শান্তনু ঘোষ: বিভিন্ন প্রজাতির অর্কিড থেকে বাহারি গাছ। মেক্সিকান ঘাস থেকে কলসপত্রী, শ্যাম্পেন পাম। ঘর সাজানো বা বাগানের জন্য অনেকেই বিভিন্ন বেসরকারি নার্সারি থেকে সংগ্রহ করেন ওই সব গাছ। কিন্তু এ বার খোদ সরকারি নার্সারি থেকেই মিলবে এ ধরনের বিভিন্ন গাছগাছালি। রাজ্য বন দফতরের সহযোগিতায় হাওড়ায় এমনই একটি উন্নতমানের নার্সারি তৈরির কাজ শুরু করেছে জেলা বন দফতর।
দেবাশিস ঘোষ: বিকল্প ব্যবস্থাও বন্ধ হয়ে গেল। দীর্ঘ দিন বেলিলিয়াস রোডে নিকাশি সংস্কারের কাজ চলছে। যান চলাচল বন্ধ। ফলে প্রচণ্ড সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী থেকে ব্যবসায়ীরা। তাঁদের দাবি মেনে ইস্ট-ওয়েস্ট রোড ও বেলিলিয়াস রোডের সংযোগকারী বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু করেছিল এইচআইটি। কিন্তু সে কাজও বন্ধ হয়ে গিয়েছে। এইচআইটি কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের আপত্তিতে কাজ বন্ধ হয়ে গিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বাসিন্দারা।
পরিষেবা
সাপ্তাহিক ক্রোড়পত্র
sউৎসব