l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
পরিচিত ছক ভাঙার ব্যাপারে সব্বার আগে যদি কাউকে রাখতে হয় তবে সে বাঙালি-ই। ওড়িশায় গিয়ে পুরী-কোণার্কে মুগ্ধ হয়েও কেউ কেউ চলে যান কুরুমা; এক প্রসিদ্ধ বৌদ্ধ-প্রত্নশালা। বিদেশেও এ ব্যাপারে বাঙালি যে
এগিয়ে
তারও প্রমাণ আছে। সেখানে ক্যালে শহর আর ইংলিশ চ্যানেলের
সঙ্গে দেখার মানচিত্রে ঢুকে পড়ে ইঙ্গ-ফরাসি সীমান্তের মিলাপ।
‘আপনার কলমে’-র সঙ্গে রয়েছে ‘ফোটোশপ’-এ ইলোরা।
পাশের হার কমলো উচ্চ মাধ্যমিকে
নিজস্ব সংবাদদাতা
²
কলকাতা
২০০৪ সাল থেকে ক্রমাগত বাড়তে বাড়তে উচ্চ মাধ্যমিকের পাশের হার গত বছর সামান্য কমেছিল। এ বার এক ধাক্কায় আরও কমলো আরও চার শতাংশ। গত বছর উচ্চ মাধ্যমিকে সাফল্যের হার ছিল ৮০.৭৮ শতাংশ, এ বার হয়েছে ৭৬.৫৪ শতাংশ। কেন কমলো পাশের হার? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বক্তব্য, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও অঙ্কে তুলনামূলক ভাবে খারাপ ফলের প্রবণতা দেখা গিয়েছিল গত বছরেই। এ বারও তা অব্যাহত। তার সঙ্গে যুক্ত হয়েছে দর্শন, পুষ্টিবিজ্ঞান ও অর্থনেতিক ভূগোল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ওঙ্কারসাধন অধিকারী বলেন, “ছাত্রছাত্রীরা কেন ন্যূনতম গণ্ডিও পেরোতে পারছেন না, তা গভীর ভাবে বিশ্লেষণ করা হবে।” সংসদের অন্য এক কর্তার কথায়, “২০০৯ সালের মাধ্যমিকে অঙ্ক ও ইংরেজিতে মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। ফলে ওই বছরের পরীক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এই দু’টি বিষয়ে সহজেই নম্বর পেয়েছিলেন। তাঁরাই এ বার উচ্চ মাধ্যমিকে বসেছিলেন। কিন্তু দেখা গিয়েছে, ওই বিষয়ে তাঁরা আশানুরূপ ফল করতে পারেননি।”
বিস্তারিত...
সুশান্তর পৈতৃক বাড়ির কাছে মাটি খুঁড়ে হাড় ও খুলি
নিজস্ব প্রতিবেদন
বেআইনি অস্ত্রের পর এ বার মড়ার খুলি আর হাড়গোড়। ফের নিশানায় সিপিএম। গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের পৈতৃক বাড়ির গ্রামের কাছেই মাটি খুঁড়ে খুলি-হাড়গোড় উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায় শনিবার। গড়বেতা ৩ ব্লকের উড়াসাই গ্রাম পঞ্চায়েতের মল্লিকডাঙা গ্রামের দাসেরবাঁধে পাওয়া যায় ওই হাড়গোড়। মল্লিকডাঙার পাশের গ্রাম বেনাচাপড়া। দূরত্ব প্রায় ১ কিলোমিটার। সেখানেই সুশান্তবাবুর আদি বাড়ি। স্বভাবতই এই ঘটনায় জড়িয়ে যায় সিপিএমের এই দাপুটে নেতার নাম। রটে যায়, সুশান্তবাবুর বাড়ির কাছেই মিলেছে নরকঙ্কাল। যদিও সুশান্তবাবু নিজে চন্দ্রকোনা রোডে থাকেন। আর গ্রামের বাড়িতে থাকেন তাঁর মা ও ভাইয়ের পরিবার। এ দিন তাঁর ভাই এলাকায় ছিলেন না। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুরে আলমপুরের বাসিন্দা স্থানীয় সিপিএম নেতা মদন সাঁতরার উপর চড়াও হয় গ্রামের লোকজন। অভিযোগ, মদন সিপিএমের ‘সশস্ত্র শিবিরে’ যুক্ত ছিলেন। মদনই দাসেরবাঁধে খালের ধারে একটা জায়গা দেখিয়ে দেন। সেখানে মাটি খুঁড়ে হাড়গোড় মেলে। প্রথমে গ্রামের লোকই মাটি খুঁড়তে শুরু করেন। পরে যৌথ বাহিনী আসে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “৩টি মাথার খুলি ও কিছু হাড়গোড় পাওয়া গিয়েছে। কী ভাবে এ সব ওখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
বিস্তারিত...
দুর্নীতি-দমনে পুরোদমে যুদ্ধ শুরু মনমোহনের
জয়ন্ত ঘোষাল
²
নয়াদিল্লি
রামলীলা ময়দানে রামদেবের দুর্নীতি-বিরোধী অনশন চলাকালীনই দুর্নীতি-দমনে কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আজ সিবিআই প্রধান এ পি সিংহকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, টু-জি স্পেকট্রাম থেকে শুরু করে যে সব দুর্নীতির বিষয়ে তাঁরা তদন্ত চালাচ্ছেন, তা যেন কোনও ভাবেই লঘু না করা হয়। যে ভাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজার বিরুদ্ধে সিবিআই চার্জশিট দায়ের করেছে এবং আদালতের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছে, ঠিক সে ভাবেই অন্য অভিযুক্তদের ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মনমোহন। প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে বলা হচ্ছে, টু-জি-সহ বেশ কিছু মামলায় প্রয়োজনে দেশের একাধিক শিল্পপতি এবং রাজনৈতিক নেতার বিরুদ্ধে চার্জশিট দিতে পারেন গোয়েন্দারা। কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামীর কথায়, “সিবিআইকে বলা হয়েছে, কোনও ভাবেই তদন্তের ক্ষেত্রে যেন আপস না করা হয়। প্রধানমন্ত্রী নিজে সিবিআই-এর দায়িত্বে এবং তিনিই সিবিআইকে এ ব্যাপারে এগিয়ে যেতে নির্দেশ দিয়েছেন।”
বিস্তারিত...
শিল্পস্থাপনের সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন
গৌতম নিজস্ব সংবাদদাতা
²
শিলিগুড়ি
উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনা নিয়ে কেবল সেমিনার বা আলোচনা সভা নয়, শিল্পোদ্যোগীদের সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির মাল্লাগুড়ির একটি হোটেলে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) উত্তরবঙ্গ শাখার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, “শিল্প নিয়ে উত্তরবঙ্গে অনেক সভা, সেমিনার হয়েছে। কাজের কাজ হয়নি। সেটা এ বার করতে হবে। সেই জন্য আমি অনুরোধ করব, আপনারা সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিন, যাতে শিল্প স্থাপন করতে সুবিধা হয়। সরকার সব রকম সহযোগিতা করবে। আপনাদের যাতে কোনও অসুবিধা না হয়, তা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে খেয়াল রাখা হবে।” পাশাপাশি, শিল্প স্থাপনের নামে জমি নিয়ে দীর্ঘদিন ফেলে রেখে দিলে এ বার থেকে সরকার তা ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে বলে শিল্পোদ্যোগীদের জানিয়ে দিয়েছেন গৌতমবাবু। তাঁর কথায়, “অনেকেই শিল্প স্থাপনের জন্য জমি নিয়ে দীর্ঘদিন ফেলে রেখেছেন বলে শুনেছি। সেই সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জমি নিয়ে নির্দিষ্ট সময়সীমা ঠিক করে কাজ করতে হবে। নইলে সরকার সেগুলি ফেরত নেওয়ার ব্যবস্থা করবে।”
বিস্তারিত...
সিঙ্গুর প্রশ্নে আইন বদলের
সুপারিশই করবে ভূমি দফতর
সুপ্রকাশ চক্রবর্তী
²
কলকাতা
সিঙ্গুরে ‘অনিচ্ছুক’ চাষিদের জমি ফেরতের জটিলতা কাটাতে ভূমি সংস্কার দফতর তাদের সুপারিশ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। খুব শীঘ্র সেই সুপারিশ-সহ একটি রিপোর্ট তুলে দেওয়া হবে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে। শিল্পমন্ত্রীর আবেদনের ভিত্তিতেই এই কাজ করছে ভূমি দফতর। এই বিষয়ে যিনি প্রধান ভূমিকা পালন করছেন, সেই প্রাক্তন আমলা (রাজ্যের জমি-নীতি কমিটির অন্যতম সদস্যও তিনি) দেবব্রত বন্দ্যোপাধ্যায় শনিবার বলেন, “সিঙ্গুরের জমি ফেরত দেওয়া নিয়ে ভূমি দফতরের সঙ্গে আমার আলোচনা হয়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যেই সরকারের কাছে সুপারিশ পাঠিয়ে দেবে ভূমি দফতর।” প্রতিশ্রুতি মতো অনিচ্ছুকদের জমি ফিরিয়ে দিতে ইতিমধ্যে টাটাগোষ্ঠী ও অনুসারি শিল্প সংস্থাগুলির সঙ্গে কথাবার্তা শুরু করেছেন শিল্প দফতরের কর্তারা। এই মুহূর্তে প্রকল্পের জমি নিজেদের দখলে পাওয়াই যে হেতু সরকারের অন্যতম প্রধান কাজ, তাই গোড়া থেকেই কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এই কাজ করছে শিল্প দফতর। কিন্তু জমি নিজেদের দখলে এলেও তা কী ভাবে অনিচ্ছুকদের ফিরিয়ে দেওয়া হবে, তাই নিয়েই দেবব্রতবাবুর পরামর্শে ভূমি দফতর সুপারিশপত্র তৈরি করছে। সিঙ্গুরের জমি-জট কাটাতে আপাতত এ ভাবেই এগোচ্ছেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী।
বিস্তারিত...
বদ্রিরা বুঝিয়ে দিল রিজার্ভ বেঞ্চও তৈরি
অশোক মলহোত্র
টিভিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা দেখার পর সবার আগে একটা কথা মনে হচ্ছে। ক্যারিবিয়ান সফরে সিনিয়রদের না যাওয়া নিয়ে মিডিয়ায় এই যে এত হইচই হল, তার বোধহয় কোনও দরকার ছিল না। আমাদের রিজার্ভ বেঞ্চ তো বেশ তৈরিই। কী ব্যাটিংয়ে, কী বোলিংয়ে। অনেকে হয়তো বাড়াবাড়ি বলে মনে করবেন, কিন্তু আমি একটা ভবিষ্যদ্বাণী এখনই করে রাখতে পারি। টি-টোয়েন্টি ম্যাচটা যেমন হেলায় ১৬ রানে জিতে নিল রায়নার ভারত, ঠিক তেমনই ওয়ান ডে সিরিজটাও জিতবে। ওয়েস্ট ইন্ডিজ অনেক দিন ধরেই আর মহাশক্তিধরদের মধ্যে পড়ে না। আর শনিবার যে ওয়েস্ট ইন্ডিজকে দেখলাম, তাতে খারাপই লাগছে। একে প্রতিভার অভাব। তার মধ্যে বোর্ডের সঙ্গে গেইলদের মতো প্রধান ক্রিকেটারদের ঝামেলা বেঁধে যাওয়ায়, টিমটা আরও ঝাঁঝরা হয়ে গিয়েছে। এই ক্যারিবিয়ানদের ক্ষমতা নেই ভারতের তরুণ দলেরও মহড়া নেওয়ার। দু-তিনটে উদাহরণ দিলেই ব্যাপারটা বোঝা যাবে। ক্যারিবিয়ান উইকেটের আর সেই পুরনো দিনের গতি নেই। তার উপর এ দিন কুইন্স পার্ক ওভালের উইকেট দেখলাম বেশ স্লো। বল থেমে-থেমে আসছে। ওরা বোধহয় এ ধরনের পিচ বানিয়ে রেখে ভারতকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল। সাফল্য যে একেবারে পায়নি, বলা যাবে না। শুরুতে কোহলি-রায়নারা উইকেটের চরিত্র আন্দাজ করতে পারল না। পরপর কয়েকটা উইকেটও চলে গেল। আট ওভারের মধ্যে ৫৬ রানে ৪ উইকেট হারিয়েছিল ভারতের।
বিস্তারিত...
কলকাতা
খরচ বাড়ছে জোকা মেট্রোর,
প্রস্তাব তাই যোজনা কমিশনে
প্রতারণায় দায়ে
ধৃত বিজেপি-র প্রার্থী
রাজ্য
দোষারোপ নয়, কর্মীদের
রক্ষাই লক্ষ্য সিপিএমের
কিরণময়ের ফ্রন্টে থাকা
নিয়ে সিদ্ধান্ত মুলায়মের
দেশ
বিশ্বাসভঙ্গের অভিযোগে
আটকে ছিল সমাধান
উচ্চ মাধ্যমিকে ত্রিপুরায়
প্রথম বাণিজ্যের ছাত্র
ব্যবসা
ইউরোপের সঙ্গে অবাধ
বাণিজ্য চুক্তি এ বছরেই
আর্থ-সামাজিক উন্নয়নে
উদ্যোগী এরোট্রোপলিস
খেলা
গ্র্যান্ড স্লামে চিনা বিপ্লব
দক্ষিণ আফ্রিকার কোচ
হয়তো গ্যারি কার্স্টেনই
স্বাস্থ্য
অব্যবস্থায় মারা যাচ্ছে
সদ্যোজাত, কর্তৃপক্ষ দর্শক
জীবজগত্
পরিবেশ ভেঙে আবাসন,
জরিমানা কোটি টাকা
সম্পাদকীয়
স্বখাতসলিল
আমিই ক্ষমতা
জেলা
উত্তরবঙ্গ
আম ব্যবসায়ীকে
গুলি করে খুন
দক্ষিণবঙ্গ
খানাকুলে হাত-পা ভেঙে
দেওয়া হল সিপিএম নেতার
বর্ধমান
কোমরে দড়ি দিয়ে ঘোরানো
হল সিপিএম কর্মীদের
পুরুলিয়া
তৃণমূলের মিছিলে
তির সিপিএমের
মেদিনীপুর
বন্ধ সিপিএম অফিসের
সামনে তৃণমূলের ঝান্ডা
কলকাতা
৩৬.৮/২৮.৮
আজকের দিনে
l
বিশ্ব পরিবেশ দিবস।
l
১৯৫৬:
মার্কিন স্যাক্সোফোন বাদক
কেনি জি-র জন্ম।
l
২০০৪:
৪০তম মার্কিন প্রেসিডেন্ট
রোনাল্ড রেগানের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.