l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
অভিযোগের হাল জানতে চালু সমাধান পরিষেবা
প্রশান্ত পাল • পুরুলিয়া
প্রশাসনকে অভিযোগ জানানোর ব্যবস্থা ছিল। কিন্তু সে অভিযোগ প্রশাসনের কোন স্তরে পৌঁছল বা আদৌ পৌঁছল কি না--জানার উপায় ছিল না। এই সমস্যা মেটাতেই পুরুলিয়া জেলা প্রশাসন এ বার চালু করল ‘সমাধান’। একটি সরকারি ‘হেল্পলাইন’। শুক্রবার পুরুলিয়া সদরে ‘সমাধান’ পরিষেবার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “এটা খুবই ভাল ব্যবস্থা। সবাইকে জানিয়ে দিন।” পাশে থাকা মুখ্যসচিব সমর ঘোষের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রীর সংযোজন, “পুলিশেরও এই ব্যবস্থা থাকলে ভাল হয়। ভাল হয়, থানায় থানায় থাকলে।” এ দিনই বলরামপুরের সভাতে গিয়ে জেলার সাধারণ মানুষের ‘মুশকিল-আসান’ হিসেবে ‘সমাধান পরিষেবা’ চালু করা হয়েছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কী আছে ‘সমাধান’-এ? উদ্বোধন করার আগে এই পরিষেবা সম্পর্কে পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহের কাছে জানতে চেয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। জেলাশাসকের ব্যাখ্যা, “কেউ রেশন কার্ডের জন্য আবেদন করেছেন। কিন্তু কার্ড পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, তা-ও জানতে পারছেন না। তখন তিনি ‘সমাধান’-এ ফোন (৯৪৩৪০৩৬৬৬৬) করলে তা লিপিবদ্ধ হবে। অভিযোগকারীকে সঙ্গে সঙ্গে এসএমএস করে অভিযোগের একটি নম্বর দেওয়া হবে (যেমন টেলিফোন নিয়ে অভিযোগ জানালে একটি ‘ডকেট’ নম্বর দেওয়া হয়) এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদেরও এসএমএস করে অভিযোগটি জানানো হবে।
বিস্তারিত...
ভাল কাজে পুরস্কার সরকারি কর্মীদের
শুভ্রপ্রকাশ মণ্ডল • পুরুলিয়া
রাজদীপ বন্দ্যোপাধ্যায় • বাঁকুড়া
যে সব সরকারি কর্মী ও আধিকারিকেরা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, রাজ্য সরকার তাঁদের পুরস্কৃত করবে। শুক্রবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা পেলেন কারা? পুরুলিয়া শহরের সার্কিট হাউসে উপস্থিত জেলাশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে সব দফতরের অফিসারেরা। মুখ্যমন্ত্রী তাঁদের বলেন, “কাজের গতি বাড়াতে হবে। মন দিয়ে কাজ করুন। এই প্রত্যন্ত ও পিছিয়ে পড়া জেলায় যাঁরা কাজ করবেন, তাঁরা প্রাপ্য পুরস্কার পাবেন।” যে জেলার ৮টি ব্লকই মাওবাদী প্রভাবিত, সেখানে ‘বিপদসঙ্কুল’ পরিস্থিতিতে কর্মরত প্রশাসনিক অফিসারদের মনোবল বাড়াতেই মমতার এই ঘোষণা বলে মনে করছেন প্রশাসনের অনেকে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, “যাঁরা এখানে কাজ করছেন, ভাববেন না দূরে আছেন। পুরুলিয়া অত্যন্ত সম্ভাবনাময় জেলা। আমাদের ‘টপ প্রায়োরিটি’। ভাল কাজ করুন। পুরস্কার পাবেন।” মুখ্যমন্ত্রী হওয়ার পরে জঙ্গমহলের এই তৃতীয় দফার (এর আগে দু’বার পশ্চিম মেদিনীপুরে গিয়েছেন) সফরে মমতার বক্তব্য অত্যন্ত স্পষ্টতৃণমূল স্তর পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে প্রশাসনকে। আর সে জন্য প্রশাসনের তৃণমূল স্তর পর্যন্ত বাড়াতে হবে পারস্পরিক সমন্বয়। পুরুলিয়ার মতোই বাঁকুড়ার বৈঠকেও প্রশাসনিক অফিসার বিশেষ করে বিডিও-দের মুখ্যমন্ত্রী বলেন, “এটাকে ‘প্রাইজ পোস্টিং’ হিসাবে মনে করুন। ‘পানিশমেন্ট’ হিসেবে দেখবেন না। পিছিয়ে পড়া এলাকায় যাঁরা কাজ করবেন, তাঁদের সঙ্গে সরকার রয়েছে।”
বিস্তারিত...
পানাগড়ের জট খুলতে
মাঝরাতে ‘দিদি’র গাড়ি আটক
রানা সেনগুপ্ত • পানাগড়
মাঝপথে মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে দীর্ঘদিনের যন্ত্রণার অবসান চাইলেন পানাগড়ের মানুষ। কলকাতা থেকে দুর্গাপুরের পথে পানাগড় বাজারের সাড়ে তিন কিলোমিটার এলাকা বহু দিন ধরেই যাত্রীদের ‘গলার ফাঁস’ হয়ে রয়েছে। পিছনে চার লেনের চওড়া রাস্তা, সামনেও তা-ই। মাঝে ওই অংশটুকু শুধু যেন শের শাহের আমলে পড়ে রয়েছে। ভাঙাচোরা রাস্তায় যানজট নিত্যসঙ্গী, দুর্ঘটনাও ঘটছে অহরহ। বৃহস্পতিবার মাঝরাতে তাই ঘাসফুল আঁকা পতাকা কাঁধে ‘দিদি’র পথ চেয়ে দাঁড়িয়েছিলেন জনা তিরিশেক যুব তৃণমূল কর্মী। কলকাতা থেকে দুর্গাপুরের দিকে ছুটে যাওয়া কনভয় চোখে পড়তেই তাঁরা পতাকা নাড়তে শুরু করেন। তা দেখেও পাইলট কার হুশ করে পেরিয়ে চলে গিয়েছিল। কিন্তু ‘দিদি’, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপেক্ষা করতে পারলেন না। গাড়ি থামিয়ে নেমে এসে সব শুনলেন। দিলেন আশ্বাসও। কেন্দ্রীয় স্বর্ণ চতুষ্টয় প্রকল্পে যখন পুরনো জি টি রোডের অংশ-সহ গোটা রাস্তা চার লেন হয়েছিল, দোকান-বাড়ি ভাঙতে না দেওয়ার ধুয়ো তুলে পথ চওড়া করতে দেননি পানাগড় বাজার এলাকারই কিছু বাসিন্দা। কলকাতা থেকে দুর্গাপুর হয়ে বরাকর পর্যন্ত যাতায়াতের গতি আটকে গিয়েছে ওই ছোট্ট ফাঁসে, শিল্পায়ন ও যোগাযোগের ক্ষেত্রে যার প্রভাব অপরিসীম।
বিস্তারিত...
দিঘার পথে গাড়িতে খুন যুবতী, আটক চালক
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও ভাঙড়
গাড়ি চলছিল। পিছনের আসনে শ্বাসরোধ করে ও অ্যাসিড ঢেলে ‘খুন’ করা হচ্ছিল এক যুবতীকে। আর সে দৃশ্য ‘দেখে ফেলা’ চালকের মাথায় ধরা হয়েছিল পিস্তল। বৃহস্পতিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থেকে দিঘাগামী একটি ভাড়া-গাড়িতে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের কাছে দাবি করেছেন গাড়ির চালক সঞ্জয় মণ্ডল। গভীর রাতে কোলাঘাটের বাড়বড়িশার কাছে জাতীয় সড়কের ধারে ওই গাড়ি থেকেই বছর তিরিশের ওই যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। তার আগে গাড়ি থামিয়ে সঞ্জয় চিৎকার করছিলেন। তবে ‘আততায়ীদের’ হদিস মেলেনি। একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে গাড়ির চালককে। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে একটি ব্যাগ পাওয়া গিয়েছে। সেই ব্যাগের মধ্যে মেলা কাগজপত্রে মধুমিতা মণ্ডল নামে এক মহিলা এবং তাঁর স্বামী সুব্রত মণ্ডলের উল্লেখ রয়েছে। তবে নিহত যুবতীই মধুমিতা কি না, তা নিয়ে ধন্দে পুলিশ। পুলিশ সূত্রের খবর, গাড়ির চালক জানিয়েছেন, মনিরুল মোল্লা বলে পরিচয় দিয়ে ভাঙড় থেকে গাড়িটি ভাড়া করেছিলেন এক যুবক। যাওয়ার কথা ছিল দিঘা। মনিরুলের বাড়ি ভাঙড়ের কাশীপুরে। বৃহস্পতিবার দুপুরে তাঁর সঙ্গে আরও এক অজ্ঞাতপরিচয় যুবক ওঠেন গাড়িতে। পরে দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুর থেকে গাড়িতে ওঠেন ওই যুবতী।
বিস্তারিত...
বদলে দিয়েও বদলাননি নেত্রী, বলছেন কর্মীরা
সুব্রত সীট • দুর্গাপুর
সাত মাস আগে যখন দুর্গাপুরে এসেছিলেন, তখন বিরোধী নেত্রী। ৩৪ বছরের বাম জমানার অবসানের পরে এ বার এলেন নতুন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাজ্য রাজনীতিতে ‘পরিবর্তনের কাণ্ডারী’র কোনও পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার রাত সওয়া ১২টা নাগাদ দুর্গাপুর হাউসে এসে পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। অত রাতেও গেটে দাঁড়িয়েছিলেন কয়েক জন। গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে মমতা তাঁদের বাড়ি চলে যেতে বলেন। হাউস চত্বরে ঢুকে গাড়ি থেকে নামার পরেও ভিড়টা যায়নি দেখে তিনি ফের সটান হেঁটে আসছিলেন গেটের দিকে। কিন্তু বাদ সাধল এক অতি উৎসাহী মহিলার চিৎকার করে স্লোগান। বিরক্ত দলনেত্রী মুখ ঘুরিয়ে চলে গেলেন হাউসের ভিতরে। শুক্রবার সকালে অবশ্য অন্য পরিস্থিতি। সকাল সাড়ে ১০টা নাগাদ পুরুলিয়ার উদ্দেশে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়। তার প্রায় ঘণ্টা দুয়েক আগে থেকে হাউসের সামনের রাস্তায় কড়া পুলিশি প্রহরা উপেক্ষা করে দাঁড়ান অনেকে। ভিড় বাড়তে বাড়তে এক সময়ে তা চলে যায় ভবনের গেটের সামনে। ভবন থেকে মমতাকে হেঁটে আসতে দেখেই পুলিশের কর্ডন ভেঙে যায়। মমতাকে ঘিরে ধরে জনতা। ভিড়ে মিশে যান মুখ্যমন্ত্রী। কোনও ক্রমে নিরাপত্তারক্ষীরা তাঁকে গাড়িতে নিয়ে যান।
বিস্তারিত...
মমতাকে চিঠি দিয়ে বিচারের
অপেক্ষায় ‘নির্যাতিত’ কর্মীরা
রানা সেনগুপ্ত • মন্তেশ্বর
একদা সিপিএম ছেড়ে আসা দলেরই এক নেতার ‘অত্যাচারের’ বিরুদ্ধে দলনেত্রীকে চিঠি লিখেছিলেন মন্তেশ্বরের এক তৃণমূল কর্মী। এক মাস পেরিয়ে গিয়েছে, আজও সে চিঠির জবাব পাননি। দল কোনও ‘ব্যবস্থা’ নিচ্ছে কি না, তা-ও তাঁর অজানা। শুধু দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন। রাজ্য পুলিশের ডিজি, বর্ধমানের পুলিশ সুপার থেকে শুরু করে দলের জেলা ও রাজ্যস্তরের নেতাদেরও ওই চিঠির প্রতিলিপি পাঠিয়েছিলেন মন্তেশ্বরের কুলুট গ্রামের তৃণমূল কর্মী মোজতবা আলি মণ্ডল। কিন্তু কোনও তরফেই সাড়াশব্দ মেলেনি। যে নেতার বিরুদ্ধে মোজতবার অভিযোগ, তৃণমূলের সেই রাজ্য সহ-সভাপতি আবু আয়েশ মণ্ডল এক সময়ে সিপিএমের ‘দাপুটে’ নেতা ছিলেন। মন্তেশ্বরের বিধায়ক এবং কাটোয়ার সাংসদ থাকার পরে ২০০৯ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। কিন্তু সিপিএমে থাকাকালীন বিরোধীদের উপরে যে নির্যাতন তিনি চালিয়েছিলেন বলে অভিযোগ, তার জল এখনও গড়াচ্ছে। মোজতবার অভিযোগ, আবু আয়েশের বিরুদ্ধে তেমনই একটি আক্রমণের মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের উপরে নতুন করে ‘সন্ত্রাস’ নামিয়ে আনা হচ্ছে। যদিও অভিযুক্ত নেতা তা উড়িয়ে দিয়েছেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
যাত্রাপালায় তাণ্ডব,
চাপান-উতোর শুরু
এগিয়ে জলপাইগুড়ি জেলা
দক্ষিণবঙ্গ
রাস্তার সংস্কার হয় না,
আদায় করা হয় টোল ট্যাক্স
তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ
এ বার গোঘাটের গ্রামে
বর্ধমান
কেতুগ্রাম থেকে সম্মেলন
সরাল সিপিএম
দামোদর গ্রাসে খেত-
শ্মশান, নিষ্ক্রিয় প্রশাসন
পুরুলিয়া
রকমারি আয়োজন,
মমতা শুধু চায়ে
পাথরশিল্পে কাটাবে জট,
আশায় এলাকাবাসী
মুর্শিদাবাদ
চাষে ‘হোঁচট’ খেয়ে
রাসে নেই ‘তাঁরা’
ফুটবলেই ‘শান্তি’
ফিরুক, চাইছে ডোমকল
মেদিনীপুর
শালবনিতে গ্রেফতার
মাওবাদী কম্যান্ডার
রাসে মেতেছে ময়না
কলকাতা
৩৩.১/১৯.৭
আজকের দিনে
• ১৯৬১:
রোমানিয়ার জিমন্যাস্ট
নাদিয়া কোমানাচির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার! পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো ‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে ‘র্যাটল স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.