টুকরো খবর

কাশ্মীরে মৃত্যু শিশু-সহ দুই বাঙালির
বেড়াতে এসে একটি চার বছরের শিশু-সহ মৃত্যু হল দুই বাঙালি পর্যটকের। পহেলগামে কলকাতা থেকে আসা রাজু রায়ের ৪ বছরের ছেলের আজ মৃত্যু হয়েছে। ২৯ মে হোটেলের জানলা থেকে পড়ে যায় ছোট্ট রাদু। তাকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ তার মৃত্যু হয়। অন্য দিকে গুলমার্গে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বীরভূমের নলহাটি থেকে আসা প্রভাত দত্ত (৫৯)। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোনার ব্যবসায়ী প্রভাতবাবু গত ২৮ মে একটি বেসরকারি সংস্থার সঙ্গে কাশ্মীর বেড়াতে যান। বিপত্নীক প্রভাতবাবুর সঙ্গে ছিলেন তাঁর প্রতিবেশী স্বপন সমাদ্দার। গুলমার্গের পুলিশ কর্তা খলিদ আহমেদ জানান, প্রভাতবাবুর দেহ তাঁর সহযাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।

অমর, অমিতাভকে নোটিস পাঠাল ইডি
আর্থিক জালিয়াতির অভিযোগে সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংহ এবং অভিনেতা অমিতাভ বচ্চনকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট দফতর (ইডি)। অমর সিংহের স্ত্রী পঙ্কজা সিংহকেও নোটিস পাঠানো হয়েছে। ৬টি ভুয়ো সংস্থাকে নিয়ে ইডি তদন্ত শুরু করেছে। অমর সিংহ, তাঁর স্ত্রী এবং অমিতাভ ৩ জনেই ওই সংস্থাগুলির অংশীদার। এর আগে গত ২০ মে ইলাহাবাদ হাইকোর্ট ওই ৬টি সংস্থা সম্পর্কে খতিয়ে দেখে ইডি-কে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছিল।

গডকড়ীর নাগপুর সফর নিয়ে জল্পনা
লখনউয়ে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকের মাঝেই হঠাৎ নিতিন গডকড়ীর নাগপুর সফর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। ঘটনাচক্রে উমা ভারতীও নাগপুরে ছিলেন। সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গেও তাঁর বৈঠকের খবর রয়েছে। যদিও বিজেপি-র এক সূত্রের দাবি, গডকড়ীর এই আকস্মিক সফর পারিবারিক কারণে। কিন্তু গত কালই গডকড়ী জানিয়েছিলেন, সকলের সঙ্গে কথা বলে উমাকে তিনি শীঘ্রই দলে ফেরত নিয়ে আসবেন। যাঁদের আপত্তি রয়েছে, তাঁদের সঙ্গে লখনউয়েই এক প্রস্ত কথা সারবেন।

জিরিবামে বন্ধের ডাক
পৃথক জেলার দাবিতে বন্ধ ডাকল জিরিবাম জেলা যৌথ মঞ্চ। মণিপুরের জিরিবাম মহকুমাকে জেলার স্বীকৃতি দেওয়ার দাবি অনেক দিনের। গত কাল এই নিয়ে জিরিবামে একটি সমাবেশের আয়োজন করে যৌথ মঞ্চ। তাদের তরফে ৬ জুন থেকে ৩০ ঘণ্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে। মঞ্চের তরফে মুতুম মেইপাকসানা মাংগাং জানান, সরকার দাবি না মানলে ১১ জুন থেকে ৫ দিনের আর্থিক অবরোধে নামবে তারা।

বন্যা ধেমাজিতে
বছরের প্রথম বন্যাতেই ডুবল ধেমাজি জেলার একাংশ। গত কয়েকদিনের টানা বর্ষণে জিয়াঢল নদীর জলতল বিপদসীমার উপরে উঠে যায়। ইতিমধ্যে ২০টি গ্রামে নদীর জল ঢুকেছে। ৫২ নম্বর জাতীয় সড়কই এই জেলার একমাত্র যোগসূত্র। সেটিও প্রায় বানভাসি হওয়ার মুখে। জলে ডোবা গ্রামের মানুষকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যার আশঙ্কায় গোলাঘাট, নগাঁও, শোণিতপুর, কার্বি জেলা প্রশাসনও যৌথ বৈঠক করেছেন। কাজিরাঙা উদ্যানের সামনের রাস্তায় ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করেছে। ৩৭ নম্বর জাতীয় সড়কের এই অংশে ৪০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো বারণ।

আলফা জঙ্গি হত
নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক আলফা জঙ্গির মৃত্যু হল। কাল রাতে, বাক্সার থালকুচিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, পরেশপন্থী আলফা জঙ্গিরা ঘাঁটি গেড়ে আছে খবর পেয়ে পুলিশ ও ৭ ডোগরা রেজিমেন্টের জওয়ানরা এলাকায় তল্লাশি চালাচ্ছিল। গুলির লড়াইয়ে আলফার লেফটেন্যান্ট কর্পোরাল গণ শইকিয়ার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল, একটি ৯ মিলিমিটার পিস্তল ও ৩০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।

হামলায় জখম ২

হাফলংয়ে কনভেন্ট রোডে দিনে দুপুরে এক মহিলা আইনজীবীর বাড়িতে হামলা চালাল সশস্ত্র দুষ্কৃতী। পুলিশ জানায়, দুপুরে আইনজীবী দয়ামণি সিংহ বাড়িতে ছিলেন না। বেলা দু’টো নাগাদ দা নিয়ে এক দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে দয়ামণির ৭৪ বছর বয়স্ক বাবা ধর্ম সিংহের উপরে। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন দয়ামণির স্কুলশিক্ষিকা বোন নিভা সিংহও (৩৭)। দায়ের আঘাতে দু’জনকে ক্ষতবিক্ষত করে দুষ্কৃতীটি পালায়।

Previous Story Desh Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.