বদ্রিরা বুঝিয়ে দিল রিজার্ভ বেঞ্চও তৈরি |
|
অশোক মলহোত্র: টিভিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা দেখার পর সবার আগে একটা কথা মনে হচ্ছে। ক্যারিবিয়ান সফরে সিনিয়রদের না যাওয়া নিয়ে মিডিয়ায় এই যে এত হইচই হল, তার বোধহয় কোনও দরকার ছিল না। আমাদের রিজার্ভ বেঞ্চ তো বেশ তৈরিই। কী ব্যাটিংয়ে, কী বোলিংয়ে।অনেকে হয়তো বাড়াবাড়ি বলে মনে করবেন, কিন্তু আমি একটা ভবিষ্যদ্বাণী এখনই করে রাখতে পারি। টি-টোয়েন্টি ম্যাচটা যেমন হেলায় ১৬ রানে জিতে নিল রায়নার ভারত, ঠিক তেমনই ওয়ান ডে সিরিজটাও জিতবে। ওয়েস্ট ইন্ডিজ অনেক দিন ধরেই আর মহাশক্তিধরদের মধ্যে পড়ে না। |
|
নাদালের টপস্পিন সামলানোর উপর ফেডেরারের ভাগ্য নির্ভর করছে |
জয়দীপ মুখোপাধ্যায়: টেনিস ইতিহাসে কালোত্তীর্ণ যে মহান চিরপ্রতিদ্বন্দ্বিতাগুলো আছে, আমার মতে তার মধ্যে সেরা লাইনআপ ফেডেরার বনাম নাদাল। দুই আর তিনে রাখব বর্গ বনাম ম্যাকেনরো এবং লুই হোড বনাম রোজওয়াল লড়াইকে। পরিসংখ্যানের বিচারে ফেডেরারের বিরুদ্ধে নাদালের সাফল্য হয়তো অনেক বেশি। ক্লে কোর্টে তো প্রায় তুলনাই আসে না। আর ফরাসি ওপেনে এখনও একবারও নাদালকে হারাতে পারেনি ফেডেরার। তা সত্ত্বেও সেই ২০০৪ থেকে যখন যেখানে, যে সারফেসেই দু’জনে মুখোমুখি হোক না কেন, টেনিস খেলাটার সর্বোচ্চ মান এমন উচ্চতায় বারবার পোঁছেছে, যার জন্যই এই ম্যাচটা চিরশ্রেষ্ট প্রতিদ্বন্দ্বিতার সার্টিফিকেট পেয়েছে। |
|
গ্র্যান্ড স্লামে চিনা বিপ্লব |
সংবাদসংস্থা, প্যারিস: একশো আট মিনিটে টেনিস-গ্রহে চিনা বিপ্লব ঘটে গেল শনিবার। চিনের প্রথম টেনিস প্লেয়ার হিসাবে গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেন লি না। উহান-এর উনত্রিশ বছর বয়সি টেকনোলজির ছাত্রী ফরাসি ওপেন ফাইনালে ১ ঘণ্টা ৪৮ মিনিটে গতবারের চ্যাম্পিয়ন শিয়াভোনে-কে স্ট্রেট সেটে ৬-৪, ৭-৬ (৭-০) হারিয়ে চিনের টেনিসে নতুন ইতিহাস রচনা করলেন। জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি নিয়ে লি না বলেছেন, “টেনিস প্লেয়ার হিসেবে বেড়ে ওঠার সময় ফরাসি ওপেন টিভিতে বেশি দেখার সুযোগ পাইনি। কারণ চিনে টেনিস বেশি দেখানোর চল নেই টিভিতে। সেই রোলাঁ গারোতেই চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে দাঁড়িয়ে থাকতে তাই অদ্ভুত একটা অন্য ধরনের অনুভূতি হচ্ছে।” |
|
|
|
|
দক্ষিণ আফ্রিকার কোচ হয়তো গ্যারি কার্স্টেনই |
|
|
|
টুকরো খবর |
|