|
|
|
|
শালবনিতে গ্রেফতার মাওবাদী কম্যান্ডার |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও ঝাড়গ্রাম |
|
সুমন মাইতি।
নিজস্ব চিত্র। |
মাওবাদী-বিরোধী অভিযানে সাফল্য পেল যৌথ বাহিনী। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের শালবনির মেটালা জঙ্গল এলাকা থেকে শিলদা-কাণ্ডে লুঠ হওয়া অস্ত্র-সহ ধরা পড়ল ৪ সন্দেহভাজন মাওবাদী। পুলিশের দাবি, ধৃতদের অন্যতম সুমন মাইতি ওরফে সঁওথা মাওবাদীদের সাব-জোনাল কম্যান্ডার। সুমনের সঙ্গে ধৃত শ্যামপদ মাইতি, উত্তম মাহাতো ও বিনয় মাহাতো মাওবাদীদের নানা ভাবে সাহায্য করতেন। ধৃতদের কাছ থেকে শিলদা-কাণ্ডে লুঠ হওয়া একটি একে-৪৭, ৩টি ইনসাস ও একটি কার্বাইন উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১৩টি ‘চ্যালেঞ্জার মাইন’, একটি পয়েন্ট ৩১৫ রাইফেল, একটি এয়ারগান, পাঁচটি থ্রিনটথ্রি, গুলিভর্তি ম্যাগাজিন, ইনসাসে ব্যবহার্য আরও ৪৫ রাউন্ড গুলি, প্রায় ৭০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়। পুরুলিয়ার বলরামপুরের সভায় এ দিনই মাওবাদীদের ফের কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম মেদিনীপুরের এসপি প্রবীণ ত্রিপাঠি বলেন, “বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত তল্লাশি চালানো হয়। তাতেই ধরা পড়ে সুমন মাইতি। উদ্ধার হয় প্রচুর অস্ত্র।” জেলা পুলিশ সূত্রের বক্তব্য, শালবনির মেটালার জঙ্গল লাগোয়া পায়রাচালি গ্রামের শ্যামপদ মাহাতোর বাড়িতে মাওবাদীরা জমায়েত করছে বলে খবর ছিল। সেই সূত্র ধরেই পিরাকাটা ও চাঁদড়াদু’দিক থেকে গিয়ে যৌথ বাহিনী গ্রাম ঘিরে ফেলে। সুমনের কাছ থেকে উদ্ধার হয় শিলদা-কাণ্ডে লুঠ হওয়া একে-৪৭, দু’টি ম্যাগাজিন ও বেশ কয়েক রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে, বছর তেইশের সুমনের বাড়ি জামবনির জামদায়। জনগণের কমিটির সঙ্গে থাকতে থাকতেই মাওবাদী নেতা বিকাশের ঘনিষ্ঠ হন। বিকাশই তাঁকে লালগড়-শালবনির সাব-জোনাল কম্যান্ডার করেন। সুমনের বিরুদ্ধে খুন-নাশকতার ৬টি নির্দিষ্ট মামলা রয়েছে।
শুক্রবারই আবার ঝাড়গ্রামের নেদাবহড়ার মোরাম রাস্তা থেকে মাইন উদ্ধার হয়েছে। একটি গাছের গোড়ায় মাটি চাপা ‘ডিরেকশনাল মাইন’টির হদিস পায় যৌথ বাহিনী। দুপুরে বম্ব স্কোয়াড মাইনটি ফাটিয়ে দেয়। বৃহস্পতিবারও কলাবনি-নেদাবহড়া মোরাম রাস্তায় টাইমার লাগানো তিনটি মাইন মিলেছিল। আজ, শনিবার এই নেদাবহড়া লাগোয়া পথেই যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মাওবাদী-বিরোধী পদযাত্রার কর্মসূচি রয়েছে। পদযাত্রা বয়কটের ডাক দিয়ে মাওবাদী-পোস্টারেরও সন্ধান মিলেছে কয়েকটি গ্রামে। পুলিশ পদযাত্রার পথে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে। |
|
|
|
|
|