনানি ২৭ মার্চ। এর আগেই মিটে যাবে উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যের নির্বাচন। ফলে বিজেপি-র ভোট-বাক্সে মামলার প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা তেমন রইল না বলে মনে করা হচ্ছে। |