নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গলের দুই তারকা এই মুহূর্তে দুই ভিন্ন গ্রহে।
এক জন কলকাতা প্রিমিয়ার লিগে শনিবার বিশ্বজিৎ ভট্টাচার্যের জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলতে পারেন। কিন্তু ২০ নভেম্বর আই লিগে মোহনবাগান ম্যাচে খেলতে পারবেন না। ইনি টোলগে ওজবে।
অন্য জনের আজ মাঠে নামার কোনও সম্ভাবনা নেই। কিন্তু হাতে থাকা আট দিনের মধ্যে ম্যাচ-ফিট হয়ে গেলে মরসুমের প্রথম বড় ম্যাচে নেমে পড়বেন। ইনি মেহতাব হোসেন।
আশা-আশঙ্কার মাঝে আবার প্রত্যাশার জন্ম দিয়ে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম মাঠে নামছেন সেমিলেন ডোউঙ্গেল। যিনি লেন নামে ইতিমধ্যে পরিচিত। এবং যাঁর মধ্যে ভবিষ্যতের তারকা হওয়ার মশলা মজুত রয়েছে বলে অনেকের ধারণা।
আই লিগে দু’টি হলুদ কার্ড দেখে ডার্বি-তে নির্বাসিত টোলগে শুক্রবার অনুশীলনে সব সময়ের মতোই ছটফটে। উল্টো দিকে মেহতাবকে আগের মতো ঝকঝকে দেখাচ্ছে না। লাল-হলুদ জনতা প্রার্থনায়, ২০ নভেম্বরের আগে যেন ফিট হয়ে যান।
ইম্ফলের ফুটবলার লেন ছিলেন জেসিটি অ্যাকাডেমিতে। মরসুম শুরুর আগে কয়েকটি প্র্যাক্টিস ম্যাচ খেলেছেন লাল-হলুদ জার্সি গায়ে। কিন্তু সরকারি অভিষেক ঘটছে শনিবারই। ইস্টবেঙ্গল মাঠে। কলকাতা লিগে তাঁর দলের প্রথম ম্যাচের প্রথম একাদশের একমাত্র লেনের নামটাই কোচ ট্রেভর মর্গ্যান জানালেন এ দিন। লেন লাজুক হেসে বললেন, “এত দিন ধরে তো প্র্যাক্টিস করছি। দেখি ম্যাচে কী রকম খেলতে পারি।” প্র্যাক্টিস ম্যাচে গোল করেছেন এই মণিপুরি ফরোয়ার্ড। গোলকিপারও তরুণ দেবজিৎ মজুমদার। নিয়ম মেনে অনূর্ধ্ব উনিশ ফুটবলার দলে রাখার জন্য তড়িঘড়ি শুক্রবার বিকালে ইস্টবেঙ্গল সই করিয়ে নিল অমিত সিংহ এবং সৌরভ রায়কে। যাঁরা অনুশীলনেও নজর কাড়লেন।
ইস্টবেঙ্গল কোচ আগেই বলেছিলেন আই লিগের ফুটবলারদের কলকাতা লিগে খেলাতে চান না। এ দিন সেই কথা টেনেই বললেন, “পুণে ম্যাচের প্রথম এগারো থেকে আট-নয় এমনকী এগারো জনকেই পাল্টে ফেলতে পারি জর্জের বিরুদ্ধে।” তবে ম্যাচের মধ্যে রাখতে টোলগেকে নামিয়ে দিতে পারেন মর্গ্যান। শনিবার কলকাতা লিগের ম্যাচের আগেও টিমের প্র্যাক্টিস সেশন রেখেছেন মর্গ্যান। যে ফুটবলাররা জর্জ-ম্যাচ খেলবেন না তাঁদের জন্য।
বিশ্বজিৎ ভট্টাচার্যের টিমে তিন বিদেশি। রক্ষণে রিচার্ড। ফরোয়ার্ডে ওরোক এবং মাইকেল। জর্জ কোচ বললেন, “ইস্টবেঙ্গলের সব ফুটবলার ভাল। তবে আমার ছেলেরাও ভাল খেলার চেষ্টা করবে।” একঝাঁক অনূর্ধ্ব উনিশ ফুটবলার জর্জে। এমনকী ওরোক-ও। যিনি পশ্চিমবঙ্গ পুলিশ দলের বিরুদ্ধে সদ্য হ্যাটট্রিক করেছেন।
|
শনিবার
কলকাতা প্রিমিয়ার লিগে
ইস্টবেঙ্গল : জর্জ টেলিগ্রাফ (ইস্টবেঙ্গল, ২-১৫) |