|
|
|
|
শিল্পস্থাপনের সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন গৌতম |
নিজস্ব সংবাদদাতা ² শিলিগুড়ি |
উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনা নিয়ে কেবল সেমিনার বা আলোচনা সভা নয়, শিল্পোদ্যোগীদের সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির মাল্লাগুড়ির একটি হোটেলে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) উত্তরবঙ্গ শাখার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, “শিল্প নিয়ে উত্তরবঙ্গে অনেক সভা, সেমিনার হয়েছে। কাজের কাজ হয়নি। সেটা এ বার করতে হবে। সেই জন্য আমি অনুরোধ করব, আপনারা সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিন, যাতে শিল্প স্থাপন করতে সুবিধা হয়। সরকার সব রকম সহযোগিতা করবে। আপনাদের যাতে কোনও অসুবিধা না হয়, তা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে খেয়াল রাখা হবে।” |
|
সিআইআই-র সভায় বক্তব্য রাখছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ছবি: বিশ্বরূপ বসাক। |
পাশাপাশি, শিল্প স্থাপনের নামে জমি নিয়ে দীর্ঘদিন ফেলে রেখে দিলে এ বার থেকে সরকার তা ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে বলে শিল্পোদ্যোগীদের জানিয়ে দিয়েছেন গৌতমবাবু। তাঁর কথায়, “অনেকেই শিল্প স্থাপনের জন্য জমি নিয়ে দীর্ঘদিন ফেলে রেখেছেন বলে শুনেছি। সেই সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জমি নিয়ে নির্দিষ্ট সময়সীমা ঠিক করে কাজ করতে হবে। নইলে সরকার সেগুলি ফেরত নেওয়ার ব্যবস্থা করবে।”
অনুষ্ঠানে মাটিগাড়া-নকশালবাড়ি বিধায়ক শঙ্কর মালাকার, শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য, আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়, জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় উপস্থিত ছিলেন। সব বিধায়কেরাই কর্মসংস্কৃতি ফিরিয়ে শিল্পস্থাপনে জোর দেন।
এ দিন সকালে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে সংবর্ধনার পরে আজীবন সদস্যপদ দেওয়া হয়। পরে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, “এখন কাজের সময়। আমাদের এতটুকুও সময় নষ্ট করলে চলবে না। রাজনীতির রং ভুলে উন্নয়নে সামিল হতে হবে। সেই কাজে সকলেরই পরামর্শ প্রয়োজন।” তিনি জানান, তাঁদের কাজ করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হলে তা সংবাদমাধ্যমকে গঠনমূলকভাবে ধরিয়ে দিতে হবে। তিনি সাংবাদিকদের বলেছেন, “উন্নয়নের কাজে কোথাও দুর্নীতি দেখলে আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। ত্রুটি ধরিয়ে দেবেন। এই ভাবে সকলে মিলে নতুন বাংলা গড়তে হবে।” |
|
|
|
|
|