l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
উন্নয়নের দাওয়াইয়ে বিচ্ছিন্ন করার কৌশল
মানুষই মুখ ফেরাবে, হুঁশিয়ারি মাওবাদীদের
অনিন্দ্য জানা • বলরামপুর
সমাজের মূল স্রোতে ফিরে না এসে ‘অসৎ’ ও ‘অন্ধকারের’ রাজনীতি জারি রাখলে মানুষই তাদের প্রত্যাখ্যান করবে বলে মাওবাদীদের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রক্তপাত বন্ধ না করলে প্রশাসনিক ভাবে কঠোর হওয়ার হুঁশিয়ারি তো আছেই। এর পাশাপাশি মাওবাদীদের ‘গড়’ হিসেবে পরিচিত অযোধ্যা পাহাড় এলাকাকে উন্নয়নের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এ দিন তাদের জনবিচ্ছিন্ন করারই কৌশল নিলেন। ঝাড়গ্রামের মমতা মাওবাদীদের জন্য ‘চরমসীমা’ বেঁধে দিয়েছিলেন। বলরামপুরের মমতা জনতাকে সঙ্গে নিয়ে মাওবাদীদের ‘বিচ্ছিন্ন’ করার প্রয়াস শুরু করলেন। যিনি উন্নয়নের ‘অস্ত্র’ প্রয়োগ করার কথাও জানালেন। আর ‘প্রশাসক’ মমতা বললেন, শান্তির আশায় গত চার মাস তিনি যৌথ বাহিনীর অভিযান বন্ধ রেখেছিলেন। কিন্তু মাওবাদীরা তাঁর কথা শোনেনি! বলে রাখা যাক, শুক্রবারই প্রশাসনিক সূত্রে খবর মিলেছে, একদা পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার মনোজ বর্মাকে অযোধ্যা পাহাড় এলাকায় মাওবাদী-দমনে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী। নতুন সরকার ক্ষমতায় আসার পর যাঁকে এত দিন ‘কম্পালসারি ওয়েটিং’-এ রাখা হয়েছিল।
বিস্তারিত...
ডাকঘরে স্বল্প সঞ্চয়ে বাড়ছে সুদ,
কমছে রাজ্যের পাওনা
নিজস্ব প্রতিবেদন
বাজারে সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং প্রকল্পগুলিকে আরও আকর্ষক করতে ডাকঘরের বিভিন্ন স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। যে তালিকায় রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)
এবং মাসিক আয় প্রকল্পের (এমআইএস) মতো প্রকল্প। কিছু ক্ষেত্রে মেয়াদে কাটছাঁটও করা
হল। এই প্রকল্পগুলি থেকে যে টাকা সরকারের ঘরে আসে, এত দিন তার ৮০ ভাগ ঢুকত রাজ্যের ভাঁড়ারে। কেন্দ্র এ দিন জানিয়ে দিল, এ বার থেকে রাজ্যের ভাগ কমে হয়ে যাচ্ছে ৫০ শতাংশ। স্বল্প সঞ্চয় প্রকল্পের মাধ্যমের সঞ্চয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রয়েছে তালিকার গোড়ায়। এই সিদ্ধান্তে তাদের ভাঁড়ারে আরও এক দফা টান পড়বে বলে মনে করা হচ্ছে। কেমন হচ্ছে নতুন সুদের হার? ডাকঘর সেভিংস খাতে সুদের হার ৩.৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৪ শতাংশ। এমআইএস এবং পিপিএফ-এ সুদের হার বেড়ে যথাক্রমে ৮.২ এবং ৮.৬ শতাংশ হচ্ছে। এ দিন সরকারি তরফে বিজ্ঞপ্তিতেই এ কথা জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সুদের হার সব চেয়ে বেশি বেড়েছে এক বছরের স্থায়ী আমানতে, ৬.২৫ শতাংশ থেকে বেড়ে ৭.৭ শতাংশ।
বিস্তারিত...
টিনটিনের হাত ধরেই এ দেশে
নয়া রেকর্ড গড়তে চায় হলিউড
ইন্দ্রনীল রায় ও পরমা দাশগুপ্ত • কলকাতা
গোলমুখো খুদে সাংবাদিকের মার নেই! প্রথম দিন থেকেই টিনটিন জাঁকিয়ে বসে গেল বাজারে! তিব্বতে টিনটিন এবং ফারাওয়ের চুরুট কাহিনির সুবাদে এর আগে দু’বার ভারতের মাটিতে পা দিয়েছে টিনটিন। সেটা ছিল বইয়ের পাতায়। এ বার টিনটিনের আগমন স্টিভেন স্পিলবার্গের ছবিতে। স্পিলবার্গের নিজের দেশে আলো দেখার আগেই এ দেশে পা রাখল সে। আমেরিকায় টিনটিন রিলিজ করতে এখনও ছ’সপ্তাহ দেরি। সোনি পিকচার্স ইন্ডিয়া সারা দেশে টুডি আর থ্রিডি মিলিয়ে ৩৮০টি হলে টিনটিন এনেছে। পশ্চিমবঙ্গে ছবিটি পরিবেশনা করেছে ওম মুভিজ। পরিবেশকদের পক্ষে দেবাশিস দে জানাচ্ছেন, কলকাতা ও শিলিগুড়িতে ১৪টি হলে মুক্তি পেয়েছে টিনটিন। তার মধ্যে পাঁচটিতে থ্রিডি। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মতে ‘‘অবতারে’র পর থ্রিডি-তে টিনটিনই শ্রেষ্ঠ ছবি।’’ এবং থ্রিডি-র এই জাদুই হলে টেনে নিয়ে এসেছে ষাটোর্দ্ধ কমলা সেনগুপ্ত, আইনজীবী অরুণাভ রায়দের। মেয়ে আরিয়াকে নিয়ে টিনটিনের ছবি দেখতে এসেছিলেন জ্যোতিন্দ্র সিংহ। তিনি বললেন, থ্রিডিতে টিনটিনের অ্যাডভেঞ্চারের মজাটাই যেন বেড়ে গিয়েছে কয়েকশো গুণ। থ্রিডি-তে টিনটিন দেখা যদি আকর্ষণ মিটারে এক নম্বর হয়, তা হলে দু’নম্বরে আছে পরিচালক স্টিভেন স্পিলবার্গের নাম।
বিস্তারিত...
বিদ্যুতের মাসুল বাড়ার সম্ভাবনা রাজ্যে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
কেন্দ্রীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনগুলিকে এক তরফা ভাবে মাসুল সংশোধনের নির্দেশ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে। তবে এই মাসুল কতটা বাড়বে, তা ঠিক করবে রাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনই। সে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না চাইলেও এ রাজ্যেও বিদ্যুতের মাসুল বাড়ার সম্ভাবনা তৈরি হল। রাজ্যের নতুন সরকার এখনও বিদ্যুতের মাসুল না-বাড়ানোর সিদ্ধান্তেই অটল। সে কারণেই রাজ্য তিনটি সরকারি বিদ্যুৎ সংস্থাকে কমিশনের কাছে মাসুল বাড়ানোর প্রস্তাব পর্যন্ত পেশ করতে দেয়নি। এই অবস্থায় এ রাজ্যের তিনটি সরকারি বিদ্যুৎ সংস্থা বিদ্যুৎ উন্নয়ন নিগম, বিদ্যুৎ বণ্টন কোম্পানি এবং ডিপিএল চরম বিপাকে পড়ে। শুধু বিদ্যুতের মাসুল নয়। জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন মতো ‘ফুয়েল সারচার্জ’-ও একতরফা ভাবে বাড়ানোর জন্য রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ট্রাইব্যুনাল। রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলোর মধ্যে একমাত্র সিইএসসি কমিশনের কাছে মাসুল ও জ্বালানি সারচার্জ বাড়ানোর আবেদন করেছিল। ইতিমধ্যে এক বার জ্বালানি সারচার্জ বাড়িয়েছে তারা।
বিস্তারিত...
বিনোদন
•
এলেন মৃণাল, ‘অভিমানী’ সৌমিত্র
•
শুরু হল ফিল্ম মার্ট
ছয় ‘১’-এর টানে হঠাৎ ‘একাকার’ গোটা দুনিয়া
নিজস্ব প্রতিবেদন
হবু দম্পতিরা বিয়ে করতে উঠেপড়ে লাগলেন, হবু মায়েরা সন্তানের জন্ম দিতে মরিয়া। রাজনীতিকরা ক্যালেন্ডার দেখে, ঘড়ি মিলিয়ে ‘গুরুত্বপূর্ণ’ পদক্ষেপ করলেন, বেখাপ্পা সময়ে শুরু হল নতুন ফিল্মের শো। সব মিলিয়ে ছোটখাটো একটা ঝড়ই বয়ে গেল দুনিয়া জুড়ে। সৌজন্যে ছ’টা ‘এক’। ১১.১১.১১। এই ছিল আজকের তারিখ। আগামী একশো বছরের মধ্যে এ ভাবে তারিখ লেখার আর সম্ভাবনা নেই। আর এই ‘বেনজির’ তারিখ, এমনকী আজকের দিনটার সকাল ১১টা বেজে ১১ মিনিট ১১ সেকেন্ড এই সময়টাও কোথাও সংখ্যাতত্ত্ব, কোথাও সংস্কারের মিশেলে এক অদ্ভুত চাঞ্চল্যের সাক্ষী রইল। তবে তারিখ ও সময়ের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে মরিয়া বহু লোকের খোঁজ যেমন সারা দিনে মিলল, তেমনই অনেকে গোটা ব্যাপারটাকে ‘হুজুগ’ বলে আখ্যা দিলেন। তা সত্ত্বেও স্রেফ ক’টা নম্বরের জোরে একটা দিন হঠাৎ তোলপাড়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে এই নিয়েই কথা-চালাচালি। বিশ্বের নানা প্রান্তের সঙ্গে ভারতেও সারা দিন ধরে ছড়িয়ে রইল ১১.১১.১১ নিয়ে নাড়াচাড়ার অজস্র উদাহরণ।
বিস্তারিত...
দল-সরকার আলাদা, রেখা টানতে চান কারাট
প্রেমাংশু চৌধুরী • নয়াদিল্লি
বুদ্ধদেব ভট্টাচার্যের ‘অসম্পূর্ণ’ কাজ সম্পূর্ণ করতে চাইছেন প্রকাশ কারাট। মুখ্যমন্ত্রী হিসাবে বামফ্রন্ট সরকারকে সিপিএমের ‘নিয়ন্ত্রণমুক্ত’ করার চেষ্টা করেছিলেন বুদ্ধবাবু। কিন্তু আলিমুদ্দিন স্ট্রিটের শিকল ভাঙতে পারেননি তিনি। এ বার মতাদর্শগত দলিলে সরকার ও ক্ষমতাসীন দলের মধ্যে ‘বিভাজন’কে ‘পাকাপোক্ত রূপ’ দিতে চাইছেন কারাট। তিনি মনে করছেন, সোভিয়েতে এই ভুল হয়েছিল। চিনও একই ভুল করছে। সেই ভুল হয়েছে পশ্চিমবঙ্গেও। গত বিধানসভা নির্বাচনে যার মাশুল গুণতে হয়েছে। আলিমুদ্দিন বা এ কে জি ভবন অতীতে সরকারের উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করেছে, এই অভিযোগ না-মানলেও সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বের যুক্তি, রাজ্যে দল অনেক ক্ষেত্রে আগ বাড়িয়ে সরকারের দায়িত্ব পালন করতে গিয়েছে। উদাহরণ, নন্দীগ্রাম। সেখানে পেট্রো-রসায়ন শিল্প তালুকের জন্য প্রশাসন কোনও জমি অধিগ্রহণ করেনি। অথচ স্থানীয় বাসিন্দাদের মধ্যে বার্তা গিয়েছে, লক্ষণ শেঠের লোকেরা সরকারের হয়ে জমি ‘দখল’ করছে। মাওবাদী দমনের ক্ষেত্রেও একই ‘বাড়াবাড়ি’ হয়েছিল।
বিস্তারিত...
ভোটে আস্থা হারাচ্ছে তরুণরা, আক্ষেপ কুরেশির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
দেশের অধিকাংশ যুবা ভোটারই যে নির্বাচনী প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে রয়েছেন, শুক্রবার আক্ষেপের সুরে সে কথা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। তথ্য-পরিসংখ্যান দিয়ে বিষয়টি তুলে ধরেন তিনি। এবং জানান, তাঁদের আগ্রহী করতে বিশ্ববিদ্যালয় স্তরে পাঠক্রম চালু নিয়ে ভাবনাচিন্তার পাশাপাশি ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রচারের উপরেও জোর দিচ্ছেন তাঁরা, যে প্রস্তাব কমিশন পেয়েছে কলকাতা থেকেই। মৌলানা আবুল কালাম আজাদ স্মারক বক্তৃতা দিতে এ দিন কলকাতায় এসেছিলেন কুরেশি। সেখানে তিনি বলেন, “আমাদের দেশের মাত্র ১৫ শতাংশ যুবক ভোটার তালিকায় নাম লেখান, যাঁদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।” কুরেশির কথা থেকে স্পষ্ট, যাঁদের নাম তালিকায় রয়েছে, ভোট দেওয়ার ক্ষেত্রে তাঁদের মধ্যেও প্রবল অনীহা রয়েছে।
বিস্তারিত...
এক নজরে...
• সাহায্যে তৈরি, রবীন্দ্র-কেন্দ্রের প্রকল্প-রিপোর্ট চায় দিল্লি
• গজ-তুলো-সুচও মেলে না,
তাই ক্ষোভ ন্যাশনালে
• সচিনকে দেখতে দু’দিনে
বিক্রি মাত্র ৩২৪ টিকিট
• বাতিল আরও ৪০ উড়ান,
প্রণবের দ্বারস্থ কিংফিশার
• যাত্রীদের মত নিয়ে বাড়ানো
হতে পারে রেলের ভাড়া
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
তোপ দেগে বাম
নালিশ রাজ্যপালকেই
রাজ্য
আয় না হলেও বিদ্যুৎ
দিতে হচ্ছে গ্রামে
মমতাকে কটাক্ষে বিঁধে
নেতৃত্বের সুনজরে সূর্য
দেশ
অসম ভাগের দাবিতে আবসু
নামল অহিংস আন্দোলনে
সনিয়াকেও সংসদে
নিশানা করবে বিজেপি
ব্যবসা
আরও সঙ্গিন
শিল্পের পরিস্থিতি
উন্নয়নে সামিল হোক
লাভজনক সংস্থা
খেলা
সুনীল-জেজের ডাক
গ্লাসগো রেঞ্জার্সে
হকির পটৌডি এবং
গ্র্যান্ড ওল্ড ম
স্বাস্থ্য
ছুটি ছেড়ে যোগ দিতে
নির্দেশ চিকিৎসকদের
ফের প্রহৃত চিকিৎসক,
এ বার কৃষ্ণনগরে
জীবজগত্
বর্জ্য ব্যবস্থাপনায়
নেই পুর-উদ্যোগ
সম্পাদকীয়
ভবিষ্যমুখী উদ্যোগ
মামলার ফল
কলকাতা
৩৩.১/১৯.৭
আজকের দিনে
• ১৯৬১:
রোমানিয়ার জিমন্যাস্ট
নাদিয়া কোমানাচির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার! পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো ‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে ‘র্যাটল স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.