|
|
|
|
প্রধানমন্ত্রীর সঙ্গে সনিয়াকেও সংসদে নিশানা করবে বিজেপি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার সাফল্যকে পুঁজি করে সংসদের আসন্ন অধিবেশনে এ বার মনমোহন সিংহের পাশাপাশি সনিয়া গাঁধীকেও কোণঠাসা করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি।
আডবাণীর রথযাত্রা এখন শেষ অর্ধে। উত্তর ভারতের রাজ্যগুলি সফর করে আগামী সপ্তাহের শেষে দিল্লিতে এসে থামবে রথের চাকা। বিজেপির এক শীর্ষ নেতা জানান, “মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও কালো টাকা উদ্ধার এই তিনটি বিষয় নিয়ে অভূতপূর্ব জনসমর্থন পাচ্ছেন আডবাণী। এটাকে পুঁজি করেই সংসদে এ বার সরব হবে দল। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পাশাপাশি কংগ্রেস সভানেত্রীকেও সমান ভাবে আক্রমণ করা হবে।”
আজ সকালে জয়পুরে সাংবাদিক বৈঠক করেন আডবাণী। সেখানে কংগ্রেস সভানেত্রীকে আক্রমণ করে তিনি বলেন, “দু’দিন আগেই উত্তরাখণ্ডের এক সভায় সনিয়া গাঁধীর বিবৃতি পড়ে শুনিয়েছেন এ কে অ্যান্টনি। সেখানে সনিয়া বলেছেন, শুধু বক্তৃতা দিয়ে দুর্নীতি দূর করা যাবে না। এই বিষয়ে আমিও তাঁর সঙ্গে একমত। কিন্তু একটা প্রশ্নও তুলতে চাই। ইউপিএ সরকারের সবথেকে শক্তিশালী নেতা হওয়া সত্ত্বেও তিনি দুর্নীতি রুখতে কী পদক্ষেপ করেছেন?”
আডবাণীর সুরেই আজ দিল্লিতে বিজেপি নেতা যশবন্ত সিন্হাও কংগ্রেস সভানেত্রীকে নিশানা করেন। তাঁর অভিযোগ, চিদম্বরম, শীলা দীক্ষিতদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও সনিয়া গাঁধী তাঁদের আড়াল করছেন। আদর্শ আবাসন মামলায় অভিযোগ থাকা সত্ত্বেও সুশীল কুমার শিন্ডে ও বিলাসরাও দেশমুখ কী ভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
পাশাপাশি, সার্ক সম্মেলনে পাকিস্তানের সঙ্গে আলোচনায় মনমোহনের ভূমিকা নিয়েও সংসদে সরব হবে বিজেপি। যশবন্ত আজ বলেন, “পাকিস্তান কখনও বালুচিস্তানের অশান্তি বা সমঝোতা এক্সপ্রেস নাশকতার প্রশ্নে ভারতকে দুষছে, কখনও ‘ক্লিনচিট’ দিচ্ছে হাফিজ সইদকে। তা সত্ত্বেও মনমোহন সিংহ তাদের সঙ্গে ক্রমাগত আপস করে চলছেন! পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে ‘শান্তিকামী’ বলে সার্টিফিকেটও দিচ্ছেন! এ নিয়ে সংসদে আমরা সরকারকে ছেড়ে কথা বলব না।”
মনমোহনের পাক-নীতি নিয়ে বিজেপির আক্রমণের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় আজ জানান, সন্ত্রাস দূর করার প্রশ্নে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজন আছে। মুর্শিদাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিজেপি ভুলে গিয়েছে, তারা যখন ক্ষমতায় ছিল, তখনই দিল্লি-লাহৌর বাসযাত্রা শুরু হয়েছিল।”
সনিয়ার অসুস্থতার সময় তাঁকে সরাসরি আক্রমণ করা থেকে বিরতই ছিল বিজেপি। কিন্তু সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই ছবিটা পাল্টাচ্ছে। বিজেপির অভিযোগ, গত কয়েক বছরে সনিয়া ক’বার বিদেশ সফর করেছেন, তা নিয়ে তথ্য জানার অধিকার আইনে কোনও জবাব মেলেনি মনমোহন সরকারের কাছে। সংসদে এই প্রসঙ্গে সনিয়া ও সরকারকে কোণঠাসা করতে কী কৌশল নেওয়া যায়, তা নিয়ে ‘চিন্তন’ চলছে বিজেপি-তে। |
|
|
|
|
|