টুকরো খবর

ব্লাটার ডাইনোসর, বললেন মারাদোনা
ফিফার ‘ডাইনোসর’রা যত দিন থাকবে, তত দিন ফুটবলে দুর্নীতি থেকে শুরু করে ম্যাচ গড়াপেটা সব চলবে! ড্রাগ-বিতর্কে গোটা আর্জেন্তিনা টিমকে জড়িয়ে দেওয়ার পর এ ভাবে আবার বোমা ফাটালেন দিয়োগো মারাদোনা। বুধবার ফিফা প্রেসিডেন্ট পদে ফের নির্বাচিত হয়েছেন সেপ ব্লাটার। এবং প্রায় সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত মারাদোনা বলে বসেছেন, “জীবনে কোনও দিন ফুটবলে পা দিয়েছে বলে তো মনে হয় না।” এখানেই না থেমে মারাদোনা আরও বলেছেন, “হাতে প্রচুর ক্ষমতা থাকলে অর্থহীন অনেক কিছুই করা যায়। ফিফায় এখন যেগুলো হচ্ছে। প্রত্যেক দিন দুর্নীতি। ম্যাচ গড়াপেটা নিয়ে বিতর্ক। এটা তো ফুটবল নয়। এখানে ফুটবল নিয়ে কোনও কথাবার্তা হয় না। ফুটবল যাঁরা দেখেন, তাঁদের এ জিনিস প্রাপ্য নয়।” ব্লাটারকে পুর্ননির্বাচিত হতে দেখেও এতুটুকু অবাক হননি মারাদোনা। বরং জানাচ্ছেন, যত দিন ইচ্ছে হবে ব্লাটারই রাজত্ব করবেন ফিফায়। বলছেন, “ফিফা এখন একটা জাদুঘরের চেয়ে কম কিছু নয়। বড়সড় জাদুঘর। এবং সেখানে কিছু ডাইনোসর আছে, যারা কোনও দিন ক্ষমতা ছাড়তে চায় না।” সঙ্গে যোগ করেছেন, “এই যে ব্লাটার ফের নির্বাচিত হলেন, তার মধ্যে কোনও চমক নেই। নিজেদের দিকে তাকিয়ে একবার এঁদের দেখা উচিত। কিন্তু একশো বছরেও এঁরা চেয়ার ছাড়বেন না। আর ফুটবল এ রকমই থাকবে।”

নেতৃত্বে ঝুলন
ইংল্যান্ডে চার দেশের ওয়ান ডে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রত্যাশিত ভাবেই ভারতীয় মেয়েদের ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ঝুলন গোস্বামীর নাম ঘোষণা করা হল। ২৩ জুন শুরু টুর্নামেন্টে ভারত-ইংল্যান্ড ছাড়া খেলবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ভারতের ১৫ জনের দলে বাংলার প্রিয়াঙ্কা রায়ও আছেন। সহ-অধিনায়ক অমিতা শর্মা। তিন নতুন মুখ বেদা কৃষ্ণমূর্তি, একতা বিস্ত এবং শিল্পা গুপ্তা। বাদ পড়েছেন অলরাউন্ডার রুমেলি ধর। ঘোষিত দল: ঝুলন গোস্বামী, অমিতা শর্মা, মিতালি রাজ, স্নেহল প্রধান, পুনম রাউত, নেহা তনওয়ার, হরমন প্রীত কাউর, সামান্থা লোবাটো, অনঘা দেশপাণ্ডে, গওহর সুলতানা, প্রিয়াঙ্কা রায়, ডায়ানা ডেভিড, বেদা কৃষ্ণমূর্তি, একতা বিস্ত ও শিল্পা গুপ্তা।

বিন হামাম তদন্তে বেসরকারি গোয়েন্দা
মহম্মদ বিন হামাম এবং জ্যাক ওয়ার্নারের ঘুষ-কাণ্ডে জড়িত থাকার ঘটনার তদন্তে ফিফা নিয়োগ করছে বেসরকারি গোয়েন্দা সংস্থাকে। এফবিআই-এর প্রাক্তন ডিরেক্টর লুইস ফ্রিহ্ ওই সংস্থার প্রধান। গোয়েন্দারা ক্যারিবিয়ান ফুটবল সংস্থার কর্তাদের জিজ্ঞাসাবাদ করবেন। প্রেসিডেন্ট পদে বিন হামামকে সমর্থন করার জন্য নাকি ক্যারিবিয়ান সংস্থাকে প্রায় দু’কোটি টাকা ঘুষ দিতে চাওয়া হয়েছিল।

আর্জেন্তিনা ম্যাচ নিয়ে তদন্ত
বুধবার আবুজায় হওয়া নাইজেরিয়া বনাম আর্জেন্তিনা ম্যাচ নিয়ে তদন্ত করছে ফিফা। তারকা ছাড়া আর্জেন্তিনাকে ৪-১ হারিয়েছিল নাইজেরিয়া। ইনজুরি টাইম শুরুর সময়েও আর্জেন্তিনা পিছিয়ে ছিল ০-৪। সেই সময় থেকেই পঞ্চম গোল হওয়ার পক্ষে বাজি ধরতে শুরু করেন অনেকেই। রেফারি প্রথমে পাঁচ মিনিট অতিরিক্ত দিলেও খেলা চালান আট মিনিট পর্যন্ত। শেষ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্তিনার একটি গোল শোধ করেন বোসেল্লি।

অন্য খেলায়

বাগুইআটি লিগে চ্যাম্পিয়ন হল শিবকালী স্পোর্টিং। তারা ২-০ হারাল নির্ভীক সঙ্ঘকে।

Previous Story Khela First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.