খোলাবাজারে বিক্রির জন্য টিয়া পাখি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। খবর পেয়ে তাঁকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হওয়া পাখি-সহ ওই ব্যক্তিকে পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বেলদায়। ধৃতের নাম প্রদীপ সাঁতরা (২৯)। তাঁর কাছ থেকে ৫০টি টিয়া পাখি, ১০০টি পায়রা, বিরল প্রজাতির একটি খরগোশ উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। বেলদা থানার ওসি পলাশ মিত্র বলেন, “একটি সূত্রে খবর পেয়েই এ দিন স্থানীয় ওটি রোডে তল্লাশি চালানো হয়। সেই সময়েই ওই সব পাখি উদ্ধার হয়েছে।” |
এত পাখি কোথা থেকে মিলল, কোথায়ই বা নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃতের কাছ থেকে সে সবও জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত, খোলাবাজারে বিক্রির জন্যই এত পাখি নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি এ দিন মোটরবাইকে চেপে যাচ্ছিলেন। বাইকের পিছনে দু’টি খাঁচা বাঁধা ছিল। ওই খাঁচাতেই টিয়াপাখি ও পায়রা ছিল।
পাখিগুলি উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। পরে তা বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। খড়্গপুরের ডিএফও মিলনকান্তি মণ্ডল বলেন, “খোলাবাজারে টিয়াপাখি বিক্রি করা অপরাধ। পাখি বিক্রি রুখতে মাঝমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চলবে।” |