নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
গত পাঁচ দিনে বাঁকুড়ার বড়জোড়ায় ১০০টি হাতির হামলা মারাত্মক রূপ নিয়েছে। হাতির হানায় এক জনের মৃত্যু ও বাড়িঘর ভেঙে দেওয়ার পরে ফের হাতির হানায় এক বৃদ্ধ জখম হয়েছেন। সোমবার সকালে ঘটনাটি ঘটে বড়জোড়ার বাথানবেড়া গ্রামে। এ দিন সকালে তিনি পুকুরে যাচ্ছিলেন। তখন একটি হাতি পিছন থেকে শুঁড়ে জড়িয়ে ঝোপে ফেলে দেয়। তাঁর চিৎকার শুনে গ্রামবাসীরা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মোহনপুর, নতুনগ্রাম, ময়রাশোল, জয়চন্দ্রপুর প্রভৃতি গ্রামে ৮টি বাড়ি ভেঙে দিয়েছে হাতিরা। এই ঘটনার প্রতিবাদে রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্তরা। বড়জোড়ার রেঞ্জ অফিসার সৌমেন মণ্ডল বলেন, “ব্লক অফিসের ক্ষতিগ্রস্তদের ১৫টি ত্রিপল দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে।” তিনি জানান, পৌষ পার্বন চলছে। তাই হাতি খেদানোর জন্য হুলাপার্টি পাওয়া যাচ্ছে না। উৎসব মিটলে অভিযান হবে।
|
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
গরুমারা জাতীয় উদ্যানের ধূপঝোড়ায় কুনকি হাতি আমন অসুস্থ হয়ে পড়েছে। ৩ চিকিংসক সেটির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসক শ্বেতা মন্ডল জানান, আমনের অন্ত্রে সংক্রমণ হয়েছে। শারীরিক ভাবে দূর্বল হয়ে পড়লেও পরিস্থিতি ততটা উদ্বেগজনক নয়। জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগের ডিএফও কল্যাণ দাস জানান, আমনের একটি দ়েড় বছরের শাবক আছে। তাই আমনের প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। প্রাণী চিকিৎসক জগন্নাথ বিশ্বাসকে সবসময়ের জন্যে আমনের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। আমনকে প্রতিদিনের কাজ থেকেও আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে।
|
মাংস জোটাতে জঙ্গলে, ধৃত ৮
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মাঘ বিহুর মাংসের জোগান দিতে গিয়ে প্রাণ গেল বহু বন্যপ্রাণীর। অসমে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাংস জোগান দিয়ে মোটা টাকা রোজগারের জন্য অন্তত দেড়শো শিকারি বুনো শুয়োর, হরিণ, মুরগি মারতে কোকড়াঝাড়ের সংরক্ষিত অরণ্যে ঢুকে পড়েছে। কাল শিকারিদের এমনই এক দলকে বনরক্ষীরা গ্রেফতার করে।
|
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বাড়ি ফেরার পথে বুনো হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে ঘটনাটি ঘটে ডুয়ার্সের দলসিংপাড়ার কাছে গোপালবাহাদুর বস্তিতে। মৃতের নাম পরান মঙ্গর (২৪)। ঘটনার তদন্ত করে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হবে।
|
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বক্সায় বাঘের খাবারের সংস্থানের জন্য ফের ছাড়া হল হরিণ। সোমবার নদিয়ার বেথুয়াডহরি থেকে আনা ১৭টি চিতল হরিণ জঙ্গলে ছাড়া হয়। বক্সার জঙ্গলে বাঘ বাড়ায় তিন দফায় বেশ কয়েকটি হরিণ ছাড়া হল।
|
একটি লক্ষ্মী পেঁচা মিলল বাঁকুড়ার সারেঙ্গা থানার সীতারামপুর গ্রাম থেকে। সোমবার সকালে ওই গ্রামের বাসিন্দা অরুণাভ দাস চক্রবর্তী তাঁর বাগান বাড়ি থেকে ওই পেঁচাটিকে উদ্ধার করে বনদফতরের সারেঙ্গা রেঞ্জ আধিকারিক সলিল গুহ রায়ের হাতে তুলে দেন।
|
২টি গরু আটক-সহ এক বংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে সীমান্ত রক্ষা বাহিনী। রবিবার গভীর রাতে ইসলামপুর থানার সোনামতি এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে ঘটনাটি ঘটে। সোমবার তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। ধৃত মহম্মদ মতিবুরের বাড়ি বাংলাদেশের বালিয়াডাঙি থানার রত্নাইয়ের কাশিবাড়ি এলাকায়। ওই ব্যক্তি ইসলামপুর থানার সোনামতি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত পথে গরু পাচার করার সময় ধরা পড়ে।
|
সোমবার বোলপুরের নুরপুর গ্রামের কাছ থেকে একটি সাপ উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। |