সচিনকে দেখতে দু’দিনে বিক্রি মাত্র ৩২৪ টিকিট |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: চোখের সামনে ঝুলছে সচিনের একশো নম্বরের সাক্ষী থাকার ‘গাজর’। তাতেও হাই উঠছে শহরের। ক্রিকেটজ্বর আসা দূরের কথা, সামান্য ফুসকুড়িও হয়নি। নয়তো দু’দিনে কখনও বিক্রি হয় মাত্র ৩২৪ টিকিট! কেউ কোনও দিন শুনেছে? চাহিদা বলতে কমপ্লিমেন্টারি টিকিটের আর তাতেও শর্ত‘‘ইন্ডিয়া যে দিন ব্যাট করবে, সে দিন দেবেন!” সোমবার থেকে শুক্রবারের টেস্ট, সাত সকালে ইডেন ভরানোর কোনও বাসনা প্রথম বল পড়ার আটচল্লিশ ঘণ্টা আগে অন্তত নেই। |
|
|
সুনীল-জেজের ডাক গ্লাসগো রেঞ্জার্সে
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দেশের দুই সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী ও জেজে-কে এ মাসেই প্রথম দলের সঙ্গে ট্রায়ালে ডাকছে স্কটল্যান্ডের বিশ্বখ্যাত ক্লাব গ্লাসগো রেঞ্জার্স।
রেঞ্জার্সের সরকারি ওয়েবসাইটে এ খবর বেরনোয় তুমুল আলোড়ন ভারতীয় ফুটবল মহলে। তবে সুনীল ও জেজের ক্লাব সরকারি ভাবে কিছুই জানে না। মোহনবাগান, পুণে এফসি দু’পক্ষই মরসুমের মাঝে এ ভাবে ফুটবলার ছাড়তে নারাজ। মোহনবাগান কর্তারা চিন্তায়, ইস্টবেঙ্গল ম্যাচ সামনে বলে। তবে সুনীলদের চুক্তিতে ছেড়ে দেওয়ার কথা থাকলে তাঁদের ছাড়তেই হবে।
রেঞ্জার্স ওয়েবসাইটে অবশ্য বলা হচ্ছে, দুই তারকা প্রথম দলের সঙ্গে ট্রেনিং করবেন। পছন্দ হলে নেওয়া হবে তাঁদের। |
|
হকির পটৌডি এবং গ্র্যান্ড ওল্ড ম্যান |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মনসুর আলি পটৌডি বেঁচে থাকলে তাঁকে দেখে খুশি হতেন।
একটা চোখ নিয়ে এই তরুণও লড়ে যাচ্ছেন সর্বোচ্চ স্তরে।
বেটন কাপ ফাইনালে ম্যাচের সেরা হয়ে চণ্ডীগড়ের বলজিৎ সিংহ যখন লেসলি ক্লডিয়াসের পা ছুঁতে এলেন, তখন ইতিহাস এবং লড়াই মাখামাখি হয়ে গেল। “একটা চোখ নিয়ে খেলা যাবে না কেন? শুটাররা তো একটা চোখ দিয়েই জেতে!” আশা শোনালেন তিনটি অলিম্পিক সোনা, একটি রুপো জয়ী ক্লডিয়াস। |
|
|
|
আই লিগের এগারো জনকেই পাল্টে ফেলতে পারি: মর্গ্যান |
|
|
|
আজ উঃবঙ্গ যুব ফুটবল উৎসব শুরু |
|
টুকরো খবর |
|
|