১ অবনতি-র বিপরীত।
৩ বাজার থেকে যা টাটকা
আনা উচিত।
৫ গোলা, বেচা-কেনার কেন্দ্র।
৭ প্রচুর।
৯ মনান্তর, ঝগড়া।
১০ স্থূল গণনায়, গড়ে।
১১ সূর্য।
১২ বিষযুক্ত।
১৩ কামনাশূন্য।
১৫ শাঁখের ব্যবসায়ী।
১৭ বন্ধু ও আত্মীয়স্বজন।
১৯ উড়িধান।
২১ ধৈর্যহীন।
২৩ সাধুর তো কম্বল---।
২৪ ‘---যাও, সব ঝুট হ্যায়’।
২৫ গাঁধীবাদীর বেশভূষা এমন হত।
২৭ চার দিকের অবস্থা।
৩০ ‘অন্ধকারের উৎস হতে
---আলো’।
৩২ সীতার পিতা।
৩৩ যা উঠলে নাটক শুরু।
৩৪ সব কিছুতেই যে নিন্দা করে।
৩৬ অস্ফুট মধুর ধ্বনি।
৩৮ অভাবে যা নষ্ট হয়।
৩৯ নৃপতি, রাজা।
৪০ অন্য বর্ণের সঙ্গে ণ-এর যোগ।
৪১ ‘দেশদেশ---করি মন্দ্রিত তব ভেরী’। |
|
১ দুর্দমনীয়, লাগামছাড়া।
২ অত্যন্ত বিরক্ত।
৩ ‘---করলে ফলত সোনা’।
৪ লোকসংখ্যা নির্ণয়।
৫ উচ্চাঙ্গসঙ্গীতে প্রারম্ভিক
সুরবিস্তার।
৬ খোঁজখবর।
৭ মহাদেব।
৮ নারায়ণ।
১২ ঐশ্বর্য, ধনসম্পত্তি।
১৩ কার্যানুরোধে।
১৪ ননি।
১৬ অত্যন্ত কুৎসিত।
১৮ বায়ুরোগগ্রস্ত, খ্যাপা।
২০ মণিমাণিক্যে সাজানো।
২১ ‘---মম বিকশিত করো
অন্তরতর হে’।
২২ দাদুর সঙ্গে এর জমে ভাল।
২৩ ‘ঘরেবাইরে’-র খলনায়ক।
২৬ পিতল।
২৮ পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থে
অপূর্ব সভাগৃহ নির্মাণকারী।
২৯ লতাপাতার কুঞ্জ।
৩১ সমাপ্ত করা।
৩২ জন্মের সময়ে ঘটিত।
৩৩ অপরের ধন বা ঐশ্বর্য।
৩৫ শেষ, ‘হিসেব---’।
৩৬ লক্ষ্মী দেবী।
৩৭ মৌখিক-এর বিপরীত। |