হবু দম্পতিরা বিয়ে করতে উঠেপড়ে লাগলেন, হবু মায়েরা সন্তানের জন্ম দিতে মরিয়া। রাজনীতিকরা ক্যালেন্ডার দেখে, ঘড়ি মিলিয়ে ‘গুরুত্বপূর্ণ’ পদক্ষেপ করলেন, বেখাপ্পা সময়ে শুরু হল নতুন ফিল্মের শো। সব মিলিয়ে ছোটখাটো একটা ঝড়ই বয়ে গেল দুনিয়া জুড়ে। সৌজন্যে ছ’টা ‘এক’।
১১.১১.১১। এই ছিল আজকের তারিখ। আগামী একশো বছরের মধ্যে এ ভাবে তারিখ লেখার আর সম্ভাবনা নেই। আর এই ‘বেনজির’ তারিখ, এমনকী আজকের দিনটার সকাল ১১টা বেজে ১১ মিনিট ১১ সেকেন্ড এই সময়টাও কোথাও সংখ্যাতত্ত্ব, কোথাও সংস্কারের মিশেলে এক অদ্ভুত চাঞ্চল্যের সাক্ষী রইল। তবে তারিখ ও সময়ের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে মরিয়া বহু লোকের খোঁজ যেমন সারা দিনে মিলল, তেমনই অনেকে গোটা ব্যাপারটাকে ‘হুজুগ’ বলে আখ্যা দিলেন।
তা সত্ত্বেও স্রেফ ক’টা নম্বরের জোরে একটা দিন হঠাৎ তোলপাড়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে এই নিয়েই কথা-চালাচালি। বিশ্বের নানা প্রান্তের সঙ্গে ভারতেও সারা দিন ধরে ছড়িয়ে রইল ১১.১১.১১ নিয়ে নাড়াচাড়ার অজস্র উদাহরণ। দেশের বহু শহরের চিকিৎসকরাই জানিয়েছেন, আজকের দিনে প্রসব করানোর জন্য অন্তঃসত্ত্বা কিংবা তাঁর পরিবার তাঁদের কাছে জোরাজুরি করেছেন। বেশির ভাগেরই বিশ্বাস, সংখ্যাতত্ত্বের বিচারে আজ সন্তানের জন্ম হলে সে সৌভাগ্যের অধিকারী হবে। তাই কেউ প্রসবের দিন এগিয়ে দিতে চেয়েছেন, কেউ পিছিয়ে দিতে। অনেক জ্যোতিষী আবার দাবি করছিলেন, গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজকের দিনে সন্তান জন্মানোটা শুভ নয়। বিশেষজ্ঞরা বলেছেন, এই টানাটানিতে সন্তান বা মায়ের ক্ষতি বই লাভ নেই। কিন্তু অনেকেই যে তাতে কান দেননি, তা পরিষ্কার।
দেশের সম্ভবত সব চেয়ে চমকপ্রদ পদক্ষেপটি করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সংখ্যাতত্ত্বে ঘোর বিশ্বাসী নীতীশ গত দু’বছর ধরে বিশেষ বিশেষ দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আর সব ক্ষেত্রেই ভাল ফল পেয়েছেন বলে দাবি। আজকের দিনটি তাঁর মতে শুধু শুভ নয়, ঐতিহাসিকও। তাই ১১ জন সরকারি অফিসারের বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি দেওয়ার সবুজ সঙ্কেত তিনি দিয়েছেন আজ বেলা ১১টা ১১ মিনিট ১১ সেকেন্ডে। আরও একটি বিশেষ ঘোষণা করেছে তাঁর সরকার। আজ বেলা ১১টা ১১-য় যে সব শিশু জন্মেছে, তাদের বিশেষ ‘হেলথ কার্ড’ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী অশ্বিনী চৌবে জানিয়েছেন, এই শিশুরা ১৮ বছর বয়স পর্যন্ত রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজে নিখরচায় চিকিৎসা পাবে। আর ওই নির্দিষ্ট সময়ে জন্মানো সব কন্যাসন্তানের পড়ার খরচ দেবে রাজ্য।
তিন ‘১১’-র ঢেউ ছুঁয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিকেও। আসন্ন উপনির্বাচনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী আজ বেলা ১১টা বেজে ১১ মিনিট ১১ সেকেন্ডে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সুব্রতবাবু বলেছেন, “এই মুহূর্তটি অত্যন্ত শুভ এবং তার চেয়েও বড় কথা, বিশেষ ভাবে স্মরণীয়। এই তারিখ এবং সময় আর মেলার সম্ভাবনা নেই। সেই জন্যেই এই সময়টাকেই বেছে নিলাম।” |
নজর ঘোরানো যাক বিপণনের দুনিয়ায়। রণবীর কপূর অভিনীত ইমতিয়াজ আলির ‘রকস্টার’-সহ বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে আজ। প্রযোজক জুটি রঞ্জন সিংহ ও বিকাশ চন্দ্রের ‘প্রোজেক্ট ১১’ মুক্তি পেল ১১টা ১১-য়। এ ছবির ১১ জন পরিচালক, শু্যটিং হয়েছে বিশ্বের ১১টি শহরে। বিশ্বের বেশ কিছু সংস্থা আজ নতুন পণ্য বাজারে ছেড়েছে। একটি কলম প্রস্তুতকারক সংস্থা শুধু আজকের জন্য প্রতিটি কলমে ১১ শতাংশ করে ছাড়ও দিয়েছে।
এ সবই ছ’টা ‘১’-এর জন্য।
বিশেষ বিশেষ তারিখ নিয়ে পুরনো প্রবাদ রয়েছে চিনে। তেমনই আজকের তারিখ নিয়ে প্রবাদ বলছিল, অলৌকিক কিছু ঘটতে পারত আজ। তা ছাড়া, নয়ের দশক থেকেই ১১ নভেম্বর তারিখটিকে ‘সিঙ্গলস ডে’ হিসেবে পালন করার রেওয়াজ রয়েছেন চিনাদের একাংশের মধ্যে। তাঁদের বিশ্বাস, আজকের তারিখে বিয়ে করলে একাকিত্ব থেকে চিরমুক্তি ঘটে। জীবন ভরে ওঠে সুখ ও ঐশ্বর্যে। তাই আজ চিনের বিভিন্ন শহরে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসের সামনে সকাল থেকে প্রায় বিকেল অবধি হবু দম্পতিদের লাইন ছিল। বিয়ে করার প্রায় ৩৩০০ আবেদন আগে থেকেই জমা পড়েছিল সাংহাইয়ে।
মিশর সরকার আগাম খবর পেয়েছিল, অত্যুৎসাহী দর্শকেরা ‘বিশেষ তারিখ’ উপলক্ষে পিরামিডের মধ্যে পুজোআর্চা করতে পারেন। তাই তড়িঘড়ি দর্শক গিজার পিরামিডে দর্শক ঢোকা বন্ধ করে দেওয়া হয়। আধিদৈবিক, অলৌকিক, এমনকী মহাজাতিক নানা সম্ভাবনার সঙ্গেও জড়িয়ে গিয়েছিল আজকের তারিখ। অনেকে বলেছিলেন, ভিন্গ্রহীরা আজ যোগাযোগ করতে চলেছে পৃথিবীবাসীর সঙ্গে। কেউ ১৯১১-র ১১ নভেম্বরের ইতিহাস মনে করে ‘খারাপ কিছু’র আশঙ্কা করছিলেন। ওই দিনে নাকি আমেরিকার ওকলাহোমায় দিনে তাপমাত্রা ছিল ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস, অথচ রাতে হিমাঙ্কের প্রায় ৮ ডিগ্রি নীচে! একশো বছর আগে ওই একই দিনে নাকি টর্নেডোর আঘাতে আমেরিকার উইসকনসিনে মারা গিয়েছিলেন ৯ জন। আবার আশাবাদীর সংখ্যাটাও তো দুনিয়া জুড়ে কম নয়। জনৈকা ডিনা গর্ডন ফেসবুকে লিখেছেন, ১১টা ১১ মিনিটে লটারির একটা টিকিট কেটেছেন তিনি। তাঁর বিশ্বাস, লটারি লাগবেই!
ছ’টা ১। অন্তত আজকের দিনটায় হয়তো আশা-আশঙ্কা-বিশ্বাস-অবিশ্বাস সবই এই তিনজোড়া একে ‘একাকার’! |