গড়াপেটা বিতর্কে জয়সূর্য-অরবিন্দকে জড়ানো হল |
সংবাদসংস্থা ² ²কলম্বো |
পনেরো বছর আগে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের দুই প্রধান কারিগর সনথ জয়সূর্য এবং অরবিন্দ ডি’সিলভা নাকি ম্যাচ গড়াপেটায় সরাসরি জড়িত ছিলেন। এমনই দাবি করছেন তাঁদের সতীর্থ ক্রিকেটার হাসান তিলকরত্নে। তা-ও দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে। |
|
তিলকরত্নের কাঠগড়ায় যে দু’জন |
তিলকরত্নে শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে দেখা করে ম্যাচ গড়াপেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কয়েক দিন আগে তিনি শ্রীলঙ্কার কিছু ক্রিকেটারের ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কথা বললেও নাম বলেননি। তিনি বলেছিলেন, অনেক বড় বড় নাম তিনি ফাঁস করে দিতে পারেন। সে সময়ে তাঁর অনেক সতীর্থই উড়িয়ে দিয়েছিলেন তিলকরত্নের অভিযোগ। শনিবার কিন্তু তিলকরত্নে দেশের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলে তাঁর দাবি অনেকটাই শক্ত করে ফেললেন। জয়সূর্য-ডি’সিলভা ছাড়াও তিনি শ্রীলঙ্কা বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট থিলঙ্গা সুমথিপালা-র নাম করেন। গড়াপেটায় পাকিস্তানের ব্যবসায়ী এবং আরও কয়েকজন নাম করা ক্রিকেটারের যোগ থাকার কথাও বলেছেন তিলকরত্নে। |
|