|
|
|
|
দক্ষিণ আফ্রিকার কোচ হয়তো গ্যারি কার্স্টেনই |
সংবাদসংস্থা ²জোহানেসবার্গ |
বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর নিজের দেশ দক্ষিণ আফ্রিকার কোচ হতে চলেছেন গ্যারি কার্স্টেন। তাঁর সহকারীর দায়িত্ব নিচ্ছেন অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার একটি প্রথম সারির দৈনিকে আজ এমনটাই দাবি করা হয়েছে।
সংবাদপত্রটির দাবি, সোমবারই ক্রিকেট সাউথ আফ্রিকা-র পক্ষ থেকে সরকারি ভাবে কার্স্টেনের নিয়োগের ঘোষণা করা হবে। শোনা যাচ্ছে, কার্স্টেন চুক্তিপত্রে সই না করা পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছে না দক্ষিণ আফ্রিকা বোর্ড। তবে জাতীয় দলে এক সময়ের দুই সতীর্থ কার্স্টেন আর ডোনাল্ডের উপরেই নাকি নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার দেওয়ার সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে।
বেশ কয়েক দিন ধরে জল্পনা চলছিল, প্রোটিয়াদের কোচ হিসেবে কোরি ফান জিলের উত্তরসূরি হতে চলেছেন সচিন-ধোনিদের প্রাক্তন কোচ কার্স্টেন। ফান জিল সিএসএ-র ‘হাই পারফরম্যান্স সেন্টার’-এর মুখ্য কর্তার দায়িত্বে ফিরে গিয়েছেন। সংবাদপত্রটি দাবি করেছে, কার্স্টেনের সহকারী কোচ হিসেবে থাকবেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কেপলার ওয়েসেলস বলেছেন, “গ্যারি কোচ হলে সেটা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের জন্য খুব ভাল হবে। ভারতে ও অবিশ্বাস্য রকম ভাল কাজ করেছে। ওর কাজের ধরনটা খুব ভাল। আন্তর্জাতিক স্তরে কোচের কাছ থেকে কী প্রত্যাশা থাকে, সেটা গ্যারি ভাল ভাবেই জানে।” ডোনাল্ডের সম্ভাব্য সহকারী কোচ হওয়া নিয়ে ওয়েসেলস বলেছেন, “অ্যালান অনেক দিন ধরে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছিল। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট নিয়ে ওর একটা আলাদা আবেগ আছে। প্রচুর কোচিং করিয়েছে অ্যালান। ও ভাল কাজ করবে।” |
|
|
|
|
|