টুকরো খবর
অলোকের চ্যালেঞ্জ মোহন-ইস্টকে
মহমেডান-২ (স্ট্যানলি-২)
পিয়ারলেস-০
কলকাতা প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে পিয়ারলেসকে ২-০ গোলে হারিয়ে উঠেই মোহনবাগান-ইস্টবেঙ্গলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মহমেডান কোচ অলোক মুখোপাধ্যায়। “মোহনবাগান, ইস্টবেঙ্গলকে ভয় পাচ্ছি না। উল্টে মুখিয়ে আছি ওদের বিরুদ্ধে খেলার জন্য।” নাইজিরিয়ান স্ট্রাইকার স্ট্যানলি ওকোরোগি-র জোড়া গোলে জিতে সাদা-কালো কোচের গলায় আত্মবিশ্বাস। রহস্যটা কী? অলোকের দাবি, তাঁর দলের স্ট্রাইকার-সমস্যা দ্রুত মিটতে চলেছে। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে পরের ম্যাচে নতুন লাইবেরিয়ান ফুটবলার অ্যালফ্রেড প্রথম মাঠে নামছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ অলোক বললেন, “ওর খেলা দেখে অ্যালভিটো-ও মুগ্ধ। আমার বিশ্বাস, অ্যালফ্রেড একবার ঢুকে পড়লে দলের চেহারা বদলে যাবে।” অ্যালফ্রেডের বিচার তো ভবিষ্যৎ করবে। তবে শুক্রবার যুবভারতীতে যে মাপের ফুটবল খেলল মহমেডান, তাতে বাড়তি উচ্ছ্বাসের কোনও কারণ নেই। সেই ঘুমপাড়ানি ফুটবল আর মিসপাসের ছড়াছড়ি। স্ট্যানলির দু’টো গোলের একটায় পিয়ারলেসের রাজু ওঁরাওয়ের ভূমিকা বেশি। মহমেডানের কোরিয়ান মিডফিল্ডার হ্যান উকের পায়ে কাজ আছে। কিন্তু তাঁকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। প্রতিভার অপচয় যাকে বলে। একমাত্র সফর সর্দার মাঝে মধ্যে চোখ টানলেন। সব মিলিয়ে তিন পয়েন্ট এলেও অলোকের দলের আশঙ্কার মেঘ সরছে না।

ক্রীড়া আইন পাস হলে বোর্ড মানতে বাধ্য: মাকেন
ভারতীয় ক্রিকেট বোর্ডকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়া বিল মেনে নিতেই হবে যদি সেটা কেন্দ্রীয় মন্ত্রীসভায় পাস হয়ে যায়। এ রকমই মনে করছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন। শুক্রবার সল্ট লেক সাইয়ে ৪০০ মিটার সিন্থেটিক ট্র্যাকের উদ্বোধন করতে এসে মাকেন আরও বলেন, “ক্রিকেট বোর্ডের উচিত ‘তথ্য জানার আইন’-এ আসা। ক্রিকেটভক্তদের টাকাই তো বোর্ডে আসে। ওই আইনের আওতায় থাকলে আইপিএল নিয়ে এত কেলেঙ্কারি হত না।” আগের দিনই কপিল দেব, ভাইচুং ভুটিয়া, প্রকাশ পাড়ুকোন, অভিনব বিন্দ্রার মতো তারকারা সমর্থন জানিয়ে ছিলেন ক্রীড়া বিল-কে। সেই কথা টেনে মাকেনের বক্তব্য, “বিভিন্ন খেলার আইকনরা বিলের সমর্থনে কথা বলেছেন। আমার আশা, বিল মন্ত্রীসভা এবং লোকসভায় পাস হবেই।” এমনকী তিনি জানান, বিল পাস হওয়ার পরে বোর্ড সেটা মানতে না চাইলে জাতীয় ক্রিকেট দলও ‘ইন্ডিয়া’ নামে খেলতে পারবে না। পাশাপাশি তিনি তুলোধনা করেন সাই প্রশাসনকে। বলেন, “সাইয়ের ভূমিকায় আমি মোটেই খুশি নই।”রাজ্য হকি সংস্থা মাকেনকে এখানে অ্যাস্ট্রোটার্ফ করার জন্য জমি দেখাতে চেয়েছিল। তিনি বললেন, “এই আবেদন আগে করতে হবে রাজ্য সরকারের কাছে। সঠিক পথে ওই আবেদন আমার কাছে পৌঁছলে অবশ্যই আমি সেটা বিচার করব।”

রোনাল্ডোদের ম্যাচের দায়িত্বে হয়তো আইএফএ
বিশ্ব ফুটবলের চিরন্তন তারকা রোনাল্ডো-ফিগো-ম্যাথেউজ-খুলিটদের কলকাতায় খেলাতে আইএফএ-র দ্বারস্থ হল শহরের এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। ওই ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ এক ঝাঁক বিশ্বকাপারকে নিয়ে তারা যুবভারতীতে ম্যাচ খেলতে চান। এ দিন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “ম্যানেজমেন্ট সংস্থাটি চায় যুবভারতীতে ম্যাচ করতে। ম্যাচের দিন এবং প্রতিদ্বন্দ্বী দল এখনও ঠিক হয়নি। কথাবার্তা চলছে।” তিনি জানান, ওই সংস্থার সঙ্গে চুক্তি আছে রোনাল্ডো, কাফু, ফিগো, মার্সেল দেশাইদের। এমনকী রুদ খুলিট-লোথার ম্যাথেউজেরও নাম রয়েছে দলটিতে। দলটির নেপালেও একটি ম্যাচ খেলার কথা। এ দিকে, সাফ কাপের আগে বাংলাদেশ দল দু’টি প্র্যাক্টিস ম্যাচ খেলবে কলকাতায়। ২৬ ও ২৮ নভেম্বরের ম্যাচের একটিতে প্রতিপক্ষ সাদার্ন সমিতি। অন্য প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। আইএফএ শিল্ডের জন্য ১৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ সময় পেয়েছে আইএফএ। সচিব বললেন, “ইউরোপীয় কোনও বড় ক্লাবের অনূর্ধ্ব উনিশ বা তেইশ দলকে আনতে চাই শিল্ডে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.