দুর্নীতি-দমনে পুরোদমে যুদ্ধ শুরু মনমোহনের |
|
জয়ন্ত ঘোষাল,নয়াদিল্লি: রামলীলা ময়দানে রামদেবের দুর্নীতি-বিরোধী অনশন চলাকালীনই দুর্নীতি-দমনে কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আজ সিবিআই প্রধান এ পি সিংহকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, টু-জি স্পেকট্রাম থেকে শুরু করে যে সব দুর্নীতির বিষয়ে তাঁরা তদন্ত চালাচ্ছেন, তা যেন কোনও ভাবেই লঘু না করা হয়। যে ভাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজার বিরুদ্ধে সিবিআই চার্জশিট দায়ের করেছে এবং আদালতের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছে, ঠিক সে ভাবেই অন্য অভিযুক্তদের ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মনমোহন।
প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে বলা হচ্ছে, টু-জি-সহ বেশ কিছু মামলায় প্রয়োজনে দেশের একাধিক শিল্পপতি এবং রাজনৈতিক নেতার বিরুদ্ধে চার্জশিট দিতে পারেন গোয়েন্দারা।
|
|
বিশ্বাসভঙ্গের অভিযোগে আটকে ছিল সমাধান |
নিজস্ব সংবাদদাতা,নয়াদিল্লি: বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছিল দু’তরফ থেকেই। অনশনে অটল থেকে রামদেব এমনও হুমকি দিয়েছিলেন, ক্ষমতা থাকলে সরকার তাঁকে গ্রেফতার করে দেখাক। রাত দেড়টা নাগাদ রামলীলা ময়দান ঘিরে ফেলে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়, রামদেব যে যোগশিবিরের অনুমতি নিয়েছিলেন, তা বাতিল করা হল। কারণ, তিনি অনুমতি নিয়েছিলেন যোগশিবিরের। কিন্তু সেই মঞ্চকে ব্যবহার করেছেন সরকার-বিরোধী অনশন মঞ্চ হিসেবে। এর আগে কিন্তু দু’পক্ষের মধ্যে বোঝাপড়া হয়েছিল। যদিও শেষ রক্ষা হয়নি। |
|
|
মমতার বিরোধিতা
ভুল ছিল,
মেনে নিল বিজেপি |
দিগন্ত বন্দ্যোপাধ্যায়,লখনউ: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা ভুল হয়েছিল বলে এখন স্বীকার করছে বিজেপি। ‘ভুল’ শুধরে নিতে আপাতত মমতার সঙ্গে প্রত্যক্ষ সংঘাতের অবস্থান থেকে সরে আসারই সিদ্ধান্ত হয়েছে। ভোটের আগে দলীয় নীতি নির্ধারণের সময় লালকৃষ্ণ আডবাণী সরাসরি মমতার বিরোধিতা না করারই পক্ষপাতী ছিলেন। বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহের মতও তা-ই ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা অরুণ জেটলি এবং রাজ্যের নেতা-কর্মীদের একাংশ তার বিরোধিতা করেন। কিন্তু ফল প্রকাশের পরে সেই সিদ্ধান্ত ভুল ছিল বলে মেনে নিচ্ছে দল। |
|
|
উচ্চ মাধ্যমিকে
ত্রিপুরায় প্রথম
বাণিজ্যের ছাত্র |
|
জঙ্গিদের হানায় হত তিন কম্যান্ডো |
আরারিয়ায় গুলি চালনার তদন্ত শুরু |
|
টুকরো খবর |
|
|
|