নাদালের টপস্পিন সামলানোর উপর ফেডেরারের ভাগ্য নির্ভর করছে
টেনিস ইতিহাসে কালোত্তীর্ণ যে মহান চিরপ্রতিদ্বন্দ্বিতাগুলো আছে, আমার মতে তার মধ্যে সেরা লাইনআপ ফেডেরার বনাম নাদাল। দুই আর তিনে রাখব বর্গ বনাম ম্যাকেনরো এবং লুই হোড বনাম রোজওয়াল লড়াইকে। পরিসংখ্যানের বিচারে ফেডেরারের বিরুদ্ধে নাদালের সাফল্য হয়তো অনেক বেশি। ক্লে কোর্টে তো প্রায় তুলনাই আসে না। আর ফরাসি ওপেনে এখনও একবারও নাদালকে হারাতে পারেনি ফেডেরার। তা সত্ত্বেও সেই ২০০৪ থেকে যখন যেখানে, যে সারফেসেই দু’জনে মুখোমুখি হোক না কেন, টেনিস খেলাটার সর্বোচ্চ মান এমন উচ্চতায় বারবার পোঁছেছে, যার জন্যই এই ম্যাচটা চিরশ্রেষ্ট প্রতিদ্বন্দ্বিতার সার্টিফিকেট পেয়েছে।
রবিবার রোলাঁ গারোর ফিলিপ শাঁতিয়ের কোর্টেও একটু হলেও নাদাল-ই ফেভারিট। দুটো ফ্যাক্টর ফেডেরার সামলাতে পারলে অবশ্য ছবিটা পাল্টে যেতে পারে।

এক) নাদালের ফোরহ্যান্ড টপস্পিনের সফল মোকাবিলা ফেডেরার এখনও করে উঠতে পারেনি। ট্যুরের শতকরা পঁচানব্বই ভাগ টেনিস প্লেয়ারের মতো ফেডেরারের ডাবল হ্যান্ডেড ব্যাকহ্যান্ড নেই। এক হাতে ব্যাকহ্যান্ড মারে। বাঁ-হাতি নাদালের টপস্পিনে এত বেশি স্পিন মেশানো থাকে আর সেগুলো এত উঁচু হয়ে ফেডেরারের ব্যাকহ্যান্ডে আসে যে, ওর এক হাতে মারা ব্যাকহ্যান্ড রিটার্নে সেই পাওয়ার বা নিখুঁত ভাব থাকে না। যা দিয়ে নাদালের বিরুদ্ধে উইনার মারা সম্ভব।

দুই) শুক্রবার প্যারিসের সময় রাত দশটায় ডকোভিচের বিরুদ্ধে ওই সাংঘাতিক কষ্টসাধ্য সেমিফাইনাল লড়াই জিতে উঠে পরের চল্লিশ ঘণ্টার মধ্যে ফেডেরারকে ফাইনালে নাদালের বিশাল চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে। ফেডেরারের মতো সুপারফিট অ্যাথলিট আমি কোনও খেলায় দেখিনি ঠিকই। অবিশ্বাস্য রকম ফিট বলেই এক দশকের ওপর পেশাটার সার্কিটে টানা খেলেও কোনও বড় ধরনের চোটের শিকার হয়নি। তবু ফেডেরার শরীর-মন নিংড়ে নেওয়া সেমিফাইনালের ক্লান্তি কতটা ‘রিকভার’ করে ফাইনালে নামছে সেটা দেখার। আরও গুরুত্বপূর্ণ এই জন্য যে, নাদাল এমন একজন প্রতিপক্ষ যে কখনও ক্লান্ত হয় না। প্রবল হাড্ডাহাড্ডি ম্যাচের পঞ্চম সেটেও প্রথম সেটের মতোই কোর্টময় দৌড়য়। অবিশ্বাস্য স্ট্যামিনা!

রজার বনাম রাফা
lআট বছরে মোট ২৪ সাক্ষাতে রাফায়েল নাদাল এগিয়ে ১৬-৮ ম্যাচে।
lগ্র্যান্ড স্লামে রজার ফেডেরার পিছিয়ে ২-৬’এ।
lক্লে কোর্টে নাদাল এগিয়ে ১১-২ ম্যাচে।
lফরাসি ওপেনে ফেডেরার পিছিয়ে ০-৪’এ।
lচলতি বছরও ফেডেরারের বিরুদ্ধে নাদাল এগিয়ে ২-০ ম্যাচে।
নাদালের প্রায় ‘দ্বিতীয় ঘর’ রোলাঁ গারোতেও এ বার ও কিছু সার্ভিস নষ্ট করায় কেউ কেউ ভাবতে পারেন, ফাইনালে এটা ফেডেরারের সামনে বাড়তি সুযোগ। কিন্তু স্লো ক্লে কোর্টে সার্ভিস বিরাট কিছু ফ্যাক্টর নয়। চটচটে লাল মাটিতে আসল হচ্ছে ঠিকঠাক ভাবে র্যালি করে যাওয়াটা। প্রচণ্ড স্ট্যামিনার পাশাপাশি দরকার তীব্র ধৈর্য। যেমনটা ফেডেরার-ডকোভিচ সেমিফাইনালে দেখা গেছে। এ রকম সর্বোচ্চ মানের টেনিস ম্যাচ আমি বোধহয় আগে দেখিনি।
দু’জনেরই কী অসাধারণ ধারাবাহিক ভয়ঙ্কর জোরালো হিটিং! এক-একটা র্যালিতে পঁচিশ-তিরিশটা শট খেলা হয়েছে! এক-একটা র্যালি চলেছে দশ-বারো মিনিট ধরে! ফেডেরারের তিরিশ বছর বয়স, ষোলোটা গ্র্যান্ড স্লাম জেতার পর স্বভাবতই মোটিভেশনের অভাববিষয়গুলো মাথায় রাখলে ওর থেকে এ রকম অনবদ্য খেলা দেখতে পাওয়াটা আরও বেশি অবিশ্বাস্য! ফেডেরার, সচিন, উসেইন বোল্টরা এ জন্যই গ্রেট প্লেয়ার। বছরের পর বছর বৃহত্তম মঞ্চে বারবার জ্বলে ওঠাই শুধু নয়, ওদের সব সময় নিজেকে সফল দেখার খিদেও যেন অনন্ত। অফুরান।
যে-ই অবাক হোক না কেন, রজার ফাইনালে ওঠায় আমি এতটুকু অবাক নই। ও কী দুর্ধর্ষ প্লেয়ার সেটা আমার চেয়ে বেশি বোধহয় কেউ জানে না।” নাদাল
এখানে রাফা আমাকে কত বার যে গিলে ফেলেছে! সে জন্যই ফরাসি ওপেন ফাইনাল রাফার বিরুদ্ধে খেলাটা আমার কাছে আরও বেশি স্পেশ্যাল।” ফেডেরার
যদিও সেমিফাইনালের মতো ফাইনালেও ফেডেরারের ওপর কোনও চাপ নেই। ডকোভিচের যেমন চাপ ছিল বিশ্বর্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়া বা ম্যাকেনরোর টানা ৪২ ম্যাচ জেতার বিশ্বরেকর্ড ছোঁয়ার, নাদালের ওপরও রবিবার তেমন চাপ বর্গের ছ’বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছোঁয়ার। ফেডেরারের গ্র্যান্ড স্লাম জেতার বিশ্বরেকর্ড রয়েছে। প্রচুর প্রচুর অর্থ। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল দশটা গাড়ি। দুটো প্রাইভেট এরোপ্লেন। স্ত্রী, দুই মেয়ে নিয়ে সুখী সংসার। সুপার ফিটনেসের পাশাপাশি শান্ত চিত্ত আর চাপহীন মেজাজই না রবিবার ফেডেরারকে রোলাঁ গারোয় আরও এক বার অপ্রতিরোধ্য করে তোলে!
Previous Story Khela Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.