হাফলংয়ে কনভেন্ট রোডে দিনে দুপুরে এক মহিলা আইনজীবীর বাড়িতে হামলা চালাল সশস্ত্র দুষ্কৃতী। পুলিশ জানায়, দুপুরে আইনজীবী দয়ামণি সিংহ বাড়িতে ছিলেন না। বেলা দু’টো নাগাদ দা নিয়ে এক দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে দয়ামণির ৭৪ বছর বয়স্ক বাবা ধর্ম সিংহের উপরে। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন দয়ামণির স্কুলশিক্ষিকা বোন নিভা সিংহও (৩৭)। দায়ের আঘাতে দু’জনকে ক্ষতবিক্ষত করে দুষ্কৃতীটি পালায়। |