|
|
|
|
নির্দেশ মুখ্যমন্ত্রীর |
আরারিয়ায় গুলি চালনার তদন্ত শুরু |
নিজস্ব সংবাদদাতা ²পটনা |
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নির্দেশে আরারিয়ার ফারবিশগঞ্জে পুলিশের গুলিতে চারজনের মৃত্যুর ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করল রাজ্য স্বরাষ্ট্র দফতর। আজ সকালেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব আমির সুভানি এবং রাজ্য পুলিশের এডিজি (সদর) রাজ্যবর্ধন শর্মা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। ইতিমধ্যে নীতীশ কুমার গ্রামবাসীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, “যদি প্রশাসনের কোনও কর্তা গুলি চালনার ঘটনায় দোষী প্রমাণিত হন, তাঁকেও রেওয়াত করা হবে না।”
গ্লুকোজ তৈরির বেসরকারি একটি সংস্থার পাঁচিল দেওয়া নিয়ে গোলমালের সূত্রপাত। গণ্ডগোলের খবর পেয়ে ফারবিশগঞ্জে ওই এলাকায় পুলিশ এসে বিক্ষোভকারীদের হঠাতে যায়। সে সময় উত্তেজিত জনতার একাংশ পুলিশের উপরে চড়াও হয় বলে অভিযোগ। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানো হয়। অবস্থা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে
দেখে পুলিশ গুলি চালালে চার জন মারা যান।
পুলিশের গুলিতে চার জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। কাল রাতেই মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পুলিশকর্তাদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করে পুরো বিষয়টি জানতে চান। এর পরেই তিনি স্বরাষ্ট্রসচিবকে ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ দেন। সরেজমিনে পরিস্থিতি দেখার পরে দু’দিনের মধ্যে স্বরাষ্ট্র সচিবকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। |
|
|
|
|
|