|
|
|
|
আম ব্যবসায়ীকে গুলি করে খুন |
নিজস্ব সংবাদদাতা ²মালদহ |
সাতসকালে এক আম ব্যবসায়ীকে বাগানের কাছেই গুলি করে খুন করল দুষ্কৃতীরা। শনিবার সকাল ন’টা নাগাদ কালিয়াচক থানার চামাগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম আবু হুররা শেখ (৪০)। দুষ্কৃতীরা খুন করার পরে ওই ব্যবসায়ীর দেহ তুলে প্রায় একশো মিটার দূরে আম বাগানের মধ্যে ফেলে রেখে চলে যায়। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ওই ঘটনায় এখনও কোনও অভিযোগ থানায় জমা পড়েনি। তবে প্রাথমিক তদন্তের পরে জানা গিয়েছে আমবাগানের দখল নিয়ে ওই খুনের ঘটনাটি ঘটেছে।”
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুজাপুরের বামন গ্রাম এলাকার আম ব্যবসায়ী আবু অন্য দিনের মতো শনিবার সকালে চামাগ্রামে নিজের আম বাগানের ফলন দেখতে যান। বাগান দেখে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই আবু মারা যান। স্থানীয় বাসিন্দারা জানান, ৫-৬ জনের দুষ্কৃতী দলটি প্রকাশ্যে দাঁড়িয়ে ব্যবসায়ীকে গুলি ছুড়েছে। ভয়ে কেউ আক্রান্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াতে পারেনি। খুন করার পরে দুষ্কৃতীরা মৃতদেহটি তুলে আমবাগানের দিকে নিয়ে যায়। খুনের ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কর্তারা বিরাট বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। এলাকার বাসিন্দারা পুলিশকে জানায়, আম বাগানের দখল নিয়ে দুষ্কৃতীদের সঙ্গে ওই ব্যবসায়ীর দীর্ঘদিন থেকে ঝামেলা চলছিল। |
|
|
|
|
|