নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেসরকারি সংস্থার উদ্যোগে ‘উত্তরবঙ্গ যুব ফুটবল উৎসব’-এর আসর বসছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন ওই সংস্থা আইডিয়াজ আনলিমিটেড স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপের কর্মকর্তারা। ১২-১৫ নভেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলাগুলি হবে। সহযোগিতার হাত বাড়িয়েছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদও। অংশগ্রহণকারী দলগুলি থেকে উঠতি ফুটবলার বেছে তৈরি হবে শিলিগুড়ি মহকুমা একাদশ। তারা কলকাতায় ইস্টবেঙ্গল মাঠে ‘চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়ন’ পর্বে অংশ নেবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওই খেলা হবে।উদ্যোক্তারাই জানান, ইতিমধ্যেই কলকাতায় সাউথ দমদম মিউনিসিপ্যালটি মাঠে প্রথম পর্বের খেলা হয়েছে। সেখানে অংশ নেওয়া দলগুলির মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কল্যাণী মিউনিসিপ্যালটি ফুটবল অ্যাকাডেমি। রানার্স বিধাননগর মিউনিসিপ্যালটি ফুটবল অ্যাকাডেমি। ওই দুটি দল, শিলিগুড়ি মহকুমা একাদশ-সহ আটটি দল মূল পর্বে অংশ নেবে। অন্য দলগুলির মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, চিরাগ, প্রয়াগ ইউনাইটেডের যুব দল। তা ছাড়া কলকাতা প্রথম পর্বে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে বাদ দিয়ে বাকি দলগুলি থেকে ফুটবলার বেছে তৈরি একটি দলও অংশ নেবে। উদ্যোক্তাদের পক্ষে সঞ্জয় শ্রীবাস্তব জানান, উঠতি ফুটবল প্রতিভা খুঁজতে এই প্রতিযোগিতা সাহায্য করবে। প্রতিযোগিতার প্রজেক্ট ডিরেক্টর তথা ফুটবলার স্বরূপ দাস এ দিন শিলিগুড়িতে বলেন, “যুব সমাজকে ফুটবলের প্রতি আরও বেশি করে আকষ৪ণ করতেই এই উদ্যোগ। চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়ন দল সার্ক দেশগুলির বিভিন্ন দলের সঙ্গে ফুটবল ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব থেকে উঠতি ফুটবল প্রতিভাদের নিয়ে ফুটবল অ্যাকাডেমি গড়ার কথাও ভাবা হচ্ছে।” সংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও। শিলিগুড়ি ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল জানান, ফুটবলের প্রতি যুব সমাজের অগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা সাহায্য করবে। তিনি বলেন, “প্রত্যন্ত এলাকার ফুটবলারদের সুযোগ করে দিতে এ ধরনের ফুটবল প্রতিযোগিতা আরও বেশি করা দরকার। জয়ী দল এবং খেলোয়াড়দের জন্য প্রাইজমানি পুরস্কারও থাকছে।” ছিলেন সাউথ দমদম পুরসভার ক্রীড়া বিভাগের দায়িত্বে থাকা পারিষদ প্রদীপ মজুমদার। প্রতিযোগিতার ব্যাপারে উৎসাহী তিনিও। প্রদীপবাবু বলেন, “খেলাধূলার প্রসারে বর্তমান রাজ্য সরকারও ভাবছে। স্কুলস্তরে ছাত্রছাত্রীদেরও সামিল করার চেষ্টা চলছে।” শিলিগুড়িতে উত্তরবঙ্গ যুব ফুটবলে অংশ নেবে ৮ টি দল। তাদের মধ্যে রয়েছে ওদলাবাড়ির রাইজিং স্পোর্টিং ক্লাব, জলপাইগুড়ির ঘুঘুডাঙা ক্লাব, শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমি, শিলিগুড়ি আইএফএ ফুটবল কোচিং দল, দাদাভাই ক্লাব, মর্নিং সকার, নেতাজি স্পোর্টিং ক্লাব। |