৪৭-এর ধাক্কায় অস্ট্রেলিয়া হেরে গেল আট উইকেটে
প্রথম ইনিংসে একশো রানের কমে অলআউট হয়েও দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারাল। দু’দিনেরও বেশি খেলা বাকি থাকতে। জেতার জন্য ২৩৬ রানের টার্গেট নিউল্যান্ডসের কঠিন উইকেটে চতুর্থ ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে এ দিন ছুঁয়ে ফেলল প্রোটিয়ারা। অধিনায়ক গ্রেম স্মিথ (১০১ নটআউট) ও হাসিম আমলা-র (১১২) জোড়া সেঞ্চুরির বদান্যতায়। দ্বিতীয় উইকেটে এঁরা অস্ট্রেলীয় পেস আক্রমণকে হেলায় সামলে ১৯৫ রান যোগ করেন। যে কাজে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের ‘সাহায্য’ করেছে পন্টিংদের খারাপ ফিল্ডিং।
অপরাজিত শতরানের পরে স্মিথ।
এ দিন বেশ কয়েকটি ক্যাচ ফেলেছে মাইকেল ক্লার্কের দল। যদিও অস্ট্রেলীয় অধিনায়ক হারের প্রায় সব দায় চাপিয়েছেন তাঁর দলের দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে অলআউট হওয়ার ঘাড়ে। পাশাপাশি এটাও সত্যি, পেস বোলিংয়ের অনুকূল উইকেট পেয়েও এ দিন হ্যারিস, সিডল, জনসন, ওয়াটসন-রা বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেননি। দিনের একমাত্র উইকেট আমলার যখন পড়ে, দক্ষিণ আফ্রিকা জয়ের থেকে মাত্র ১৪ রান দূরে। স্মিথ দলের উইনিং শটে নিজের সেঞ্চুরিও পূর্ণ করেন।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গতকাল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১৫ রানে ৫ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার।
স্মিথদের দিনে বিপর্যস্ত ক্লার্ক।
এ দিকে, ‘বিপর্যয়ের ৪৭’ ঘটার পরের দিনই অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটিতে নতুন দুই মুখকে আনা হল রডনি মার্শ ও অ্যান্ডি বিকেল। আর প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মার্ক টেলর স্তম্ভিত, “দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে এক উইকেট পড়েছে দেখে ঘুমোতে গিয়েছিলাম। টেলিফোনের আওয়াজে ঘুম থেকে উঠে টিভি চালিয়ে দেখি অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২১!”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.