সংবাদসংস্থা, ইসলামাবাদ: মার্কিন ড্রোন বিমানের হামলায় নিহত হয়েছে ২৬/১১-কাণ্ডে অন্যতম অভিযুক্ত আল কায়দা
নেতা ইলিয়াস কাশ্মীরি। গত রাতে ওই হামলায় পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে নিহত হয়েছে আরও আট জঙ্গি।
আজ পাক গোয়েন্দা সংস্থার এক অফিসার এই খবর জানিয়েছেন। হরকত উল জিহাদ অল ইসলামি (হুজি) জঙ্গি
গোষ্ঠীর কম্যান্ডার ছিল কাশ্মীরি। একটি বিবৃতিতে কাশ্মীরির মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে হুজিও। |